ETV Bharat / state

BJP Mahila Morcha: তনুজা চক্রবর্তীকে সরিয়ে বিজেপির মহিলা মোর্চার নয়া সভানেত্রী ফাল্গুনী পাত্র

বঙ্গ বিজেপির মহিলা মোর্চা পেল নতুন সভাপতি ৷ তনুজা চক্রবর্তীকে ছিলেন সেই পদে ৷ এবার তাঁর জায়গায় মহিলা মোর্চার নয়া সভানেত্রী হলেন ফাল্গুনী পাত্র ৷

Bengal BJP state president of mahila morcha
ফাল্গুনী পাত্র
author img

By

Published : May 4, 2023, 4:42 PM IST

কলকাতা, 4 মে: বঙ্গ বিজেপির মহিলা মোর্চায় রদবদল । মহিলা মোর্চার নয়া সভাপতি হলেন ফাল্গুনী পাত্র ৷ তনুজা চক্রবর্তী আগে বঙ্গ বিজেপির মহিলা মোর্চার সভাপতি পদে ছিলেন ৷ তাঁকে সেই পদ থেকে সরিয়ে এবার তাঁর জায়গায় ফাল্গুনীকে আনা হল । বুধবার অনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । ব্যারাকপুরের ফাল্গুনী পাত্র মহিলা মোর্চার সভানেত্রী ঘোষিত হলেন ।

বিজেপির তরফে জানানো হয়েছে, ফাল্গুনী পাত্র 1996 সাল থেকে বঙ্গ বিজেপির একজন সক্রিয় এবং একনিষ্ঠ কর্মী হিসেবে যুক্ত রয়েছেন । 2003 সালে ভোটে পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি । তারপর অঞ্চল ও জেলার বিভিন্ন দায়িত্বে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন । পরবর্তীতে ব্যারাকপুর জেলার সভানেত্রী হন ফাল্গুনী । ব্যারাকপুর জেলায় বিজেপির প্রচার এবং প্রসারের ক্ষেত্রে ফাল্গুনী পাত্রর অবদান অনস্বীকার্য । তাঁর নেতৃত্বে বিজেপি ব্যারাকপুর লোকসভায় জয়লাভ করে । তারপর রাজ্য সম্পাদিকার দায়িত্বভারও সামলেছেন তিনি । এছাড়াও বিজেপির নবদ্বীপ জোনের ইনচার্জ ছিলেন ফাল্গুনী ।

প্রসঙ্গত, এক টানা বহুদিন বঙ্গ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে নেতৃত্ব দিয়েছেন তনুজা চক্রবর্তী । তার আগে এই পদে ছিলেন আসানসোলের বর্তমান বিধায়ক অগ্নিমিত্রা পাল । তিনি বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হওয়ার পর তনুজা চক্রবর্তীকে সভানেত্রী করা হয় । এবার তাঁর সেই পদ গেল ৷ তবে তনুজাকে মহিলা মোর্চার সভানেত্রী পদ থেকে সরিয়ে অন্য কোন পদ দেওয়া হয়েছে কিংবা দেওয়া হবে কি না, সেই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি ।

একদিকে তনুজা চক্রবর্তীকে সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ কি হতে পারে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে । তবে কেন তাঁকে হটাৎ করে এই পদ থেকে সরিয়ে ফাল্গুনী পাত্রকে নিয়ে আসা হল, সেই বিষয় এখনও পরিষ্কার করে কিছু জানা যায়নি । অন্যদিকে ব্যারাকপুরের ফাল্গুনী পাত্র সভানেত্রী হওয়ার পরেই মহিলা মোর্চার আরও নতুন তিনজন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে । এই তিনজন সাধারণ সম্পাদক হলেন কলকাতার শশী অগ্নিয়ত্রি, পুরুলিয়ার কাবেরী চট্টোপাধ্যায় এবং শিলিগুড়ির অনিন্দিতা রায় দাস । বিজেপি সূত্রে খবর, এই তিনজন সাধারণ সম্পাদক ফাল্গুনী পাত্রর সঙ্গেই আগামী দিনে কাজ করবেন ।

আরও পড়ুন: শাখা-পলা পরে টেট না-দিতে পারার প্রতিবাদে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার

কলকাতা, 4 মে: বঙ্গ বিজেপির মহিলা মোর্চায় রদবদল । মহিলা মোর্চার নয়া সভাপতি হলেন ফাল্গুনী পাত্র ৷ তনুজা চক্রবর্তী আগে বঙ্গ বিজেপির মহিলা মোর্চার সভাপতি পদে ছিলেন ৷ তাঁকে সেই পদ থেকে সরিয়ে এবার তাঁর জায়গায় ফাল্গুনীকে আনা হল । বুধবার অনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । ব্যারাকপুরের ফাল্গুনী পাত্র মহিলা মোর্চার সভানেত্রী ঘোষিত হলেন ।

বিজেপির তরফে জানানো হয়েছে, ফাল্গুনী পাত্র 1996 সাল থেকে বঙ্গ বিজেপির একজন সক্রিয় এবং একনিষ্ঠ কর্মী হিসেবে যুক্ত রয়েছেন । 2003 সালে ভোটে পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি । তারপর অঞ্চল ও জেলার বিভিন্ন দায়িত্বে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন । পরবর্তীতে ব্যারাকপুর জেলার সভানেত্রী হন ফাল্গুনী । ব্যারাকপুর জেলায় বিজেপির প্রচার এবং প্রসারের ক্ষেত্রে ফাল্গুনী পাত্রর অবদান অনস্বীকার্য । তাঁর নেতৃত্বে বিজেপি ব্যারাকপুর লোকসভায় জয়লাভ করে । তারপর রাজ্য সম্পাদিকার দায়িত্বভারও সামলেছেন তিনি । এছাড়াও বিজেপির নবদ্বীপ জোনের ইনচার্জ ছিলেন ফাল্গুনী ।

প্রসঙ্গত, এক টানা বহুদিন বঙ্গ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে নেতৃত্ব দিয়েছেন তনুজা চক্রবর্তী । তার আগে এই পদে ছিলেন আসানসোলের বর্তমান বিধায়ক অগ্নিমিত্রা পাল । তিনি বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হওয়ার পর তনুজা চক্রবর্তীকে সভানেত্রী করা হয় । এবার তাঁর সেই পদ গেল ৷ তবে তনুজাকে মহিলা মোর্চার সভানেত্রী পদ থেকে সরিয়ে অন্য কোন পদ দেওয়া হয়েছে কিংবা দেওয়া হবে কি না, সেই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি ।

একদিকে তনুজা চক্রবর্তীকে সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ কি হতে পারে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে । তবে কেন তাঁকে হটাৎ করে এই পদ থেকে সরিয়ে ফাল্গুনী পাত্রকে নিয়ে আসা হল, সেই বিষয় এখনও পরিষ্কার করে কিছু জানা যায়নি । অন্যদিকে ব্যারাকপুরের ফাল্গুনী পাত্র সভানেত্রী হওয়ার পরেই মহিলা মোর্চার আরও নতুন তিনজন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে । এই তিনজন সাধারণ সম্পাদক হলেন কলকাতার শশী অগ্নিয়ত্রি, পুরুলিয়ার কাবেরী চট্টোপাধ্যায় এবং শিলিগুড়ির অনিন্দিতা রায় দাস । বিজেপি সূত্রে খবর, এই তিনজন সাধারণ সম্পাদক ফাল্গুনী পাত্রর সঙ্গেই আগামী দিনে কাজ করবেন ।

আরও পড়ুন: শাখা-পলা পরে টেট না-দিতে পারার প্রতিবাদে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.