ETV Bharat / state

PCC Accuses Waqf: ওয়াকফ সম্পত্তির কবরস্থানে বেআইনিভাবে বহুতল নির্মাণের অভিযোগ কংগ্রেসের

author img

By

Published : Dec 7, 2022, 7:29 PM IST

Updated : Dec 7, 2022, 8:13 PM IST

ওয়াকফ সম্পত্তির কবরস্থানে বহুতল নির্মাণের অভিযোগ তুলল প্রদেশ কংগ্রেস (PCC Accuses Waqf)৷ বোর্ডের বক্তব্য, বিল্ডিং নির্মাণকারী সংস্থাকে নোটিশ পাঠানো হবে (Waqf board)৷

pcc-accuses-waqf-board-of-constructing-multistoried-building-in-place-of-burial-ground
ওয়াকফ সম্পত্তির কবরস্থানে বহুতল নির্মাণের অভিযোগ কংগ্রেসের

কলকাতা, 7 ডিসেম্বর: রাজ্য ওয়াকফ বোর্ডের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলল প্রদেশ কংগ্রেস (PCC Accuses Waqf)। তাও আবার ওয়াকফ বোর্ডের অধীনে থাকা কবরস্থানের উপর বহুতল নির্মাণের অভিযোগ (Waqf board)। আর গোটা নির্মাণ হয়েছে ওয়াকফ বোর্ডের নেতৃত্বের মদতে, এমনই অভিযোগ প্রদেশ কংগ্রেস মাইনরিটি সেলের । দ্রুত বহুতল নির্মাতা ও ওয়াকফ বোর্ডের অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে বুধবার ওয়াকফ বোর্ডের সামনে প্রদেশ কংগ্রেস দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করে । প্রদেশ কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান শামিম আখতার, কংগ্রেস কেন্দ্রীয় কমিটির সদস্য শুভংকর সরকার-সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন ।

বছরভর বিরোধীরা রাজ্য ওয়াকফ বোর্ডের (Multistoried building in place of burial ground) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয় । ইমাম মোয়াজ্জেনরাও ওয়াকফ সম্পত্তির পরিমাণ ও ভাতা বৃদ্ধির দাবিতে সরব হয়ে থাকে । বুধবার এ রকম একাধিক দাবিতে প্রদেশ কংগ্রেসের তরফে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ওয়াকফ বোর্ডের সামনে । প্রদেশ কংগ্রেস মাইনরিটি সেলের চেয়ারম্যান শামিম আখতার বলেন, "39 দরগা রোডে অবস্থিত ওয়াকফ সম্পত্তিতে অবৈধ নির্মাণ হচ্ছে । কলকাতা পৌরসভার নথি অনুযায়ী ওই জমি কবরস্থানের মধ্যে পড়ে । কিন্তু তৃণমূল সরকার কবরস্থানের জমিও বিক্রি করে দিচ্ছে । সেখানে জি+19 বিল্ডিং নির্মাণ হচ্ছে । ওয়াকফ বোর্ড সব জেনেও কোনও পদক্ষেপ করছে না ।"

আরও পড়ুন: বেআইনি নির্মাণের অভিযোগে ওয়াকফ বোর্ডের অফিসের সামনে বিক্ষোভ কংগ্রেসের

কংগ্রেসের এই অভিযোগ প্রসঙ্গে ওয়াকফ বোর্ডের চেয়াম্যান মহ. আবদুল গণি বলেন, "এই ঘটনা নিয়ে ইতিমধ্যে মামলা গড়িয়েছে হাইকোর্টে । খুব শীঘ্রই তার শুনানি আছে । আমরা কয়েকদিনের মধ্যে বিল্ডিং নির্মাণকারী সংস্থাকে নোটিশ পাঠাব ।"

ওয়াকফ সম্পত্তির কবরস্থানে বহুতল নির্মাণের অভিযোগ কংগ্রেসের

কংগ্রেস নেতাদের বক্তব্য, রাজ্য সরকার ও কলকাতা পৌরনিগমের যৌথ মদতে ওয়াকফ বোর্ডের জমি এবং অন্যান্য সম্পত্তি বেআইনিভাবে প্রোমোটারদের বিক্রি করে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে কংগ্রেস বিক্ষোভে সামিল হয়েছে । বিক্ষোভকারীদের আরও দাবি, ওয়াকফ বোর্ডের সম্পত্তির সমস্ত তালিকা রাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে । পাশাপাশি তাঁদের দাবি, বিগত 10 বছর ধরে সংখ্যালঘু ইমাম এবং মোয়াজ্জেনদের ভাতা বাড়ানো হয়নি । তাঁদের দ্রুত ভাতা বাড়াতে হবে ।

কলকাতা, 7 ডিসেম্বর: রাজ্য ওয়াকফ বোর্ডের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলল প্রদেশ কংগ্রেস (PCC Accuses Waqf)। তাও আবার ওয়াকফ বোর্ডের অধীনে থাকা কবরস্থানের উপর বহুতল নির্মাণের অভিযোগ (Waqf board)। আর গোটা নির্মাণ হয়েছে ওয়াকফ বোর্ডের নেতৃত্বের মদতে, এমনই অভিযোগ প্রদেশ কংগ্রেস মাইনরিটি সেলের । দ্রুত বহুতল নির্মাতা ও ওয়াকফ বোর্ডের অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে বুধবার ওয়াকফ বোর্ডের সামনে প্রদেশ কংগ্রেস দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করে । প্রদেশ কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান শামিম আখতার, কংগ্রেস কেন্দ্রীয় কমিটির সদস্য শুভংকর সরকার-সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন ।

বছরভর বিরোধীরা রাজ্য ওয়াকফ বোর্ডের (Multistoried building in place of burial ground) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয় । ইমাম মোয়াজ্জেনরাও ওয়াকফ সম্পত্তির পরিমাণ ও ভাতা বৃদ্ধির দাবিতে সরব হয়ে থাকে । বুধবার এ রকম একাধিক দাবিতে প্রদেশ কংগ্রেসের তরফে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ওয়াকফ বোর্ডের সামনে । প্রদেশ কংগ্রেস মাইনরিটি সেলের চেয়ারম্যান শামিম আখতার বলেন, "39 দরগা রোডে অবস্থিত ওয়াকফ সম্পত্তিতে অবৈধ নির্মাণ হচ্ছে । কলকাতা পৌরসভার নথি অনুযায়ী ওই জমি কবরস্থানের মধ্যে পড়ে । কিন্তু তৃণমূল সরকার কবরস্থানের জমিও বিক্রি করে দিচ্ছে । সেখানে জি+19 বিল্ডিং নির্মাণ হচ্ছে । ওয়াকফ বোর্ড সব জেনেও কোনও পদক্ষেপ করছে না ।"

আরও পড়ুন: বেআইনি নির্মাণের অভিযোগে ওয়াকফ বোর্ডের অফিসের সামনে বিক্ষোভ কংগ্রেসের

কংগ্রেসের এই অভিযোগ প্রসঙ্গে ওয়াকফ বোর্ডের চেয়াম্যান মহ. আবদুল গণি বলেন, "এই ঘটনা নিয়ে ইতিমধ্যে মামলা গড়িয়েছে হাইকোর্টে । খুব শীঘ্রই তার শুনানি আছে । আমরা কয়েকদিনের মধ্যে বিল্ডিং নির্মাণকারী সংস্থাকে নোটিশ পাঠাব ।"

ওয়াকফ সম্পত্তির কবরস্থানে বহুতল নির্মাণের অভিযোগ কংগ্রেসের

কংগ্রেস নেতাদের বক্তব্য, রাজ্য সরকার ও কলকাতা পৌরনিগমের যৌথ মদতে ওয়াকফ বোর্ডের জমি এবং অন্যান্য সম্পত্তি বেআইনিভাবে প্রোমোটারদের বিক্রি করে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে কংগ্রেস বিক্ষোভে সামিল হয়েছে । বিক্ষোভকারীদের আরও দাবি, ওয়াকফ বোর্ডের সম্পত্তির সমস্ত তালিকা রাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে । পাশাপাশি তাঁদের দাবি, বিগত 10 বছর ধরে সংখ্যালঘু ইমাম এবং মোয়াজ্জেনদের ভাতা বাড়ানো হয়নি । তাঁদের দ্রুত ভাতা বাড়াতে হবে ।

Last Updated : Dec 7, 2022, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.