ETV Bharat / state

Partha Chatterjee: দ্রুত সুস্থ হয়ে উঠুক, মমতার আরোগ্য কামনায় জেলবন্দি পার্থ - পার্থ চট্টোপাধ্যায়

হেলিকপ্টার থেকে নামার সময় আহত হন মুখ্যমন্ত্রী । তৃণমূল সুপ্রিমোর জন্য উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ৷

Partha prays for Mamata
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Jun 27, 2023, 10:56 PM IST

Updated : Jun 28, 2023, 6:59 AM IST

মমতার আরোগ্য কামনা পার্থর

আলিপুর, 27 জুন: হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরে ও পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এ দিন তাঁকে আলিপুর সিবিআই আদালতে তোলা হয় ৷ সেসময় তিনি সাংবাদিকদের সামনে মমতার দ্রুত আরোগ্য কামনা করেন । পার্থ বলেন, " তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক ।"

প্রসঙ্গত, এ দিন জলপাইগুড়ি থেকে বাগডোগরা হয়ে কলকাতা ফেরার পথে খারাপ আবহাওয়ার মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার । বিপত্তি এড়াতে কপ্টারের জরুরি অবতরণ করানো হয় সেবকের কাছে শালুগাড়া ডিফেন্স এয়ারবেসে । তখনই হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরে ও পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী ৷ দলীয় সূত্রে খবর, কপ্টার থেকে দ্রুত নামতে গিয়েই আহত হন তিনি । সঙ্গে সঙ্গেই শালুগাড়া সেনা ছাউনিতে তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়। সেখান থেকে সড়কপথে মমতা বাগডোগরা রওনা হন এবং বিমান ধরে কলকাতা ফেরেন ৷ কলকাতা পৌঁছে বাকি চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় ৷ এজলাস রুম থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁকে মমতার আহত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় ৷ তাঁর উত্তরে পার্থ বলেন, "ভগবানের কাছে প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক ।"

আরও পড়ুন: খারাপ আবহাওয়া, সেবকে জরুরি অবতরণ মমতার কপ্টারের

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে গতবছর দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানোর পর তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এরপর থেকে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন । পরে এই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করে নিয়োগ দুর্নীতি মামলায় আরও প্রভাবশালী ব্যক্তিত্বকে গ্রেফতার করে তদন্তকারী আধিকারিকরা । পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ।

মমতার আরোগ্য কামনা পার্থর

আলিপুর, 27 জুন: হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরে ও পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এ দিন তাঁকে আলিপুর সিবিআই আদালতে তোলা হয় ৷ সেসময় তিনি সাংবাদিকদের সামনে মমতার দ্রুত আরোগ্য কামনা করেন । পার্থ বলেন, " তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক ।"

প্রসঙ্গত, এ দিন জলপাইগুড়ি থেকে বাগডোগরা হয়ে কলকাতা ফেরার পথে খারাপ আবহাওয়ার মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার । বিপত্তি এড়াতে কপ্টারের জরুরি অবতরণ করানো হয় সেবকের কাছে শালুগাড়া ডিফেন্স এয়ারবেসে । তখনই হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরে ও পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী ৷ দলীয় সূত্রে খবর, কপ্টার থেকে দ্রুত নামতে গিয়েই আহত হন তিনি । সঙ্গে সঙ্গেই শালুগাড়া সেনা ছাউনিতে তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়। সেখান থেকে সড়কপথে মমতা বাগডোগরা রওনা হন এবং বিমান ধরে কলকাতা ফেরেন ৷ কলকাতা পৌঁছে বাকি চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় ৷ এজলাস রুম থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁকে মমতার আহত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় ৷ তাঁর উত্তরে পার্থ বলেন, "ভগবানের কাছে প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক ।"

আরও পড়ুন: খারাপ আবহাওয়া, সেবকে জরুরি অবতরণ মমতার কপ্টারের

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে গতবছর দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানোর পর তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এরপর থেকে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন । পরে এই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করে নিয়োগ দুর্নীতি মামলায় আরও প্রভাবশালী ব্যক্তিত্বকে গ্রেফতার করে তদন্তকারী আধিকারিকরা । পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ।

Last Updated : Jun 28, 2023, 6:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.