ETV Bharat / state

আত্মসমালোচনা প্রয়োজন, ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট শুভ্রাংশুর

ফেসবুকে শুভ্রাংশু রায়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট । লিখেছেন, আত্মসমালোচনা করা বেশি জরুরি । এই পোস্ট কি তবে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত দিচ্ছে ?

Subhranshu Roy
ছবি
author img

By

Published : May 29, 2021, 9:35 PM IST

Updated : May 29, 2021, 9:55 PM IST

কলকাতা, 29 মে : দলের বিরুদ্ধেই এবার সুর চড়ালেন মুকুল-পুত্র ? বঙ্গ বিজেপি যখন যশ মোকাবিলা থেকে শুরু করে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছে, তখন একটি পোস্ট ভেসে উঠল শুভ্রাংশু রায়ের ফেসবুক প্রোফাইলে । লিখেছেন, "জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্মসমালোচনা করা বেশি জরুরি ।" আর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ।

এবারের ভোটে প্রার্থী হয়েছিলেন শুভ্রাংশু রায় । তবে জিততে পারেননি । এই পরিস্থিতিতে শুভ্রাংশুর এই ফেসবুক পোস্ট কি তবে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত দিচ্ছে ? এই প্রশ্নই এখন দানা বাঁধতে শুরু করেছে রাজ্য রাজনীতির অন্দরমহলে ।

একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন শুভ্রাংশ । উনিশের লোকসভা ভোটের সময় বিজেপিতে যোগ দেন । বাবা মুকুল রায় অবশ্য অনেক আগেই পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন । এবারের বিধানসভা ভোটে বীজপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শুভ্রাংশু । কিন্তু জিততে পারেননি ।

ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট শুভ্রাংশুর
ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট শুভ্রাংশু রায়ের

যদিও আজকের পোস্টে কোনও বিশেষ রাজনৈতিক দলের কথা উল্লেখ করেননি শুভ্রাংশু । তবে বঙ্গভোট পরবর্তী আবহে এই পোস্ট কোন দিকে ইঙ্গিত করছে তা আর বলার অপেক্ষা রাখে না । রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন এই পোস্টের মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সুর নরম করছেন বীজপুরের প্রাক্তন বিধায়ক ।

আরও পড়ুন : রাজনীতিতে অনীহা ? শুভ্রাংশুর ফেসবুক পোস্ট ঘিরে গুঞ্জন

এই ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট এর আগেও করেছিলেন শুভ্রাংশু । গতবছরের অক্টোবরে শুভ্রাংশুর একটি ফেসবুক পোস্ট ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছিল । লিখেছিলেন, রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিলে কেমন হয় ?

বাবাকে অনুসরণ নতুন দলে এসে সেরকম কোনও দায়িত্ব পাননি শুভ্রাংশু । যেমন প্রথমে পাননি মুকুল রায়ও । পরে অবশ্য তাঁকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি করা হয় ।রাজনৈতিক মহলের একাংশের মতে, সেরকম কোনও দায়িত্ব না পাওয়াতেই বার বার ক্ষুব্ধ হচ্ছেন মুকুল-পুত্র ।

কলকাতা, 29 মে : দলের বিরুদ্ধেই এবার সুর চড়ালেন মুকুল-পুত্র ? বঙ্গ বিজেপি যখন যশ মোকাবিলা থেকে শুরু করে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছে, তখন একটি পোস্ট ভেসে উঠল শুভ্রাংশু রায়ের ফেসবুক প্রোফাইলে । লিখেছেন, "জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্মসমালোচনা করা বেশি জরুরি ।" আর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ।

এবারের ভোটে প্রার্থী হয়েছিলেন শুভ্রাংশু রায় । তবে জিততে পারেননি । এই পরিস্থিতিতে শুভ্রাংশুর এই ফেসবুক পোস্ট কি তবে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত দিচ্ছে ? এই প্রশ্নই এখন দানা বাঁধতে শুরু করেছে রাজ্য রাজনীতির অন্দরমহলে ।

একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন শুভ্রাংশ । উনিশের লোকসভা ভোটের সময় বিজেপিতে যোগ দেন । বাবা মুকুল রায় অবশ্য অনেক আগেই পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন । এবারের বিধানসভা ভোটে বীজপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শুভ্রাংশু । কিন্তু জিততে পারেননি ।

ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট শুভ্রাংশুর
ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট শুভ্রাংশু রায়ের

যদিও আজকের পোস্টে কোনও বিশেষ রাজনৈতিক দলের কথা উল্লেখ করেননি শুভ্রাংশু । তবে বঙ্গভোট পরবর্তী আবহে এই পোস্ট কোন দিকে ইঙ্গিত করছে তা আর বলার অপেক্ষা রাখে না । রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন এই পোস্টের মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সুর নরম করছেন বীজপুরের প্রাক্তন বিধায়ক ।

আরও পড়ুন : রাজনীতিতে অনীহা ? শুভ্রাংশুর ফেসবুক পোস্ট ঘিরে গুঞ্জন

এই ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট এর আগেও করেছিলেন শুভ্রাংশু । গতবছরের অক্টোবরে শুভ্রাংশুর একটি ফেসবুক পোস্ট ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছিল । লিখেছিলেন, রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিলে কেমন হয় ?

বাবাকে অনুসরণ নতুন দলে এসে সেরকম কোনও দায়িত্ব পাননি শুভ্রাংশু । যেমন প্রথমে পাননি মুকুল রায়ও । পরে অবশ্য তাঁকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি করা হয় ।রাজনৈতিক মহলের একাংশের মতে, সেরকম কোনও দায়িত্ব না পাওয়াতেই বার বার ক্ষুব্ধ হচ্ছেন মুকুল-পুত্র ।

Last Updated : May 29, 2021, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.