কলকাতা, 3 অক্টোবর : পুজোর সময় নতুন ট্রেন্ড শুরু হয়েছে কুমোরটুলিতে ৷ পঞ্চমীতে মা দুর্গার আগমনী বার্তা দিতে চলছে ছবি তোলার রমরমা ৷ এবছর প্রায় দুই হাজারেরও বেশি মডেলের ফোটোশুট হয়েছে কুমোরটুলিতে ৷ লাল পেড়ে সাদা শাড়ি পরে মা দুর্গার সঙ্গে ফোটোশুট করছে মডেলরা ৷ সেই ছবি পোস্ট হচ্ছে সোশাল মিডিয়ায় ৷
কুমোরটুলির শিল্পী ইন্দ্রজিৎ পাল বলেন, "এখনকার প্রজন্মের কচিকাঁচা থেকে যুবতি, সকলেই লাল পেড়ে সাদা শাড়ি পরে কুমোরটুলিতে চলে আসছে মা দুর্গার আগমনী মডেল শুট করতে ৷ এটা একেবারে নতুন ট্রেন্ড ৷ শুরু হয়েছিল 2016 থেকে ৷ তারপর থেকেই কুমোরটুলিতে বাড়ছে মডেল শুটের রমরমা ৷"
তিনি আরও বলেন, "সত্যি কথা বলতে গেলে ভালোই লাগে ৷ কাজের ফাঁকে এসব মডেল শুট হচ্ছে ৷ আমরাও কিছুটা রিলিফ পাই ৷ মৃৎশিল্পী সমিতি ও মৃৎশিল্পী সাংস্কৃতিক সমিতি মিলে এই মডেল শুটের দেখাশোনা করে ৷ যারা সারা বছর শুট করতে আসে তাদের থেকে 100 টাকা করে নেওয়া হয় ৷ একদিনের জন্য এলে কুড়ি টাকা ৷ বাণিজ্যিক কাজে যে মডেল শুট হয়, তার জন্য আলাদা টাকা নেওয়া হয় ৷ তার জন্য পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় ৷"