ETV Bharat / state

প্লাস্টিক দূষণ রুখতে বার্তা ফিরহাদের

পাতলা প্লাস্টিকের ব্য়বহার বন্ধ করে শহরবাসীকে চটের ব্য়গ ব্য়বহারের পরামর্শ দিলেন কলকাতার মেয়র ৷ প্লাস্টিক দূষণ রুখতে গতকাল চেতলা এলাকায় জনসচেতনতা যাত্রা করেন তিনি ৷ নাগরিকদের জন্য় বিলি করেন চটের ব্যাগ ।

firhad
ফিরহাদ হাকিম
author img

By

Published : Mar 11, 2020, 5:19 AM IST

Updated : Mar 11, 2020, 5:44 AM IST

কলকাতা, 11 মার্চ : প্লাস্টিক দূষণ রুখতে শহরকে বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । পাতলা প্লাস্টিকের ব্যাগ বর্জন করে প্রত্যেক নাগরিককে চটের ব্যাগ ব্য়বহার করতে পরামর্শ দেন তিনি ।

সামনেই পৌর নির্বাচন । প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রচার পর্ব । অভিনব প্রচারের পন্থা নিচ্ছেন রাজ‍্যের শাসক দলের নেতারা । সেইমতো প্লাস্টিক দূষণ রুখতে প্রচার করলেন কলকাতা পৌরনিগমের মহানাগরিক তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । গতকাল চেতলা এলাকায় জনসচেতনতা যাত্রা করেন তিনি । এই জনসচেতনতা যাত্রা থেকেই প্লাস্টিক বর্জন করার পরামর্শ দেন । নাগরিকদের জন্য বিলি করেন চটের ব্যাগ ।

সাধারণ মানুষকে বার্তা দিয়ে ফিরহাদ বলেন, "পাতলা প্লাস্টিক ব‍্যাগ বর্জন করুন । সবুজায়নের কাজকে সমর্থন করুন ।"

কলকাতা, 11 মার্চ : প্লাস্টিক দূষণ রুখতে শহরকে বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । পাতলা প্লাস্টিকের ব্যাগ বর্জন করে প্রত্যেক নাগরিককে চটের ব্যাগ ব্য়বহার করতে পরামর্শ দেন তিনি ।

সামনেই পৌর নির্বাচন । প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রচার পর্ব । অভিনব প্রচারের পন্থা নিচ্ছেন রাজ‍্যের শাসক দলের নেতারা । সেইমতো প্লাস্টিক দূষণ রুখতে প্রচার করলেন কলকাতা পৌরনিগমের মহানাগরিক তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । গতকাল চেতলা এলাকায় জনসচেতনতা যাত্রা করেন তিনি । এই জনসচেতনতা যাত্রা থেকেই প্লাস্টিক বর্জন করার পরামর্শ দেন । নাগরিকদের জন্য বিলি করেন চটের ব্যাগ ।

সাধারণ মানুষকে বার্তা দিয়ে ফিরহাদ বলেন, "পাতলা প্লাস্টিক ব‍্যাগ বর্জন করুন । সবুজায়নের কাজকে সমর্থন করুন ।"

Last Updated : Mar 11, 2020, 5:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.