কলকাতা, 12 ডিসেম্বর: কলকাতা পুলিশের কাছে হাজিরা দেওয়ার সময় চাইলেন বলি অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal) ৷ সোমবার তিনি ই-মেলে তালতলা থানায় সে কথা জানিয়েছেন ৷ তালতলা থানাকে তিনি জানিয়েছেন, হাজিরার জন্য তাঁর ছয় সপ্তাহের সময় প্রয়োজন। যদিও ছয় সপ্তাহের সময় তাঁকে দেওয়া হবে কি না, নাকি লালবাজারের (LalBazar) তরফে তাঁকে ফের সমন পাঠানো হবে, তা স্পষ্টভাবে কিছুই জানা যায়নি।
সম্প্রতি একটি জনসভায় বলিউড অভিনেতা বাঙালিদের মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ তার পরিপ্রেক্ষিতেই অভিনেতাকে সমন পাঠায় লালবাজার ৷ এই নিয়ে নিন্দুকরা প্রশ্ন তোলেন, কেন তিনি এমন মন্তব্য করলেন ? যদিও অবস্থা বেগতিক দেখে পরবর্তীতে ক্ষমা চেয়ে নেন অভিনেতা ৷
আরও পড়ুন: বিতর্কিত মাছ-মন্তব্যে অভিনেতা পরেশ রাওয়ালকে তলব তালতলা থানার
জনসভায় তাঁর বিতর্কিত মন্তব্যে বলেন, "গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবার কমেও যাবে। মুদ্রাস্ফীতিও কমে যাবে। মানুষজন চাকরি পাবেন। কিন্তু দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা যদি বাড়ির পাশে থাকা শুরু করে সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার দিয়ে কী হবে ? বাঙালিদের জন্য মাছ ভাজবেন ?" তাঁর এই মন্তব্যে শোরগোল পড়ে যায়। বাঙালিদের অপমান করেছেন তিনি, এমনই অভিযোগ ওঠে। বিভিন্ন মহলে তৈরি হয় বিতর্ক। অভিনেতার এই মন্তব্যের নিন্দায় সরব হয় তৃণমূলও। এরপরেই অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে তালতলা থানায় অভিযোগ দায়ের হয়।