ETV Bharat / state

বছর ঘোরার আগেই জনপ্রিয়তা তুঙ্গে, বদলাতে চলেছে কলকাতার গঙ্গা আরতির স্থান - Ganga Aarti

Kolkata Ganga Aarti: বাজা কদমতলা ঘাটের গঙ্গা আরতির জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গিয়েছে ৷ দর্শকদের জায়গা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না কলকাতা পৌরনিগম ৷ তাই খুব শীঘ্র স্থান বদলের ভাবনা ৷

Baja Kadamtala Ghat  Ganga Aarti
বাজা কদমতলা ঘাটের গঙ্গা আরতি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 7:41 PM IST

কলকাতা, 15 জানুয়ারি: পর্যটন দফতরের কলকাতায় তীর্থ ভ্রমণের তালিকায় হট কেক এখন বাজা কদমতলা ঘাটের গঙ্গা আরতি । তাই এবার জনসমাগমের কথা মাথায় রেখে আরতির স্থান বদলের পরিকল্পনা শুরু করেছে কলকাতা পৌরনিগম । এবার বাজা কদমতলা ঘাটের পরিবর্তে মিলেনিয়াম পার্ক চত্ত্বরে এই আরতি নিয়ে যাওয়ার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে পৌরনিগম সূত্রে খবর ।

বেনারসের আদলে গত বছর মার্চ নাগাদ কলকাতার বাজা কদমতলা ঘাটে শুরু হয়েছিল এই গঙ্গা আরতি । রাজ্য ও কেন্দ্র প্রশাসনিক চাপানউতোর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা অনুসারে শুরু হয় বেনারসের আদলে এই গঙ্গা আরতি । ঘাটের একধারেই তৈরি হয় মা গঙ্গার মূর্তি ও সুদৃশ্য মন্দির । শুরুতেই চমক ছিল জনসমাগমে । এরপর আরতি দেখার দর্শক বাড়তে থাকায় বাড়াতে হয় চেয়ার সংখ্যা ৷ আরতি শুরু হয়েছে এখনও বছর ঘোরেনি ৷ তবে আশাতীতভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই আরতি । উপচে পড়ছে দর্শকদের ভিড় । আরতি দেখতে আসছেন বিদেশিরাও ।

শনিবার করে বাজা কদমতলা ঘাটে হয় ভোগ বিতরণ । সন্ধ্যা ঘনালেই মন্ত্রের সঙ্গে পঞ্চ প্রদীপ, চামর, ফুল দিয়ে আরতি ও ঘণ্টার আওয়াজ এক দারুণ দৃশ্য তৈরি করে, যার সঙ্গে বেনারসের ঘাটের দারুণ মিল । আরতিতে দর্শক বেশি হওয়ায় বাজা কদমতলা ঘাটেও এখন স্থান সংকুলান করতে পারছে না কলকাতা পৌরনিগম।

অন্যদিকে, পর্যটকদের অন্যতম আকর্ষণ গঙ্গা বক্ষে লঞ্চে চড়ে এই আরতি দেখা । সব মিলিয়ে পরিস্থিতি বিচার করে প্রাথমিকভাবে পরিকল্পনা হয়েছে, পৌরনিগমের হাতে থাকা কাছেই মিলেনিয়াম পার্কে বিরাট চত্ত্বর জুড়ে এই আরতির আয়োজন করা হবে । তাতে দর্শকদের বসার পর্যাপ্ত জায়গাও থাকবে । স্থানের সমস্যা হবে না।

মিলেনিয়াম পার্কের গোটা এলাকা সাজানো গোছানো । আলোও আছে পর্যাপ্ত । অস্থায়ী কাঠামো দিয়ে তৈরি গঙ্গা মূর্তি ও মন্দির ৷ প্রয়োজনে সেটা পরিবর্তন করা যেতেই পারে বলে জানা গিয়েছে । গঙ্গা আরতির স্থান পরিবর্তন হলে দর্শকদের আর ঠায় দাঁড়িয়ে থাকতে হবে না । এই গোটা বিষয়ে কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ তারক সিং বলেন, "এক বছরও হয়নি আরতি শুরু হয়েছে। তাতেই এতটা জনপ্রিয় হয়ে উঠেছে, সেটা আমাদের কাছে বড় পাওনা । তবে উপচে পড়া ভিড় বহু মানুষ দু'দিকে দাঁড়িয়ে থাকেন । অনেককে আবার আসন না পেয়ে ফিরে যেতে হয় । তাই দর্শকদের সমাগমের বিষয়টি মাথায় রেখেই স্থান পরিবর্তনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে । যদিও এই বিষয় এখন প্রশাসনিক প্রক্রিয়া কাজকর্ম করতে হবে । বিভিন্ন ক্ষেত্রে অনুমতি নেওয়ার বিষয় আছে ।"

আরও পড়ুন:

  1. গঙ্গার টানে নদী বক্ষে আরতি দেখবেন মার্কিন বরযাত্রীরা, বিশেষ ব্যবস্থা কলকাতা পৌরনিগমের
  2. বারাণসীর ধাঁচে বাবুঘাটে গঙ্গারতি, ক্যামেরাবন্দি বেশ কিছু মুহূর্ত
  3. বাঁজা কদমতলা ঘাটে আরতি বন্দনার অর্থ-দায়িত্ব নিয়ে কাটল জট

কলকাতা, 15 জানুয়ারি: পর্যটন দফতরের কলকাতায় তীর্থ ভ্রমণের তালিকায় হট কেক এখন বাজা কদমতলা ঘাটের গঙ্গা আরতি । তাই এবার জনসমাগমের কথা মাথায় রেখে আরতির স্থান বদলের পরিকল্পনা শুরু করেছে কলকাতা পৌরনিগম । এবার বাজা কদমতলা ঘাটের পরিবর্তে মিলেনিয়াম পার্ক চত্ত্বরে এই আরতি নিয়ে যাওয়ার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে পৌরনিগম সূত্রে খবর ।

বেনারসের আদলে গত বছর মার্চ নাগাদ কলকাতার বাজা কদমতলা ঘাটে শুরু হয়েছিল এই গঙ্গা আরতি । রাজ্য ও কেন্দ্র প্রশাসনিক চাপানউতোর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা অনুসারে শুরু হয় বেনারসের আদলে এই গঙ্গা আরতি । ঘাটের একধারেই তৈরি হয় মা গঙ্গার মূর্তি ও সুদৃশ্য মন্দির । শুরুতেই চমক ছিল জনসমাগমে । এরপর আরতি দেখার দর্শক বাড়তে থাকায় বাড়াতে হয় চেয়ার সংখ্যা ৷ আরতি শুরু হয়েছে এখনও বছর ঘোরেনি ৷ তবে আশাতীতভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই আরতি । উপচে পড়ছে দর্শকদের ভিড় । আরতি দেখতে আসছেন বিদেশিরাও ।

শনিবার করে বাজা কদমতলা ঘাটে হয় ভোগ বিতরণ । সন্ধ্যা ঘনালেই মন্ত্রের সঙ্গে পঞ্চ প্রদীপ, চামর, ফুল দিয়ে আরতি ও ঘণ্টার আওয়াজ এক দারুণ দৃশ্য তৈরি করে, যার সঙ্গে বেনারসের ঘাটের দারুণ মিল । আরতিতে দর্শক বেশি হওয়ায় বাজা কদমতলা ঘাটেও এখন স্থান সংকুলান করতে পারছে না কলকাতা পৌরনিগম।

অন্যদিকে, পর্যটকদের অন্যতম আকর্ষণ গঙ্গা বক্ষে লঞ্চে চড়ে এই আরতি দেখা । সব মিলিয়ে পরিস্থিতি বিচার করে প্রাথমিকভাবে পরিকল্পনা হয়েছে, পৌরনিগমের হাতে থাকা কাছেই মিলেনিয়াম পার্কে বিরাট চত্ত্বর জুড়ে এই আরতির আয়োজন করা হবে । তাতে দর্শকদের বসার পর্যাপ্ত জায়গাও থাকবে । স্থানের সমস্যা হবে না।

মিলেনিয়াম পার্কের গোটা এলাকা সাজানো গোছানো । আলোও আছে পর্যাপ্ত । অস্থায়ী কাঠামো দিয়ে তৈরি গঙ্গা মূর্তি ও মন্দির ৷ প্রয়োজনে সেটা পরিবর্তন করা যেতেই পারে বলে জানা গিয়েছে । গঙ্গা আরতির স্থান পরিবর্তন হলে দর্শকদের আর ঠায় দাঁড়িয়ে থাকতে হবে না । এই গোটা বিষয়ে কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ তারক সিং বলেন, "এক বছরও হয়নি আরতি শুরু হয়েছে। তাতেই এতটা জনপ্রিয় হয়ে উঠেছে, সেটা আমাদের কাছে বড় পাওনা । তবে উপচে পড়া ভিড় বহু মানুষ দু'দিকে দাঁড়িয়ে থাকেন । অনেককে আবার আসন না পেয়ে ফিরে যেতে হয় । তাই দর্শকদের সমাগমের বিষয়টি মাথায় রেখেই স্থান পরিবর্তনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে । যদিও এই বিষয় এখন প্রশাসনিক প্রক্রিয়া কাজকর্ম করতে হবে । বিভিন্ন ক্ষেত্রে অনুমতি নেওয়ার বিষয় আছে ।"

আরও পড়ুন:

  1. গঙ্গার টানে নদী বক্ষে আরতি দেখবেন মার্কিন বরযাত্রীরা, বিশেষ ব্যবস্থা কলকাতা পৌরনিগমের
  2. বারাণসীর ধাঁচে বাবুঘাটে গঙ্গারতি, ক্যামেরাবন্দি বেশ কিছু মুহূর্ত
  3. বাঁজা কদমতলা ঘাটে আরতি বন্দনার অর্থ-দায়িত্ব নিয়ে কাটল জট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.