ETV Bharat / state

রাজারহাটে জলমগ্ন প্রায় 40টি বাড়ি - cpim leader

টানা বৃষ্টির ফলে জলমগ্ন রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েতের জগদীশপুর এলাকা । জলের তলায় প্রায় চল্লিশটি বাড়ি। ঘর ছাড়া বহু মানুষ।

জলমগ্ন রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েতের জগদীশপুর এলাকা
জলমগ্ন রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েতের জগদীশপুর এলাকা
author img

By

Published : Jul 31, 2021, 2:36 PM IST

রাজারহাট, 31 জুলাই : রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েতের জগদীশপুর এলাকায় রাস্তার পাশে যে সমস্ত পরিবার বসবাস করত রাস্তার কাজের জন্য সেই পরিবারগুলোকে রাস্তার পাশ থেকে তুলে জগদীশপুর এলাকায় থাকার ব্যবস্থা করা হয় ।

প্রায় চল্লিশটির মতো পরিবার ওখানে বসবাস করে । গত দুই দিনের টানা বৃষ্টির ফলে জলমগ্ন গোটা এলাকা। জলের তলায় প্রায় চল্লিশটি বাড়ি। যে সমস্ত পরিবার সেখানে বসবাস করত তাদের বাড়িঘর জলে ডুবে যায় । আজ সকালেই পরিদর্শনে যায় স্থানীয় সিপিআইএম নেতা ওয়েদ আলি শেখ, তিনি ঘরছাড়া মানুষদের স্থানীয় একটি স্কুলে রেখে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন ।

টানা বৃষ্টির জেরে রাজারহাটে জলমগ্ন প্রায় 40টি বাড়ি

আরও পড়ুন: Durgapur Barrage : দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল, 3 জেলায় বন্যার আশঙ্কা

পরবর্তীকালে ঘটনাস্থলে যায় স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোক ৷ তিনি আশ্বাস দেন যে- রাজারহাট বিডিও এবং রাজারহাট নিউটাউন এর বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সহ পদস্থ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন ৷ এই সমস্ত পরিবারগুলিকে যাতে ভাল জায়গায় থাকার ব্যবস্থা করা যায় সেই বিষয়ে ।

রাজারহাট, 31 জুলাই : রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েতের জগদীশপুর এলাকায় রাস্তার পাশে যে সমস্ত পরিবার বসবাস করত রাস্তার কাজের জন্য সেই পরিবারগুলোকে রাস্তার পাশ থেকে তুলে জগদীশপুর এলাকায় থাকার ব্যবস্থা করা হয় ।

প্রায় চল্লিশটির মতো পরিবার ওখানে বসবাস করে । গত দুই দিনের টানা বৃষ্টির ফলে জলমগ্ন গোটা এলাকা। জলের তলায় প্রায় চল্লিশটি বাড়ি। যে সমস্ত পরিবার সেখানে বসবাস করত তাদের বাড়িঘর জলে ডুবে যায় । আজ সকালেই পরিদর্শনে যায় স্থানীয় সিপিআইএম নেতা ওয়েদ আলি শেখ, তিনি ঘরছাড়া মানুষদের স্থানীয় একটি স্কুলে রেখে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন ।

টানা বৃষ্টির জেরে রাজারহাটে জলমগ্ন প্রায় 40টি বাড়ি

আরও পড়ুন: Durgapur Barrage : দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল, 3 জেলায় বন্যার আশঙ্কা

পরবর্তীকালে ঘটনাস্থলে যায় স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোক ৷ তিনি আশ্বাস দেন যে- রাজারহাট বিডিও এবং রাজারহাট নিউটাউন এর বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সহ পদস্থ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন ৷ এই সমস্ত পরিবারগুলিকে যাতে ভাল জায়গায় থাকার ব্যবস্থা করা যায় সেই বিষয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.