ETV Bharat / state

Anish Khan Murder Case : সরকারের উপর আস্থা রাখার আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের - Anish Khan Murder Case

ছাত্রনেতা আনিশ খুনে রাস্তায় নেমেছে পড়ুয়ার দল, নাগরিক মঞ্চ ৷ উত্তাল মহানগর ৷ এ অবস্থায় সরকারে ভরসা রাখতে বললেন পার্থ চট্টোপাধ্যায় (Anish Khan Murder Case) ৷

pPartha Chatterjee on Anish Khan Murder
আনিশ খুনের তদন্তে রাজ্য সরকারে ভরসা রাখার আর্জি
author img

By

Published : Feb 22, 2022, 4:40 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি : আনিশ খানের মৃত্যু-রহস্যে রাজ্য রাজনীতি উত্তাল । ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও আনিশের বাবা সালেম খান সিবিআই তদন্তের দাবিতে অনড় । আনিশ খুনে রাজপথে নেমেছে ছাত্রছাত্রী, নাগরিক মঞ্চ ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডাকে মহাকরণ অভিযান চলছে শহরে । রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা । সেভেন পয়েন্টে মানববন্ধন, ডোরিনা ক্রসিং-এ ব্যারিকেড ও জলকামান নিয়ে প্রস্তুত পুলিশ । এর মধ্যে মঙ্গলবার নাকতলায় নিজের বাড়িতে পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, আন্দোলনকারীরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন (Partha Chatterjee urges to keep faith on Mamata Government over Anish murder) ।

তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনিশ মৃত্যুর তদন্তে সিট গঠন করেছেন । তিনি নিজে এই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমকে (Special Investigation Team, SIT) 15 দিনের মধ্যে তাঁর কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন । তাই আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন ।

আরও পড়ুন : Anish Khan Murder Case : 18 ফেব্রুয়ারি আনিশের বাড়িতে পুলিশ ? জানাচ্ছে প্রাথমিক তদন্ত

নাম উল্লেখ না-করে বামপন্থী সংগঠনের দিকে অভিযোগের আঙুল তোলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি জানান, আজ আনিশ খান খুনের প্রতিবাদে যারা পথে নেমেছে, একসময় রাজ্যে তাদের সরকার ছিল ৷ তখন এ রাজ্যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়েছে, তা নিশ্চয়ই মানুষ ভুলে যায়নি । তাঁর দাবি, এই সরকার সব শ্রেণির মানুষের উন্নয়নের চেষ্টা করছে । বিশেষত পিছিয়ে পড়া সাধারণ মানুষের উন্নয়নই তৃণমূল সরকারের প্রথম লক্ষ্য । তিনি আশ্বাস দেন দোষীরা শাস্তি পাবেই ।

এদিন পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, "এই ঘটনার পর সিট গঠনের সঙ্গে সঙ্গে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে । এর থেকে বোঝা যায় রাজ্য সরকার এই বিষয়ে কতটা সক্রিয়, এই সরকারের মনোভাব কী ?"

কলকাতা, 22 ফেব্রুয়ারি : আনিশ খানের মৃত্যু-রহস্যে রাজ্য রাজনীতি উত্তাল । ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও আনিশের বাবা সালেম খান সিবিআই তদন্তের দাবিতে অনড় । আনিশ খুনে রাজপথে নেমেছে ছাত্রছাত্রী, নাগরিক মঞ্চ ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডাকে মহাকরণ অভিযান চলছে শহরে । রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা । সেভেন পয়েন্টে মানববন্ধন, ডোরিনা ক্রসিং-এ ব্যারিকেড ও জলকামান নিয়ে প্রস্তুত পুলিশ । এর মধ্যে মঙ্গলবার নাকতলায় নিজের বাড়িতে পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, আন্দোলনকারীরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন (Partha Chatterjee urges to keep faith on Mamata Government over Anish murder) ।

তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনিশ মৃত্যুর তদন্তে সিট গঠন করেছেন । তিনি নিজে এই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমকে (Special Investigation Team, SIT) 15 দিনের মধ্যে তাঁর কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন । তাই আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন ।

আরও পড়ুন : Anish Khan Murder Case : 18 ফেব্রুয়ারি আনিশের বাড়িতে পুলিশ ? জানাচ্ছে প্রাথমিক তদন্ত

নাম উল্লেখ না-করে বামপন্থী সংগঠনের দিকে অভিযোগের আঙুল তোলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি জানান, আজ আনিশ খান খুনের প্রতিবাদে যারা পথে নেমেছে, একসময় রাজ্যে তাদের সরকার ছিল ৷ তখন এ রাজ্যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়েছে, তা নিশ্চয়ই মানুষ ভুলে যায়নি । তাঁর দাবি, এই সরকার সব শ্রেণির মানুষের উন্নয়নের চেষ্টা করছে । বিশেষত পিছিয়ে পড়া সাধারণ মানুষের উন্নয়নই তৃণমূল সরকারের প্রথম লক্ষ্য । তিনি আশ্বাস দেন দোষীরা শাস্তি পাবেই ।

এদিন পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, "এই ঘটনার পর সিট গঠনের সঙ্গে সঙ্গে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে । এর থেকে বোঝা যায় রাজ্য সরকার এই বিষয়ে কতটা সক্রিয়, এই সরকারের মনোভাব কী ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.