ETV Bharat / state

শুরু হচ্ছে আপারের ইন্টারভিউ, ইন্টিমেশন লেটার ডাউনলোড শুরু - Teacher Job in Bengal

শুরু হচ্ছে আপার প্রাইমারি স্তরের ইন্টারভিউ প্রক্রিয়া । স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com – থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন । ২ জুলাই থেকে শুরু হবে পার্সোনালিটি টেস্ট। চলবে ১৫ জুলাই পর্যন্ত ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 28, 2019, 8:33 PM IST

দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে শুরু হচ্ছে আপার প্রাইমারি স্তরের ইন্টারভিউ প্রক্রিয়া । সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পনসরড জুনিয়র হাই, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি স্তরে শিক্ষক নিয়োগ হবে এই স্তরে । পার্সোনালিটি টেস্টের আগে উপযুক্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে স্কুল সার্ভিস কমিশন । ২ জুলাই থেকে শুরু হবে পার্সোনালিটি টেস্ট । চলবে ১৫ জুলাই পর্যন্ত । মাঝে দুটি রবিবার পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে না ।

ইতিমধ্যেই পার্সোনালিটি টেস্ট সংক্রান্ত জ্ঞাপনপত্র (ইন্টিমেশন লেটার) ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com – থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন । কল লেটারের কোনও হার্ড কপি কোনও প্রার্থীকে পাঠানো হবে না । সমস্ত শংসাপত্রের আসল কপি ও এক সেট করে জ়েরক্স নিয়ে পার্সোনালিটি টেস্টে হাজির হতে হবে ।

কীভাবে ডাউনলোড করবেন ইন্টিমেশন লেটার :

কমিশনের ওয়েবসাইটে যান । নির্ধারিত জায়গায় নিজের অ্যাপ্লিকেশন নম্বর বা রোল নম্বর দিন। পরে দিন নিজের জন্মতারিখ। DD-MM-YYYY এই ফরম্যাটে। তারপরে ডাউনলোড করে নিন লেটার ।

Disclaimer : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু না। প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।

দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে শুরু হচ্ছে আপার প্রাইমারি স্তরের ইন্টারভিউ প্রক্রিয়া । সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পনসরড জুনিয়র হাই, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি স্তরে শিক্ষক নিয়োগ হবে এই স্তরে । পার্সোনালিটি টেস্টের আগে উপযুক্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে স্কুল সার্ভিস কমিশন । ২ জুলাই থেকে শুরু হবে পার্সোনালিটি টেস্ট । চলবে ১৫ জুলাই পর্যন্ত । মাঝে দুটি রবিবার পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে না ।

ইতিমধ্যেই পার্সোনালিটি টেস্ট সংক্রান্ত জ্ঞাপনপত্র (ইন্টিমেশন লেটার) ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com – থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন । কল লেটারের কোনও হার্ড কপি কোনও প্রার্থীকে পাঠানো হবে না । সমস্ত শংসাপত্রের আসল কপি ও এক সেট করে জ়েরক্স নিয়ে পার্সোনালিটি টেস্টে হাজির হতে হবে ।

কীভাবে ডাউনলোড করবেন ইন্টিমেশন লেটার :

কমিশনের ওয়েবসাইটে যান । নির্ধারিত জায়গায় নিজের অ্যাপ্লিকেশন নম্বর বা রোল নম্বর দিন। পরে দিন নিজের জন্মতারিখ। DD-MM-YYYY এই ফরম্যাটে। তারপরে ডাউনলোড করে নিন লেটার ।

Disclaimer : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু না। প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।

Intro:দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে শুরু হচ্ছে আপার প্রাইমারি স্তরের ইন্টারভিউ প্রক্রিয়া। সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পনসরড জুনিয়র হাই, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি স্তরে শিক্ষক নিয়োগ হবে এই স্তরে। পার্সোনালিটি টেস্টের আগে উপযুক্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে স্কুল সার্ভিস কমিশন। ২ জুলাই থেকে শুরু হবে পার্সোনালিটি টেস্ট। চলবে ১৫ জুলাই পর্যন্ত। মাঝে দুটি রবিবার পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে না। Body:ইতিমধ্যেই পার্সোনালিটি টেস্ট সংক্রান্ত জ্ঞাপনপত্র (ইন্টিমেশন লেটার) ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com – থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন। কল লেটারের কোনও হার্ড কপি কোনও প্রার্থীকে পাঠানো হবে না। সমস্ত শংসাপত্রের আসল কপি ও এক সেট করে জ়েরক্স নিয়ে পার্সোনালিটি টেস্টে হাজির হতে হবে।

কীভাবে ডাউনলোড করবেন ইন্টিমেশন লেটার

কমিশনের ওয়েবসাইটে যান। নির্ধারিত জায়গায় নিজের অ্যাপ্লিকেশন নম্বর বা রোল নম্বর দিন। পরে দিন নিজের জন্মতারিখ। DD-MM-YYYY এই ফরম্যাটে। তারপরে ডাউনলোড করে নিন লেটার।Conclusion:Disclaimer : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা। এর বেশি কিছু না। প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.