ETV Bharat / state

সরকারের ম্যানেজমেন্ট ফেল করেছে, ডালের জোগান নিয়ে আক্রমণ বাম-কংগ্রেসের

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় চাল ও ডাল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল । আজ জানা যায়, কেন্দ্রের তরফে পর্যাপ্ত ডাল পাঠানো হয়নি রাজ্যে। এবার এই ইশুতেই সরব হল বিরোধীরা ।

ছবি
ছবি
author img

By

Published : May 1, 2020, 9:13 PM IST

কলকাতা, 1 মে : এবার রেশনে শুধু চাল দেওয়া হবে । মিলবে না ডাল । আজই রাজ্য় সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের চাহিদা অনুযায়ী ডালের জোগান দিতে পারেনি কেন্দ্র । এবার সেই ইশুতেই সরব হল বিরোধীরা । এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "পরিকল্পনা করেই তো প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন । গরিব মানুষকে রেশনের ডাল না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর জবাব দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার হচ্ছে দেশের মানুষ ।"

গৃহবন্দী মানুষ গণবণ্টন ব্যবস্থায় পর্যাপ্ত খাদ্যসামগ্রী পাচ্ছে না । এই অভিযোগে ইতিমধ্যেই বিরোধীরা একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছে । এমনকী পর্যাপ্ত খাদ্যদ্রব্য সরবরাহের দাবিতে বিরোধীদের তরফে প্রধানমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে । এর মাঝে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় চাল ও ডাল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল । আজ জানা যায়, কেন্দ্রের তরফে পর্যাপ্ত ডাল পাঠানো হয়নি রাজ্যে। তাই এবার শুধু চালই দেওয়া হবে রেশনে । আজ এই ইশুতেই তৃণমূলের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করল রাজ্যের বিরোধীরাও।

এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিও ফেল করে গেল। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর জবাব দেওয়া উচিত। এটা রাজ্য এবং কেন্দ্রের ব্যাপার। প্রধানমন্ত্রীর ঘোষণা না মানা হলে তার থেকে দুঃখের আর কিছু হয় না। গরিব মানুষের সঙ্গে চূড়ান্ত বঞ্চনা করার অধিকার দেশের সরকারের নেই।"

এবিষয়ে CPI(M) নেতা মহম্মদ সেলিম বলেন, "আসলে সরকারের ম্যানেজমেন্ট ফেল করেছে। ঘোষণাই সার। ওরা শুধু নির্দেশ, আদেশই দিতে পারেন। মানুষ আদেশ পালন করছে স্বেচ্ছায় গৃহবন্দী থেকে। কিন্তু মানুষের প্রয়োজন মাথায় রাখছে না কোনও সরকার । একটি করে সমস্যা তৈরি করা হচ্ছে। আর একটি করে নিদান দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ব্যালকনির বাইরে কিছু দেখতে পান না। তার বাইরে যে মানুষ থাকে, সেই হুঁশ প্রধানমন্ত্রীর নেই। সজাগ এবং সতর্কভাবে কাজ করতে হয় দেশের সরকারকে। ডালের মজুত না দেখেই তিনি ঘোষণা করে দিলেন । ব্যক্তিগত প্রচারে ব্যস্ত থাকলে এই ঘটনাই ঘটে। ঘোষণার আগেই ব্যবস্থা করতে হয়।"

কলকাতা, 1 মে : এবার রেশনে শুধু চাল দেওয়া হবে । মিলবে না ডাল । আজই রাজ্য় সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের চাহিদা অনুযায়ী ডালের জোগান দিতে পারেনি কেন্দ্র । এবার সেই ইশুতেই সরব হল বিরোধীরা । এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "পরিকল্পনা করেই তো প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন । গরিব মানুষকে রেশনের ডাল না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর জবাব দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার হচ্ছে দেশের মানুষ ।"

গৃহবন্দী মানুষ গণবণ্টন ব্যবস্থায় পর্যাপ্ত খাদ্যসামগ্রী পাচ্ছে না । এই অভিযোগে ইতিমধ্যেই বিরোধীরা একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছে । এমনকী পর্যাপ্ত খাদ্যদ্রব্য সরবরাহের দাবিতে বিরোধীদের তরফে প্রধানমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে । এর মাঝে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় চাল ও ডাল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল । আজ জানা যায়, কেন্দ্রের তরফে পর্যাপ্ত ডাল পাঠানো হয়নি রাজ্যে। তাই এবার শুধু চালই দেওয়া হবে রেশনে । আজ এই ইশুতেই তৃণমূলের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করল রাজ্যের বিরোধীরাও।

এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিও ফেল করে গেল। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর জবাব দেওয়া উচিত। এটা রাজ্য এবং কেন্দ্রের ব্যাপার। প্রধানমন্ত্রীর ঘোষণা না মানা হলে তার থেকে দুঃখের আর কিছু হয় না। গরিব মানুষের সঙ্গে চূড়ান্ত বঞ্চনা করার অধিকার দেশের সরকারের নেই।"

এবিষয়ে CPI(M) নেতা মহম্মদ সেলিম বলেন, "আসলে সরকারের ম্যানেজমেন্ট ফেল করেছে। ঘোষণাই সার। ওরা শুধু নির্দেশ, আদেশই দিতে পারেন। মানুষ আদেশ পালন করছে স্বেচ্ছায় গৃহবন্দী থেকে। কিন্তু মানুষের প্রয়োজন মাথায় রাখছে না কোনও সরকার । একটি করে সমস্যা তৈরি করা হচ্ছে। আর একটি করে নিদান দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ব্যালকনির বাইরে কিছু দেখতে পান না। তার বাইরে যে মানুষ থাকে, সেই হুঁশ প্রধানমন্ত্রীর নেই। সজাগ এবং সতর্কভাবে কাজ করতে হয় দেশের সরকারকে। ডালের মজুত না দেখেই তিনি ঘোষণা করে দিলেন । ব্যক্তিগত প্রচারে ব্যস্ত থাকলে এই ঘটনাই ঘটে। ঘোষণার আগেই ব্যবস্থা করতে হয়।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.