ETV Bharat / state

সিঙ্গুর আন্দোলন 'ভুল' হলে মুকুল রায় 'পাগল' : পার্থ - Kolkata

আজ সিঙ্গুর আন্দোলনকে ভুল বলে দাবি করেছেন মুকুল রায় । তিনি বলেন, ""টাটাদের কারখানা করতে না দেওয়া বড় ভুল ছিল ।" আজ তাঁর এই মন্তব্যের জন্য মুকুল রায়কে 'পাগল' বললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ ও মুকুল
author img

By

Published : Jun 8, 2019, 9:31 PM IST

Updated : Jun 8, 2019, 10:59 PM IST

কলকাতা, 8 জুন : সিঙ্গুর আন্দোলনকে 'ভুল' বলে দাবি করায় মুকুল রায়কে 'পাগল' বললেন পার্থ চট্টোপাধ্যায় ।

আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে সিঙ্গুর আন্দোলন 'ভুল' বলে দাবি করেন মুকুল রায় । তাঁর কথায়, "টাটাদের কারখানা করতে না দেওয়া বড় ভুল ছিল । তাতে শিল্পমহলে ভুল বার্তা গেছে । সিঙ্গুরের জমি এখন না চাষের কাজে লাগছে, না কারখানার কাজে লাগছে । তাই সিঙ্গুরের মাটি তৃণমূলের নীতিকে খারিজ করেছে ।" এই মন্তব্যের প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "পাগলের কথা শুনে কোনও লাভ আছে আমাদের ? এরা পাগল । এভাবে কেউ বলে ভুল ছিল ? আর ওই আন্দোলনে উনি ছিলেন না । যেদিন সিঙ্গুর আন্দোলন শুরু হয়েছিল, সেদিন দিল্লিতে বসেছিলেন । এই সব কথা কেন বলছেন ? উনি ঐতিহাসিক কৃষক আন্দোলনকে অপমান করছেন । করুক ।"

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

গঙ্গারামপুর ইশুতে দিলীপ ঘোষকে আক্রমণ করে পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, "আপনি এরকম করবেন না । অনেক কিছুই তো করেছেন । রাজ্য গঠনের কথা বলুন । নিয়ম ভাঙার গান গেয়ে মানুষের রক্ত ঝরাবেন না ।" BJP-র বিজয় মিছিলে প্রশাসন কেনও বাধা দিচ্ছে এর উত্তরে পার্থবাবু বলেন, "বিজয় মিছিল করতে নিষেধ আছে তাই প্রশাসনের তরফে বাধা দেওয়া হচ্ছে । আমরা তো 2011 ও 2016 সালে জিতেছি । বিজয় উৎসব করিনি । এবারেও ভোটের নিরিখে এবং আসনের নিরিখে আমরা জয়ী । তবুও বিজয় মিছিল করিনি । আসলে এরা চাইছে আইন-শৃঙ্খলার অবনতি করে মানুষের রক্ত ঝরাতে । অথচ, বাংলার উন্নয়নে কোনও ভূমিকা নেই। এরা বিজয় মিছিল করছে ? না রক্ত ঝরানোর মিছিল করছে ? মানুষই এদের বিচার করবে।"

এই সংক্রান্ত আরও পড়ুন : সিঙ্গুর আন্দোলন ভুল ছিল : মুকুল রায়

প্রসঙ্গত আজ দিলীপ ঘোষ গঙ্গারামপুরে যান । সেখানে মিছিল করে তিনি যখন দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন তখন পুলিশ তাঁকে আটকায় । 144 ধারা জারি থাকায় মিছিল করা যাবে না বলে পুলিশ জানায় । পুলিশের নিষেধ সত্ত্বেও BJP কর্মী-সমর্থকরা মিছিল করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের উপর ইট বৃষ্টি হয়, পুলিশের চারটি গাড়ি ভাঙচুর হয়। একজন পুলিশ কর্মী ও একজন সিভিক ভলান্টিয়ার-সহ কয়েকজন BJP কর্মী জখম হন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় বলে অভিযোগ ।

এই সংক্রান্ত আরও পড়ুন : সিঙ্গুরের ফল লজ্জাজনক, হারানো জমি ফেরত চেয়ে নেতাদের কড়া বার্তা মমতার

এই ঘটনার পর কিছুক্ষণের জন্য পরিস্থিতি শান্ত হলেও ফের দুপুর 2টা নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে । নতুন করে পুলিশের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের সংঘর্ষ শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । এছাড়া পুলিশ ফের শূন্যে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

কলকাতা, 8 জুন : সিঙ্গুর আন্দোলনকে 'ভুল' বলে দাবি করায় মুকুল রায়কে 'পাগল' বললেন পার্থ চট্টোপাধ্যায় ।

আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে সিঙ্গুর আন্দোলন 'ভুল' বলে দাবি করেন মুকুল রায় । তাঁর কথায়, "টাটাদের কারখানা করতে না দেওয়া বড় ভুল ছিল । তাতে শিল্পমহলে ভুল বার্তা গেছে । সিঙ্গুরের জমি এখন না চাষের কাজে লাগছে, না কারখানার কাজে লাগছে । তাই সিঙ্গুরের মাটি তৃণমূলের নীতিকে খারিজ করেছে ।" এই মন্তব্যের প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "পাগলের কথা শুনে কোনও লাভ আছে আমাদের ? এরা পাগল । এভাবে কেউ বলে ভুল ছিল ? আর ওই আন্দোলনে উনি ছিলেন না । যেদিন সিঙ্গুর আন্দোলন শুরু হয়েছিল, সেদিন দিল্লিতে বসেছিলেন । এই সব কথা কেন বলছেন ? উনি ঐতিহাসিক কৃষক আন্দোলনকে অপমান করছেন । করুক ।"

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

গঙ্গারামপুর ইশুতে দিলীপ ঘোষকে আক্রমণ করে পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, "আপনি এরকম করবেন না । অনেক কিছুই তো করেছেন । রাজ্য গঠনের কথা বলুন । নিয়ম ভাঙার গান গেয়ে মানুষের রক্ত ঝরাবেন না ।" BJP-র বিজয় মিছিলে প্রশাসন কেনও বাধা দিচ্ছে এর উত্তরে পার্থবাবু বলেন, "বিজয় মিছিল করতে নিষেধ আছে তাই প্রশাসনের তরফে বাধা দেওয়া হচ্ছে । আমরা তো 2011 ও 2016 সালে জিতেছি । বিজয় উৎসব করিনি । এবারেও ভোটের নিরিখে এবং আসনের নিরিখে আমরা জয়ী । তবুও বিজয় মিছিল করিনি । আসলে এরা চাইছে আইন-শৃঙ্খলার অবনতি করে মানুষের রক্ত ঝরাতে । অথচ, বাংলার উন্নয়নে কোনও ভূমিকা নেই। এরা বিজয় মিছিল করছে ? না রক্ত ঝরানোর মিছিল করছে ? মানুষই এদের বিচার করবে।"

এই সংক্রান্ত আরও পড়ুন : সিঙ্গুর আন্দোলন ভুল ছিল : মুকুল রায়

প্রসঙ্গত আজ দিলীপ ঘোষ গঙ্গারামপুরে যান । সেখানে মিছিল করে তিনি যখন দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন তখন পুলিশ তাঁকে আটকায় । 144 ধারা জারি থাকায় মিছিল করা যাবে না বলে পুলিশ জানায় । পুলিশের নিষেধ সত্ত্বেও BJP কর্মী-সমর্থকরা মিছিল করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের উপর ইট বৃষ্টি হয়, পুলিশের চারটি গাড়ি ভাঙচুর হয়। একজন পুলিশ কর্মী ও একজন সিভিক ভলান্টিয়ার-সহ কয়েকজন BJP কর্মী জখম হন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় বলে অভিযোগ ।

এই সংক্রান্ত আরও পড়ুন : সিঙ্গুরের ফল লজ্জাজনক, হারানো জমি ফেরত চেয়ে নেতাদের কড়া বার্তা মমতার

এই ঘটনার পর কিছুক্ষণের জন্য পরিস্থিতি শান্ত হলেও ফের দুপুর 2টা নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে । নতুন করে পুলিশের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের সংঘর্ষ শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । এছাড়া পুলিশ ফের শূন্যে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Intro:কলকাতা, 8 জুন: আজই সিঙ্গুর আন্দোলনকে ভুল বলে দাবি করেছেন মুকুল রায়। সিঙ্গুরের জমি এখন না চাষের কাজে লাগছে, না কারখানার কাজে লাগছে। আজ এই মন্তব্য করেছেন তিনি। তাঁর এই মন্তব্যের জন্য আজ তাকে পরোক্ষভাবে পাগল বললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি, তাঁর দাবি, সিঙ্গুর আন্দোলন শুরুর সময় মুকুল রায় ছিলেন না। এইসব কথা পরে গিলে খেতে হবে বলে মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়।


Body:আজ সিঙ্গুর আন্দোলন নিয়ে মুকুল রায় বলেন, " টাটাদের কারখানা করতে না দেওয়া বড় ভুল ছিল। তাতে শিল্পমহলে ভুল বার্তা গেছে। আমি বলছি কারণ, আমরা তখন তৃণমূলে ছিলম। সিঙ্গুরের জমি এখন না চাষের কাজে লাগছে, না কারখানার কাজে লাগছে। তাই সিঙ্গুরের মাটি তৃণমূলের নীতিকে খারিজ করেছে।"


মুকুল রায় বলেছেন, সিঙ্গুর আন্দোলন ভুল। কৃষিও হয়নি, শিল্পও হয়নি, ঘুরছে বেকার যুবক-যুবতীরা। এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি পরোক্ষভাবে মুকুল রায়কে পাগল বলেন। তিনি বলেন, "পাগলের কথা শুনে কোনও লাভ আছে আমাদের? এরা পাগল। এভাবে কেউ বলে ভুল ছিল? খিচুড়ি খেতে কেন রোজ বসে? আর ওই আন্দোলনে তো উনি ছিলেন না। যেদিনকে সিঙ্গুর আন্দোলন শুরু হয়েছিল, সেদিন তিনি দিল্লিতে বসেছিলেন। এই সব কথাগুলো কেন বলছেন? এগুলো ওনাকেই গিলে খেতে হবে পরে। উনি ঐতিহাসিক কৃষক আন্দোলনকে অপমান করছেন। করুক।"


Conclusion:
Last Updated : Jun 8, 2019, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.