কলকাতা, 5 অগাস্ট : কোরোনায় আক্রান্ত CPI(M) বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শ্যামল বাবুর মেয়ে উষসী চক্রবর্তীকে ফোন করে খোঁজখবর নেন তিনি । মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেন বর্ষীয়ান এই CPI(M) নেতার ।
কয়েকদিন আগেই কোরোনা সংক্রমণ ধরা পড়ে বর্ষীয়ান CPI(M) নেতা শ্যামল চক্রবর্তীর শরীরে । EM বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন । সূত্রের খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো নেই । সোমবার রাত থেকে ভেন্টিলেশনে রয়েছেন । বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল । যথেষ্ট উদ্বেগে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।
জানা গেছে, মুখ্যমন্ত্রী ফোন করে শ্যামল বাবুর মেয়ে ও উষসী চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন । সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন তিনি । মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ উষসী । তিনি ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধানকে ।
প্রসঙ্গত, কোরোনাকে নিয়ে রাজনীতির রং ভুলে একের পর এক সৌজন্য দেখিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি কোরোনা আক্রান্ত হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় । তাঁকেও একইরকমভাবে ফোন করেন মুখ্যমন্ত্রী । তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি সাহায্যেরও আশ্বাস দিয়েছিলেন তিনি । কোরোনা যে রাজনৈতিক ভেদাভেদ ভুলে শাসক-বিরোধী নেতা-নেত্রীদের কাছাকাছি নিয়ে আসছে এ থেকে স্পষ্ট ।