ETV Bharat / state

Partha Chatterjee: নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ঢোকার মুখে বিস্ফোরক পার্থ! নাম নিলেন দিলীপ, শুভেন্দুর

আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায়ের মুখে বিস্ফোরক দাবি (Partha Chatterjee Explosive Comment) । নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর নাম ৷ যা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷

Partha Chatterjee
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Mar 23, 2023, 1:35 PM IST

Updated : Mar 23, 2023, 1:43 PM IST

আদালত চত্বরে বিস্ফোরক পার্থ

কলকাতা, 23 মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) আলিপুর আদালতে ঢোকার মুখে বিস্ফোরক দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) । এদিন নিয়োগ দুর্নীতিতে সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের নাম উল্লেখ করলেন একদা তৃণমূলের এই মহাসচিব। তাঁর দাবি, সুজন-শুভেন্দুদের সুপারিশেই দুর্নীতি হয়েছিল। 2011-12 সালে প্রাথমিক নিয়োগে কী হয়েছিল, তা খতিয়ে দেখার দাবি তুলেছেন তিনি। পাশাপাশি তিনি কোনও বেআইনি কাজ করেননি আজ ফের একবার জানালেন।

এদিন আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পরিষ্কার ভাষায় বলছি, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা বড় বড় কথা বলছেন। তাঁরা নিজেদের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন! 2009-2010-এর রিপোর্ট দেখুন। সমস্ত জায়গায় সুপারিশ করেছেন। আমি তাঁদের বলেছি করতে পারব না। আমি নিয়োগ কর্তা নই। এব্যাপারে সাহায্য তো দূরের কথা, কোনও বেআইনি কাজ করতে পারব না।"

উল্লেখ্য, আদালতে তিনি কিছু বলতে চান বলে আগেই আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতে কিছু বলার আগেই সংবাদমাধ্যমে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের নাম যেভাবে উল্লেখ করেছেন তা রাজনৈতিক মহলে কী প্রভাব তৈরি করে সেই জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। গত 16 মার্চ আলিপুর আদালতে নিজেকে নির্দোষ বলে উল্লেখ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন , "আমি নিয়োগকর্তা নই, মন্ত্রী। আমি কোনও বেআইনি কাজকে সমর্থন করিনি, করবও না। বোর্ড চলে নিজস্ব বিধি এবং আইন দ্বারা।"

আরও পড়ুন: চাঁদের কলঙ্ক থাকতে পারে মমতার কোনও দাগ নেই, দুর্নীতি প্রসঙ্গে বললেন ফিরহাদ

পাশাপাশি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি তাঁকে যে সমস্ত নথিপত্র দিত তাতে স্বাক্ষর করা ছাড়া তাঁর আর কোনও ভূমিকা ছিল না বলেও তিনি উল্লেখ করেছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আজকে। তারজন্য আদালতে কথা বলতে চেয়ে আগেই আর্জি জানিয়েছেন তিনি। তাঁকে যেন পাঁচ মিনিটের জন্য কথা বলতে দেওয়া হয় ৷

আদালত চত্বরে বিস্ফোরক পার্থ

কলকাতা, 23 মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) আলিপুর আদালতে ঢোকার মুখে বিস্ফোরক দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) । এদিন নিয়োগ দুর্নীতিতে সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের নাম উল্লেখ করলেন একদা তৃণমূলের এই মহাসচিব। তাঁর দাবি, সুজন-শুভেন্দুদের সুপারিশেই দুর্নীতি হয়েছিল। 2011-12 সালে প্রাথমিক নিয়োগে কী হয়েছিল, তা খতিয়ে দেখার দাবি তুলেছেন তিনি। পাশাপাশি তিনি কোনও বেআইনি কাজ করেননি আজ ফের একবার জানালেন।

এদিন আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পরিষ্কার ভাষায় বলছি, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা বড় বড় কথা বলছেন। তাঁরা নিজেদের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন! 2009-2010-এর রিপোর্ট দেখুন। সমস্ত জায়গায় সুপারিশ করেছেন। আমি তাঁদের বলেছি করতে পারব না। আমি নিয়োগ কর্তা নই। এব্যাপারে সাহায্য তো দূরের কথা, কোনও বেআইনি কাজ করতে পারব না।"

উল্লেখ্য, আদালতে তিনি কিছু বলতে চান বলে আগেই আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতে কিছু বলার আগেই সংবাদমাধ্যমে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের নাম যেভাবে উল্লেখ করেছেন তা রাজনৈতিক মহলে কী প্রভাব তৈরি করে সেই জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। গত 16 মার্চ আলিপুর আদালতে নিজেকে নির্দোষ বলে উল্লেখ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন , "আমি নিয়োগকর্তা নই, মন্ত্রী। আমি কোনও বেআইনি কাজকে সমর্থন করিনি, করবও না। বোর্ড চলে নিজস্ব বিধি এবং আইন দ্বারা।"

আরও পড়ুন: চাঁদের কলঙ্ক থাকতে পারে মমতার কোনও দাগ নেই, দুর্নীতি প্রসঙ্গে বললেন ফিরহাদ

পাশাপাশি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি তাঁকে যে সমস্ত নথিপত্র দিত তাতে স্বাক্ষর করা ছাড়া তাঁর আর কোনও ভূমিকা ছিল না বলেও তিনি উল্লেখ করেছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আজকে। তারজন্য আদালতে কথা বলতে চেয়ে আগেই আর্জি জানিয়েছেন তিনি। তাঁকে যেন পাঁচ মিনিটের জন্য কথা বলতে দেওয়া হয় ৷

Last Updated : Mar 23, 2023, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.