ETV Bharat / state

Partha Chatterjee Birth Day: বুধবার জন্মদিন, ব্যতিক্রমী অভিজ্ঞতার সম্মুখীন পার্থ - এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ড

2021-এর 5 অক্টোবর তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বেশ ঘটা করে জন্মদিন পালন করেছিলেন ৷ সেবার সঙ্গে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায় ৷ এবারের জন্মদিনটা গারদের আড়ালে ৷ একসময়ের শুভাকাঙ্খী, অনুগামী, ঘনিষ্ঠরা আসবে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে (Partha Chatterjee Birthday News) ?

Partha Chatterjee Birthday Celebration
ETV Bharat
author img

By

Published : Oct 1, 2022, 8:49 AM IST

কলকাতা, 1 অক্টোবর: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুক্রবার আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই । সেখানে 6 নম্বরে নাম রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের । ক'দিন এই এক দুর্নীতি কাণ্ডে ইডি চার্জশিট জমা দিয়েছিল, তাতেও নাম ছিল তৎকালীন শিক্ষামন্ত্রীর । দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, নিয়োগ দুর্নীতির কিং পিন পার্থই । এখন তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে । 31 অক্টোবর পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দিয়েছে আদালত (Partha Chatterjee will be in Presidency Correctional Home till 31 October) ৷

আগামী 5 অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিন । 1952 সালের 5 অক্টোবর তাঁর জন্ম ৷ এবছর 71-এ পা দেবেন তৃণমূল নেতা । এর আগে এমন জন্মদিন তিনি যে কখনও কাটাননি তা আর বলার অপেক্ষা রাখে না । গত বছরও এই দিনটা ঘটা করেই পালন করেছিলেন তৎকালীন পার্থ চট্টোপাধ্যায় । ম্যান্টনের পার্টি অফিসে ফুলের তোড়া, নামী দোকানের মিষ্টি, ছবি দেওয়া তিন পাউন্ডের কেক, পাঞ্জাবি, ঘড়ি - এসব ছিল একুশের 5 অক্টোবরে । সেদিন তিনি ছিলেন সরকারের দুই নম্বর মন্ত্রী । রাশভারী নেতা তথা তৃণমূল মহাসচিব (Partha Chatterjee's birthday on 5 October) । কিন্তু এবারের পুজো আসতে আসতেই বদলে গিয়েছে সবটা ।

আরও পড়ুন: পুজোর মরশুম জেলেই কাটবে পার্থ-অর্পিতার, পড়তে পারেন জেরার মুখেও

2022 সালের 5 অক্টোবর প্রেসিডেন্সি সংশোধনাগারে তাঁর সঙ্গে ক'জন দেখা করতে আসেন, তা নিয়ে সন্দেহ ও প্রশ্ন- দুই থেকে যাচ্ছে । এখন তিনি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত । 23 জুলাই ইডির হাতে তাঁর গ্রেফতারি এবং এরপর তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে নগদ কোটি কোটি টাকা, গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে ৷ তারপর থেকে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) পার্থ এবং 'পার্থ-ঘনিষ্ঠ' অর্পিতার ভূমিকা রহস্য ঘনীভূত হয়েছে ৷ চলছে ইডি ও সিবিআই সমান্তরাল তদন্ত ৷

এই ঘটনা অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে ৷ দলের বিভিন্ন সদস্য থেকে শুরু করে পার্থর একদা শুভাকাঙ্ক্ষী এবং ঘনিষ্ঠরাও তাঁর সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার চেষ্টা করছেন । এবছর তাঁর জন্মদিন আবার একাদশীর দিনে । পুজোর ক'দিন জেলের অন্দরে ভূরিভোজের আয়োজন থাকলেও একাদশীতে বিশেষ কোনও বন্দোবস্ত থাকার কথা নয় । গত বছর তাঁর জন্মদিনে ম্যান্টনে এসেছিলেন অর্পিতা মুখোপাধ্যায় ৷ এবার তিনিও জেলেই রয়েছেন । কিন্তু কারা অন্তরালে এবারের জন্মদিন তার জন্য ব্যতিক্রমী হয়েই থাকবে।

আরও পড়ুন: এসএসসি দুর্নীতি কাণ্ডে রাজসাক্ষী হবেন অর্পিতা ?

কলকাতা, 1 অক্টোবর: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুক্রবার আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই । সেখানে 6 নম্বরে নাম রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের । ক'দিন এই এক দুর্নীতি কাণ্ডে ইডি চার্জশিট জমা দিয়েছিল, তাতেও নাম ছিল তৎকালীন শিক্ষামন্ত্রীর । দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, নিয়োগ দুর্নীতির কিং পিন পার্থই । এখন তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে । 31 অক্টোবর পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দিয়েছে আদালত (Partha Chatterjee will be in Presidency Correctional Home till 31 October) ৷

আগামী 5 অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিন । 1952 সালের 5 অক্টোবর তাঁর জন্ম ৷ এবছর 71-এ পা দেবেন তৃণমূল নেতা । এর আগে এমন জন্মদিন তিনি যে কখনও কাটাননি তা আর বলার অপেক্ষা রাখে না । গত বছরও এই দিনটা ঘটা করেই পালন করেছিলেন তৎকালীন পার্থ চট্টোপাধ্যায় । ম্যান্টনের পার্টি অফিসে ফুলের তোড়া, নামী দোকানের মিষ্টি, ছবি দেওয়া তিন পাউন্ডের কেক, পাঞ্জাবি, ঘড়ি - এসব ছিল একুশের 5 অক্টোবরে । সেদিন তিনি ছিলেন সরকারের দুই নম্বর মন্ত্রী । রাশভারী নেতা তথা তৃণমূল মহাসচিব (Partha Chatterjee's birthday on 5 October) । কিন্তু এবারের পুজো আসতে আসতেই বদলে গিয়েছে সবটা ।

আরও পড়ুন: পুজোর মরশুম জেলেই কাটবে পার্থ-অর্পিতার, পড়তে পারেন জেরার মুখেও

2022 সালের 5 অক্টোবর প্রেসিডেন্সি সংশোধনাগারে তাঁর সঙ্গে ক'জন দেখা করতে আসেন, তা নিয়ে সন্দেহ ও প্রশ্ন- দুই থেকে যাচ্ছে । এখন তিনি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত । 23 জুলাই ইডির হাতে তাঁর গ্রেফতারি এবং এরপর তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে নগদ কোটি কোটি টাকা, গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে ৷ তারপর থেকে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) পার্থ এবং 'পার্থ-ঘনিষ্ঠ' অর্পিতার ভূমিকা রহস্য ঘনীভূত হয়েছে ৷ চলছে ইডি ও সিবিআই সমান্তরাল তদন্ত ৷

এই ঘটনা অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে ৷ দলের বিভিন্ন সদস্য থেকে শুরু করে পার্থর একদা শুভাকাঙ্ক্ষী এবং ঘনিষ্ঠরাও তাঁর সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার চেষ্টা করছেন । এবছর তাঁর জন্মদিন আবার একাদশীর দিনে । পুজোর ক'দিন জেলের অন্দরে ভূরিভোজের আয়োজন থাকলেও একাদশীতে বিশেষ কোনও বন্দোবস্ত থাকার কথা নয় । গত বছর তাঁর জন্মদিনে ম্যান্টনে এসেছিলেন অর্পিতা মুখোপাধ্যায় ৷ এবার তিনিও জেলেই রয়েছেন । কিন্তু কারা অন্তরালে এবারের জন্মদিন তার জন্য ব্যতিক্রমী হয়েই থাকবে।

আরও পড়ুন: এসএসসি দুর্নীতি কাণ্ডে রাজসাক্ষী হবেন অর্পিতা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.