ETV Bharat / state

ফি মকুবের দাবিতে বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের

author img

By

Published : Jun 30, 2020, 10:26 PM IST

টিউশন ফি ছাড়া অন্য কোনও ফি দিতে রাজি নন । এই দাবিতে আজ কলকাতার শরৎ বোস রোডের একটি বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা । তাঁদের কথায়, স্কুল কর্তপক্ষ যেসব পরিষেবাগুলি বর্তমানে দিচ্ছে না সেইগুলোর জন্যও ফি দাবি করছে । সেই ফি তাঁরা দিতে পারবেন না বলে জানিয়েছেন ।

aa
অভিভাবক

কলকাতা, 30 জুন: ফি মুকুবের দাবিতে সরব হলেন শরৎবোস রোডের একটি নামী বেসরকারি স্কুলের অভিভাবকরা । আজ সকাল থেকেই স্কুলের সামনেজমায়েত করে বিক্ষোভ দেখান তাঁরা । দাবি, শুধুমাত্র টিউশন ফি তাঁরা দেবেন ।স্কুল বন্ধ থাকার কারণে যে সমস্ত পরিষেবা পড়ুয়ারা এখন পাচ্ছে না সেইসব পরিষেবাবাবদ ধার্য ফি তাঁরা দিতে পারবেন না ।

আজসকাল 11টা থেকেস্কুলের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান স্কুলের অভিভাবকরা। স্লোগান তোলেন, 'নো স্কুল, নো ফিজ়'-এর । বিক্ষোভে সামিল এক অভিভাবক বলেন,"আমাদেরদাবি একটাই । আমরা টিউশন ফি দিতে রাজি আছি । এই নিয়ে স্কুল ম্যানেজমেন্টকেআলোচনায় বসতে হবে । না হলে আমরা এই মুহূর্তে টিউশন ফি দেব না । পাশাপাশি, অনেক পরিষেবা যেমন, বাস চার্জ, স্টেশনারি ফি, সেশন ফি, ECA ফি পড়ুয়া এখন পাচ্ছে না । এইসব পরিষেবারজন্য ধার্য চার্জগুলি আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব নয় । যোগা, জুম্বা, ভায়োলিন, ক্যারাটের ক্লাস অনলাইনে হয় না । অথচস্কুল কর্তৃপক্ষ সব কিছুর জন্যই ফি নেবে । স্কুল কর্তৃপক্ষের উদ্দেশ্য অভিভাবকদেরথেকে শুধু টাকা আদায় করা । আমরা টিউশন ফি ছাড়া আর কোনও ফি দিতে পারব না ।"

আর এক অভিভাবিকা বলেন,"টিউশন ফি দিতে রাজি আছি । সেশনফি দিতে চাই না । স্কুল এখন বন্ধ আছে। অনলাইনে ক্লাস হলেও অন্যান্য অনেক পরিষেবাইএখন দিচ্ছে না স্কুল । স্কুল কর্তৃপক্ষ তবু সেইসব খাতের ফি দাবি করছে । বাস বন্ধথাকলেও 50% বাস ফি চাইছে । আমরা শুধুমাত্র টিউশন ফি দিতে রাজিআছি। কিন্তু, স্কুল কর্তৃপক্ষের তরফে কেউ এখনও পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেননি । আমরা অনেকচিঠি পাঠিয়েছি। কিন্তু, আমাদের সঙ্গে এখনও পর্যন্ত কোনও আলোচনায় বসেনি স্কুল কর্তৃপক্ষ।"

কলকাতা, 30 জুন: ফি মুকুবের দাবিতে সরব হলেন শরৎবোস রোডের একটি নামী বেসরকারি স্কুলের অভিভাবকরা । আজ সকাল থেকেই স্কুলের সামনেজমায়েত করে বিক্ষোভ দেখান তাঁরা । দাবি, শুধুমাত্র টিউশন ফি তাঁরা দেবেন ।স্কুল বন্ধ থাকার কারণে যে সমস্ত পরিষেবা পড়ুয়ারা এখন পাচ্ছে না সেইসব পরিষেবাবাবদ ধার্য ফি তাঁরা দিতে পারবেন না ।

আজসকাল 11টা থেকেস্কুলের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান স্কুলের অভিভাবকরা। স্লোগান তোলেন, 'নো স্কুল, নো ফিজ়'-এর । বিক্ষোভে সামিল এক অভিভাবক বলেন,"আমাদেরদাবি একটাই । আমরা টিউশন ফি দিতে রাজি আছি । এই নিয়ে স্কুল ম্যানেজমেন্টকেআলোচনায় বসতে হবে । না হলে আমরা এই মুহূর্তে টিউশন ফি দেব না । পাশাপাশি, অনেক পরিষেবা যেমন, বাস চার্জ, স্টেশনারি ফি, সেশন ফি, ECA ফি পড়ুয়া এখন পাচ্ছে না । এইসব পরিষেবারজন্য ধার্য চার্জগুলি আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব নয় । যোগা, জুম্বা, ভায়োলিন, ক্যারাটের ক্লাস অনলাইনে হয় না । অথচস্কুল কর্তৃপক্ষ সব কিছুর জন্যই ফি নেবে । স্কুল কর্তৃপক্ষের উদ্দেশ্য অভিভাবকদেরথেকে শুধু টাকা আদায় করা । আমরা টিউশন ফি ছাড়া আর কোনও ফি দিতে পারব না ।"

আর এক অভিভাবিকা বলেন,"টিউশন ফি দিতে রাজি আছি । সেশনফি দিতে চাই না । স্কুল এখন বন্ধ আছে। অনলাইনে ক্লাস হলেও অন্যান্য অনেক পরিষেবাইএখন দিচ্ছে না স্কুল । স্কুল কর্তৃপক্ষ তবু সেইসব খাতের ফি দাবি করছে । বাস বন্ধথাকলেও 50% বাস ফি চাইছে । আমরা শুধুমাত্র টিউশন ফি দিতে রাজিআছি। কিন্তু, স্কুল কর্তৃপক্ষের তরফে কেউ এখনও পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেননি । আমরা অনেকচিঠি পাঠিয়েছি। কিন্তু, আমাদের সঙ্গে এখনও পর্যন্ত কোনও আলোচনায় বসেনি স্কুল কর্তৃপক্ষ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.