ETV Bharat / state

কোরোনার চিকিৎসায় আজ থেকে কলকাতায় শুরু হচ্ছে প্লাজ়মা থেরাপি - id&bg

অবশেষে আজ থেকে কলকাতায় শুরু হচ্ছে প্লাজ়মা থেরাপির ট্রায়াল। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রস্তুত করা হবে প্লাজ়মা ।

ছবি
ছবি
author img

By

Published : May 18, 2020, 1:00 PM IST

Updated : May 18, 2020, 1:25 PM IST

কলকাতা, 18 মে: প্রতীক্ষার অবসান । আজ থেকে কলকাতায় শুরু হচ্ছে প্লাজ়মা থেরাপির ট্রায়াল। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রস্তুত করা হবে প্লাজ়মা । এবং এই প্লাজমা প্রয়োগ করা হবে ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের মুমূর্ষ COVID-19 রোগীদের উপর ।

এখনও পর্যন্ত COVID-19-এর চিকিৎসার জন্য কোনও ওষুধ আবিষ্কৃত হয়নি । তবে, পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োগ হচ্ছে । চলছে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টাও । এদিকে, COVID-19-এর চিকিৎসার জন্য ওষুধ হিসাবে বিভিন্ন জায়গায় প্লাজ়মা থেরাপি দেওয়া হচ্ছে । এই পরিস্থিতিতে আজ থেকে মুমূর্ষ COVID-19 রোগীদের চিকিৎসায় কলকাতায় শুরু হচ্ছে প্লাজ়মা থেরাপির ট্রায়াল । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমিউনো হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগে এই প্লাজ়মা প্রস্তুত করা হবে । বিভাগের প্রধান চিকিৎসক প্রসূন ভট্টাচার্য বলেন, " আজ থেকে আমরা প্লাজ়মা থেরাপির ট্রায়ালের প্রথম ধাপ শুরু করব।"

এই থেরাপির জন্য কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের প্লাজ়মা প্রয়োজন । ইতিমধ্যেই সুস্থ হয়ে ওঠা অনেকে তাঁদের প্লাজ়মা দান করতে চেয়েছেন । আজ এঁদের মধ্যে অনেকের কলকাতা মেডিকেল কলেজে আসার কথা । প্লাজ়মা দানের জন্য সুস্থ হয়ে ওঠা এইসব মানুষের মধ্যে থেকে বেছে নেওয়া হবে যোগ‍্য দাতাকে । এবং তাঁদের শরীর থেকে প্লাজ়মা সংগ্রহ করে, কিছু প্রক্রিয়া শেষে ওই প্লাজ়মা প্রয়োগ করা হবে ID&BG হাসপাতালে চিকিৎসাধীন COVID-19 রোগীদের শরীরে ।

যেসব রোগী সুস্থ হন, তাঁদের শরীরে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় । অন্য ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রেও শরীরে তৈরি হয় অ্যান্টিবডি । এই অ্যান্টিবডি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা অন্য কোনও রোগীর শরীরে প্রয়োগকে বলে সিরাম বা প্লাজ়মা ট্রিটমেন্ট । বিভিন্ন ক্ষেত্রে প্লাজ়মা ট্রিটমেন্ট করা হয় । যেমন- অ্যান্টি ডিপথেরিক সিরাম, অ্যান্টি টিটেনাস সিরাম । চিকিৎসকরা জানিয়েছেন, যাঁরা গুরুতর অসুস্থ, তাঁদের প্লাজ়মা ট্রিটমেন্ট দেওয়া হলে অনেকটা উপকার পেতে দেখা গেছে । যার জেরে, মুমূর্ষ COVID-19 রোগীদের ক্ষেত্রে কলকাতায় অবশেষে এই প্লাজ়মা থেরাপির ট্রায়াল শুরু হচ্ছে।

কলকাতা, 18 মে: প্রতীক্ষার অবসান । আজ থেকে কলকাতায় শুরু হচ্ছে প্লাজ়মা থেরাপির ট্রায়াল। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রস্তুত করা হবে প্লাজ়মা । এবং এই প্লাজমা প্রয়োগ করা হবে ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের মুমূর্ষ COVID-19 রোগীদের উপর ।

এখনও পর্যন্ত COVID-19-এর চিকিৎসার জন্য কোনও ওষুধ আবিষ্কৃত হয়নি । তবে, পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োগ হচ্ছে । চলছে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টাও । এদিকে, COVID-19-এর চিকিৎসার জন্য ওষুধ হিসাবে বিভিন্ন জায়গায় প্লাজ়মা থেরাপি দেওয়া হচ্ছে । এই পরিস্থিতিতে আজ থেকে মুমূর্ষ COVID-19 রোগীদের চিকিৎসায় কলকাতায় শুরু হচ্ছে প্লাজ়মা থেরাপির ট্রায়াল । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমিউনো হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগে এই প্লাজ়মা প্রস্তুত করা হবে । বিভাগের প্রধান চিকিৎসক প্রসূন ভট্টাচার্য বলেন, " আজ থেকে আমরা প্লাজ়মা থেরাপির ট্রায়ালের প্রথম ধাপ শুরু করব।"

এই থেরাপির জন্য কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের প্লাজ়মা প্রয়োজন । ইতিমধ্যেই সুস্থ হয়ে ওঠা অনেকে তাঁদের প্লাজ়মা দান করতে চেয়েছেন । আজ এঁদের মধ্যে অনেকের কলকাতা মেডিকেল কলেজে আসার কথা । প্লাজ়মা দানের জন্য সুস্থ হয়ে ওঠা এইসব মানুষের মধ্যে থেকে বেছে নেওয়া হবে যোগ‍্য দাতাকে । এবং তাঁদের শরীর থেকে প্লাজ়মা সংগ্রহ করে, কিছু প্রক্রিয়া শেষে ওই প্লাজ়মা প্রয়োগ করা হবে ID&BG হাসপাতালে চিকিৎসাধীন COVID-19 রোগীদের শরীরে ।

যেসব রোগী সুস্থ হন, তাঁদের শরীরে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় । অন্য ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রেও শরীরে তৈরি হয় অ্যান্টিবডি । এই অ্যান্টিবডি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা অন্য কোনও রোগীর শরীরে প্রয়োগকে বলে সিরাম বা প্লাজ়মা ট্রিটমেন্ট । বিভিন্ন ক্ষেত্রে প্লাজ়মা ট্রিটমেন্ট করা হয় । যেমন- অ্যান্টি ডিপথেরিক সিরাম, অ্যান্টি টিটেনাস সিরাম । চিকিৎসকরা জানিয়েছেন, যাঁরা গুরুতর অসুস্থ, তাঁদের প্লাজ়মা ট্রিটমেন্ট দেওয়া হলে অনেকটা উপকার পেতে দেখা গেছে । যার জেরে, মুমূর্ষ COVID-19 রোগীদের ক্ষেত্রে কলকাতায় অবশেষে এই প্লাজ়মা থেরাপির ট্রায়াল শুরু হচ্ছে।

Last Updated : May 18, 2020, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.