ETV Bharat / state

Molestation in Operation Theatre: অপারেশন টেবিলেই রোগীর শ্লীলতাহানি, কাঠগড়ায় শহরের বেসরকারি নার্সিংহোম

অপারেশন হওয়ার কথা ছিল । অ্যানাস্থেশিয়াও করা হয়েছিল (Molestation in Operation Theatre) । অভিযোগ, তারপরেই রোগীর শ্লীলতাহানি করা হয় । ঘটনাটি ঘটেছে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে । তদন্ত শুরু করেছে পুলিশ (Patient allegedly molested in Operation Theatre ) ।

author img

By

Published : Jan 6, 2023, 8:41 PM IST

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 6 জানুয়ারি: খাস কলকাতায় অপারেশন থিয়েটারে মহিলা রোগীর শ্লীলতাহানি (Molestation in Kolkata) । ঘটনাটি ঘটেছে ফুলবাগান থানা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে (Molestation in Operation Theatre) । রোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে ফুলবাগান থানার পুলিশ । পাশাপাশি সমান্তরাল তদন্ত করছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষও (Patient allegedly molested in Operation Theatre) ।

রোগীর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার 31 বছরের এক মহিলার গলব্লাডারের অপারেশনের কথা ছিল (Patient allegedly molested) । মহিলার অ্যানাস্থেশিয়া করে তাঁকে অপারেশন থিয়েটারে টেবিলে শোয়ানো হয় । এরপরেই তাঁর শ্লীলতাহানি করা হয় । এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর (Tension in Hospital premises after patient allegedly molested) ।

রোগীর পরিবারের আরও অভিযোগ, গোটা ঘটনাটি রোগীর পরিবারের তরফ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রথমে জানানো হয়েছিল । তারপরেও কোনও ভ্রুক্ষেপ করেনি অভিযুক্ত হাসপাতাল । পরে বাধ্য হয়ে তাঁরা স্থানীয় ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । পুলিশ সূত্রের খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ হাসপাতালে যায় । তারপরেই পূর্ণ সহযোগিতার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও সমান্তরাল তদন্তের আশ্বাস দিয়েছে (Patient allegedly molested in Operation Theatre of Private Nursing Home) ।

আরও পড়ুন: দিল্লির থানায় মহিলার 'শ্লীলতাহানি', অভিযুক্ত পুলিশ কর্মী !

যদিও এই ঘটনায় হাসপাতালের কোনও কর্মী বা চিকিৎসক যুক্ত রয়েছে কি না, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি । তদন্ত নেমে ফুলবাগান থানার পুলিশ হাসপাতালের একাধিক সিসিটিভি ক্যামেরা নিজেদের হেফাজতে নিয়েছে । তদন্তকারীরা ফুটেজ খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: রাস্তায় পিছু নিয়ে কলেজছাত্রীর শ্লীলতাহানি ! গ্রেফতার অধ্য়াপক

পাশাপাশি ফুলবাগান থানার পুলিশ সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক কর্তা এবং চিকিৎসকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন । এছাড়াও সেই রোগীর চিকিৎসার দায়িত্বে যিনি ছিলেন, তাঁর সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা । ফুলবাগান থানা সূত্রে খবর, কী থেকে এই ঘটনার সূত্রপাত এবং কেন এমন ঘটনা ঘটল তা জানার চেষ্টা করা হচ্ছে বলে ।

কলকাতা, 6 জানুয়ারি: খাস কলকাতায় অপারেশন থিয়েটারে মহিলা রোগীর শ্লীলতাহানি (Molestation in Kolkata) । ঘটনাটি ঘটেছে ফুলবাগান থানা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে (Molestation in Operation Theatre) । রোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে ফুলবাগান থানার পুলিশ । পাশাপাশি সমান্তরাল তদন্ত করছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষও (Patient allegedly molested in Operation Theatre) ।

রোগীর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার 31 বছরের এক মহিলার গলব্লাডারের অপারেশনের কথা ছিল (Patient allegedly molested) । মহিলার অ্যানাস্থেশিয়া করে তাঁকে অপারেশন থিয়েটারে টেবিলে শোয়ানো হয় । এরপরেই তাঁর শ্লীলতাহানি করা হয় । এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর (Tension in Hospital premises after patient allegedly molested) ।

রোগীর পরিবারের আরও অভিযোগ, গোটা ঘটনাটি রোগীর পরিবারের তরফ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রথমে জানানো হয়েছিল । তারপরেও কোনও ভ্রুক্ষেপ করেনি অভিযুক্ত হাসপাতাল । পরে বাধ্য হয়ে তাঁরা স্থানীয় ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । পুলিশ সূত্রের খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ হাসপাতালে যায় । তারপরেই পূর্ণ সহযোগিতার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও সমান্তরাল তদন্তের আশ্বাস দিয়েছে (Patient allegedly molested in Operation Theatre of Private Nursing Home) ।

আরও পড়ুন: দিল্লির থানায় মহিলার 'শ্লীলতাহানি', অভিযুক্ত পুলিশ কর্মী !

যদিও এই ঘটনায় হাসপাতালের কোনও কর্মী বা চিকিৎসক যুক্ত রয়েছে কি না, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি । তদন্ত নেমে ফুলবাগান থানার পুলিশ হাসপাতালের একাধিক সিসিটিভি ক্যামেরা নিজেদের হেফাজতে নিয়েছে । তদন্তকারীরা ফুটেজ খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: রাস্তায় পিছু নিয়ে কলেজছাত্রীর শ্লীলতাহানি ! গ্রেফতার অধ্য়াপক

পাশাপাশি ফুলবাগান থানার পুলিশ সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক কর্তা এবং চিকিৎসকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন । এছাড়াও সেই রোগীর চিকিৎসার দায়িত্বে যিনি ছিলেন, তাঁর সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা । ফুলবাগান থানা সূত্রে খবর, কী থেকে এই ঘটনার সূত্রপাত এবং কেন এমন ঘটনা ঘটল তা জানার চেষ্টা করা হচ্ছে বলে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.