ETV Bharat / state

Kaliaganj Murder Case: কালিয়াগঞ্জ কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে - PIL filed in Calcutta High Court

কালিয়াগঞ্জকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে ৷ নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়েছে ৷

Calcutta High Court
কালিয়াগঞ্জকাণ্ড
author img

By

Published : Apr 24, 2023, 5:53 PM IST

কলকাতা, 24 এপ্রিল: কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন কলকাতা হাইকোর্টে । এই আবেদন করেছেন আইনজীবী রবিশংকর চট্টোপাধ্যায় । আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতিও দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মামলাকারী সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন । পাশাপাশি মামলাকারীর আরও আবেদন, নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদান করা হোক এবং এক কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হোক । জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছে । আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে । এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত যুবক থানায় আত্মসমর্পণ করেছে । নাবালিকার দেহের ময়নাতদন্তে বিশেষ মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে । এই নিয়ে ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে । দু'পক্ষের তরফে প্রতিনিধি দল কিশোরীর বাড়ি গিয়ে কথা বলেছে তার পরিবারের সঙ্গে ৷ কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ৷ বিস্ফোরক মন্তব্যে তিনি জানান, শিশুদের জন্য পশ্চিমবঙ্গ সুরক্ষিত নয় ৷ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন প্রিয়াঙ্ক কানুনগো ৷

কালিয়াগঞ্জের ঘটনায় পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বাঁধে ৷ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় ৷ পালটা লার্ঠিচার্জ করে পুলিশ ৷ শেষমেশ উত্তপ্ত জনতাকে আটকাতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় পুলিশের তরফে ৷ সোমবার এবিভিপির তরফে রায়গঞ্জ জেলা পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয় ৷ পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি ৷ তার পাশাপাশি ডিওয়াইএফআই রায়গঞ্জ থানা ঘেরাও করে প্রতিবাদ দেখায় এদিন ৷ কালিয়াগঞ্জে জারি রয়েছে 144 ধারা ৷ এর আগে হাঁসখালি ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের পাশাপাশি আক্রান্তের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন ।

আরও পড়ুন: কালিয়াগঞ্জে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান, ডিজি-মুখ্যসচিবকে গ্রেফতারির হুঁশিয়ারি

কলকাতা, 24 এপ্রিল: কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন কলকাতা হাইকোর্টে । এই আবেদন করেছেন আইনজীবী রবিশংকর চট্টোপাধ্যায় । আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতিও দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মামলাকারী সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন । পাশাপাশি মামলাকারীর আরও আবেদন, নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদান করা হোক এবং এক কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হোক । জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছে । আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে । এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত যুবক থানায় আত্মসমর্পণ করেছে । নাবালিকার দেহের ময়নাতদন্তে বিশেষ মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে । এই নিয়ে ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে । দু'পক্ষের তরফে প্রতিনিধি দল কিশোরীর বাড়ি গিয়ে কথা বলেছে তার পরিবারের সঙ্গে ৷ কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ৷ বিস্ফোরক মন্তব্যে তিনি জানান, শিশুদের জন্য পশ্চিমবঙ্গ সুরক্ষিত নয় ৷ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন প্রিয়াঙ্ক কানুনগো ৷

কালিয়াগঞ্জের ঘটনায় পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বাঁধে ৷ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় ৷ পালটা লার্ঠিচার্জ করে পুলিশ ৷ শেষমেশ উত্তপ্ত জনতাকে আটকাতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় পুলিশের তরফে ৷ সোমবার এবিভিপির তরফে রায়গঞ্জ জেলা পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয় ৷ পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি ৷ তার পাশাপাশি ডিওয়াইএফআই রায়গঞ্জ থানা ঘেরাও করে প্রতিবাদ দেখায় এদিন ৷ কালিয়াগঞ্জে জারি রয়েছে 144 ধারা ৷ এর আগে হাঁসখালি ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের পাশাপাশি আক্রান্তের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন ।

আরও পড়ুন: কালিয়াগঞ্জে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান, ডিজি-মুখ্যসচিবকে গ্রেফতারির হুঁশিয়ারি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.