ETV Bharat / state

মা দুর্গার সঙ্গে মডেলের ফোটোশুট, নতুন ট্রেন্ড কুমোরটুলিতে

এবছর প্রায় দুই হাজারেরও বেশি মডেলের ফোটোশুট হয়েছে কুমোরটুলিতে ৷ লাল পেড়ে সাদা শাড়ি পরে মা দুর্গার সঙ্গে ফোটোশুট করছে মডেলরা ৷ সেই ছবি পোস্ট হচ্ছে সোশাল মিডিয়ায় ৷ পুজোর সময় এই ট্রেন্ড শুরু হয়েছে কুমোরটুলিতে ৷

মা দুর্গার সঙ্গে মডেলের ফোটোশুট
author img

By

Published : Oct 3, 2019, 11:05 PM IST

Updated : Oct 3, 2019, 11:12 PM IST

কলকাতা, 3 অক্টোবর : পুজোর সময় নতুন ট্রেন্ড শুরু হয়েছে কুমোরটুলিতে ৷ পঞ্চমীতে মা দুর্গার আগমনী বার্তা দিতে চলছে ছবি তোলার রমরমা ৷ এবছর প্রায় দুই হাজারেরও বেশি মডেলের ফোটোশুট হয়েছে কুমোরটুলিতে ৷ লাল পেড়ে সাদা শাড়ি পরে মা দুর্গার সঙ্গে ফোটোশুট করছে মডেলরা ৷ সেই ছবি পোস্ট হচ্ছে সোশাল মিডিয়ায় ৷

কুমোরটুলির শিল্পী ইন্দ্রজিৎ পাল বলেন, "এখনকার প্রজন্মের কচিকাঁচা থেকে যুবতি, সকলেই লাল পেড়ে সাদা শাড়ি পরে কুমোরটুলিতে চলে আসছে মা দুর্গার আগমনী মডেল শুট করতে ৷ এটা একেবারে নতুন ট্রেন্ড ৷ শুরু হয়েছিল 2016 থেকে ৷ তারপর থেকেই কুমোরটুলিতে বাড়ছে মডেল শুটের রমরমা ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি আরও বলেন, "সত্যি কথা বলতে গেলে ভালোই লাগে ৷ কাজের ফাঁকে এসব মডেল শুট হচ্ছে ৷ আমরাও কিছুটা রিলিফ পাই ৷ মৃৎশিল্পী সমিতি ও মৃৎশিল্পী সাংস্কৃতিক সমিতি মিলে এই মডেল শুটের দেখাশোনা করে ৷ যারা সারা বছর শুট করতে আসে তাদের থেকে 100 টাকা করে নেওয়া হয় ৷ একদিনের জন্য এলে কুড়ি টাকা ৷ বাণিজ্যিক কাজে যে মডেল শুট হয়, তার জন্য আলাদা টাকা নেওয়া হয় ৷ তার জন্য পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় ৷"

কলকাতা, 3 অক্টোবর : পুজোর সময় নতুন ট্রেন্ড শুরু হয়েছে কুমোরটুলিতে ৷ পঞ্চমীতে মা দুর্গার আগমনী বার্তা দিতে চলছে ছবি তোলার রমরমা ৷ এবছর প্রায় দুই হাজারেরও বেশি মডেলের ফোটোশুট হয়েছে কুমোরটুলিতে ৷ লাল পেড়ে সাদা শাড়ি পরে মা দুর্গার সঙ্গে ফোটোশুট করছে মডেলরা ৷ সেই ছবি পোস্ট হচ্ছে সোশাল মিডিয়ায় ৷

কুমোরটুলির শিল্পী ইন্দ্রজিৎ পাল বলেন, "এখনকার প্রজন্মের কচিকাঁচা থেকে যুবতি, সকলেই লাল পেড়ে সাদা শাড়ি পরে কুমোরটুলিতে চলে আসছে মা দুর্গার আগমনী মডেল শুট করতে ৷ এটা একেবারে নতুন ট্রেন্ড ৷ শুরু হয়েছিল 2016 থেকে ৷ তারপর থেকেই কুমোরটুলিতে বাড়ছে মডেল শুটের রমরমা ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি আরও বলেন, "সত্যি কথা বলতে গেলে ভালোই লাগে ৷ কাজের ফাঁকে এসব মডেল শুট হচ্ছে ৷ আমরাও কিছুটা রিলিফ পাই ৷ মৃৎশিল্পী সমিতি ও মৃৎশিল্পী সাংস্কৃতিক সমিতি মিলে এই মডেল শুটের দেখাশোনা করে ৷ যারা সারা বছর শুট করতে আসে তাদের থেকে 100 টাকা করে নেওয়া হয় ৷ একদিনের জন্য এলে কুড়ি টাকা ৷ বাণিজ্যিক কাজে যে মডেল শুট হয়, তার জন্য আলাদা টাকা নেওয়া হয় ৷ তার জন্য পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় ৷"

Intro:কলকাতা: পুজোর সময় নতুন ট্রেন্ড কুমোরটুলিতে। পঞ্চমীতে মা দুর্গার আগমনী বার্তা দিতে মা দুর্গার সাথে মডেল শুটের রমরমা। এবছর প্রায় দুই হাজারেরও বেশি মডেল শুট হয়েছে কুমোরটুলিতে। লাল পেড়ে সাদা শাড়ি পড়ে মা দুর্গার সাথে মডেল শুট করে সেই ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।



কুমোরটুলির শিল্পী ইন্দ্রজিৎ পাল বলেন, এখনকার প্রজন্মের কচিকাঁচা থেকে কলেজে পড়া মেয়েরা লাল পেড়ে সদা শাড়ি পড়ে কুমোরটুলিতে চলে আসছে মা দূর্গার আগমনী মডেল শুট করতে । এটা একেবারে নতুন ট্রেন্ড। এই মডেল সুটটা শুরু হয়েছিল 2016 সাল থেকে। এটা শুরু হয়েছিল অদ্বিতীয়াকে দিয়ে। এখন সে বড় শিল্পী হয়েছে বলিউডের নামকরা শিল্পী। 2016 সালে তারপর হাজার এখন যত দিন যাচ্ছে মডেল শুটের রমরমা বাড়ছে কুমোরটুলিতে।

তিনি বলেন,সত্যি কথা বলতে ভালো লাগে। সারাদিন কাজের ফাঁকে এইযে মডেল শুট হচ্ছে। আমরাও কিছুটা রিলিফ পাই ভালো লাগে। মা দুর্গা সাজে যখন কচিকাঁচারা আমার হাতে তৈরি দুর্গার সঙ্গে মডেল শুট গুলি করে। মৃৎশিল্পী সমিতি এবং মৃৎশিল্পী সংস্কৃতিক সমিতি মিলে এই মডেল শুটের দেখাশোনা করে। যারা 12 মাস শুট করে তাদের জন্য মাত্র 100 টাকা। একদিনের জন্য মাত্র কুড়ি কুড়ি টাকা নেওয়া হয়। তবে বাণিজ্যিক কাজে যে মডেল শুট হয় তার জন্য আলাদা টাকা নেয়া হয়। সে ক্ষেত্রে একদিন মডেল শুটের জন্য 500 থেকে হাজার টাকা নেয়া হয়"





Body:কপি


Conclusion:কপি
Last Updated : Oct 3, 2019, 11:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.