কলকাতা, 30 মার্চ: "আগে আপনারা ঠিক করুন, আমাকে কে টাকা পাঠাত বা কার মাধ্যমে পাঠাত ৷ আগে বলেছিলেন, কুন্তল ঘোষ নাকি আমাকে নিয়োগ দুর্নীতির টাকা পাঠাত ৷ এখন আবার বলছেন, অয়ন নাকি আমার কাছে কুন্তলের মাধ্যমে টাকা পাঠাত ! এই দাবিগুলির স্বপক্ষে আপনাদের কাছে কোনও প্রমাণ আছে কি ?" বৃহস্পতিবার এভাবেই ইডির আইনজীবীকে কড়া জবাব দিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, রাজ্য়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি, এদিন ঘনিষ্ঠ মহলে ইডির তদন্ত প্রক্রিয়া নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি ৷
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা-সহ মোট 13 জনকে এদিন ফের আলিপুরের বিশেষ আদালতে পেশ করা হয় ৷ সেই মামলার শুনানিতে ইডির আইনজীবীর প্রশ্নের উত্তরে চাঁচাছোলা জবাব দেন পার্থ ৷ স্পষ্ট জানিয়ে দেন, কুন্তল ঘোষ বা অয়ন শীলকে তিনি চেনেন না ৷ তাঁদের সঙ্গে কোনওদিনই তাঁর কোনও যোগাযোগ ছিল না ৷ এমনকী পার্থ নাকি তাঁর ঘনিষ্ঠ মহলে এও দাবি করেছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মতো নেতাদের তৈরি করেন ! কুন্তলের মতো নেতাকে নয় !
ইডির তদন্ত নিয়ে নিজের পরিচিত বৃত্তের মধ্যেও অসন্তোষ প্রকাশ করেছেন পার্থ ৷ তাঁর দাবি, ইডি কলকাতায় কাউকে খুঁজে পাচ্ছে না ৷ তাই চুঁচুড়া থেকে লোক ধরে আনতে হচ্ছে ! ইতিমধ্য়ে আদালতে ইডির আইনজীবী দাবি করেছিলেন, কুন্তল ঘোষ, অয়ন শীলের সঙ্গে প্রভাবশালীদের নিত্য যোগাযোগ ছিল ৷ সেই প্রভাবশালীদের মধ্যে অন্যতম পার্থ চট্টোপাধ্যায় ৷ এদের মাধ্যমেই পার্থ নাকি নিয়োগ দুর্নীতির টাকা হাতে পেতেন ৷ অথচ, পার্থ বলছেন, এইসব নেতারা তাঁর 300 মাইলের মধ্যেও ঢোকার সুযোগ পেতেন না ! সুতরাং, তাঁদের কাছ থেকে টাকা নেওয়ারও কোনও প্রশ্ন ওঠে না ৷ ইডির কাছে এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ রয়েছে কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন পার্থ ৷
আরও পড়ুন: উদয়নের পর তাপস, 'বাম আমলে নিয়োগ দুর্নীতি' নিয়ে ফাটালেন 'বোমা' !
অন্যদিকে, এদিন ফের একবার শুভেন্দু অধিকারীর সমালোচনা করেন পার্থ ৷ এর আগে শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ যার জেরে শুভেন্দু বলেছিলেন, একটি পূর্ব নির্ধারিত 'দুর্বল চিত্রনাট্য' পেশ করছেন পার্থ ! এই চিত্রনাট্য জেল সুপার নাকি শিখিয়ে দিয়েছেন তাঁকে ! বৃহস্পতিবার এই নিয়ে পার্থকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ তাতে রীতিমতো রেগে যান তিনি ৷ বলেন, "আমাকে কেউই কিছু শিখিয়ে দেয় না ৷"