কলকাতা, 24 নভেম্বর: এসএসকেএম থেকে নিখোঁজ রোগী । রোগীর আত্মীয় পরিজনরা হাসপাতালে দেখা করতে এসে দেখেন বেডে রোগী নেই । এরপর খোঁজাখুঁজি করলেও রোগী কোথায় গেল তার কোনও খোঁজ দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষও । গত 21 নভেম্বর সোমবার ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালে (Patient Missing from SSKM Hospital)। এরপর ভবানীপুর থানায় রোগীয় আত্মীয়দের তরফে নিখোঁজ ডায়েরি করার পরই বিষয়টি সামনে আসে ৷ রোগীর আত্মীয়দের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি যে চিকিৎসকের তত্ত্বাবধানে ওই রোগী ছিলেন তাঁদের সঙ্গেও কথা বলেন পুলিশকর্মীরা ।
জানা গিয়েছে, আগের সপ্তাহে আমতলার বাসিন্দা বিশ্বনাথ রায় নামে এক ব্যক্তি এসএসকেএমে ভর্তি হন । সোমবার আত্মীয় পরিজনরা হাসপাতালে এসে দেখেন বিশ্বনাথবাবু বেডে নেই ৷ রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ রোগী কোথায় গেল সেই নিয়ে কোনও উত্তর দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ । এরপরই স্থানীয় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে রোগীর পরিবার ।
আরও পড়ুন : সাগরদত্ত হাসপাতাল থেকে নিখোঁজ রোগী