ETV Bharat / state

SSKM Hospital : মেডিক্যাল টেকনোলজিস্ট ও প্যারামেডিক্যাল পড়ুয়াদের লাগাতার বিক্ষোভ

author img

By

Published : Sep 8, 2021, 10:44 PM IST

হাসপাতালের চিকিৎসকদের মতো তাঁরাও করোনা সংক্রমণের চিকিৎসায় লাগাতার পরিশ্রম করে চলেছেন ৷ তা সত্ত্বেও মেডিক্যাল টেকনোলজিস্ট ও প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরা তাঁদের প্রাপ্য সম্মান, সুবিধে থেকে বঞ্চিত ৷ তাই এবার অবস্থান বিক্ষোভে নামল তাদের সংগঠন ৷ এসএসকেএম চত্বরে আজ 12 তম দিন ৷

এসএসকেএম চত্বরে চলছে অবস্থান বিক্ষোভ
এসএসকেএম চত্বরে চলছে অবস্থান বিক্ষোভ

কলকাতা, 8 সেপ্টেম্বর : বিক্ষোভ সমাবেশ চলছে এসএসকেএম (SSKM) হাসপাতালে ৷ দীর্ঘদিনের একাধিক দাবি-দাওয়া নিয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট (Medical Technologist) ও প্যারামেডিক্যাল (Paramedical students) ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে বসেছেন । আজ সেই সমাবেশের 12তম দিন । অল বেঙ্গল প্যারামেডিক্যাল ছাত্র যুব সংগঠন এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল টেকনোলজিস্ট ফোরাম (West Bengal Medical Technologist Forum) যৌথভাবে এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে ।

বিক্ষোভকারীদের দাবি মেডিক্যাল টেকনোলজিস্ট ও প্যারামেডিক্যাল হওয়া সত্ত্বেও করোনাকালে তাঁরা নিরলসভাবে রোগীদের সেবা করে চলেছেন, কিন্তু তার যথাযোগ্য স্বীকৃতি পাচ্ছেন না তাঁরা । যথাযথ পারিশ্রমিক ছাড়া প্রয়োজনের বেশি কাজ করানো হয় তাঁদের দিয়ে ৷ প্রাপ্য সম্মান, সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তাঁদের ।

দীর্ঘদিন বন্ধ থাকার পর 2018-য় নিয়োগ প্রক্রিয়া চালু হয় ৷ এরপর 2019-এ আরেকটি নিয়োগ প্রক্রিয়া চালু হলেও মাঝপথে তা থেমে যায় । সেই নিয়োগ প্রক্রিয়া আবার চালু করে তা সম্পূর্ণ করার দাবি তুলেছেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা ।

2020 সালে নিয়োগের বিজ্ঞপ্তি
2020 সালে নিয়োগের বিজ্ঞপ্তি

আরও পড়ুন : School Service Commission: স্কুল সার্ভিস কমিশনের উপর কোনও ভরসা নেই, ক্ষোভে মামলা থেকে সরলেন বিচারপতি

এইরকম একাধিক দাবি-দাওয়া নিয়ে তাঁরা ইতিমধ্যে স্বাস্থ্য দফতর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন । তবে এখনও পর্যন্ত কোনও দিক থেকে সাড়া মেলেনি । তাই অগত্যা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ছাত্রছাত্রীরা ।

নিয়োগ স্থগিত রাখার বিজ্ঞপ্তি
নিয়োগ স্থগিত রাখার বিজ্ঞপ্তি

মেডিক্যাল টেকনোলজিস্ট ও প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীদের দাবি

  • প্যারামেডিক্যালের জন্য অবিলম্বে পৃথক কলেজ হস্টেলের ব্যবস্থা চালু করতে হবে ।
  • পরিকাঠামোহীন এবং ভবিষ্যতে কোনও সম্ভাবনা নেই, এমন সব কোর্সগুলি বন্ধ করতে হবে ।
  • সমস্ত কোর্সের উচ্চশিক্ষার বন্দোবস্ত ও হেলথ ইউনিভার্সিটির (Health University) মাধ্যমে ডিপ্লোমাধারীদের জন্য ল্যাটারাল এন্ট্রির (Lateral Entry) ব্যবস্থা চালু করতে হবে ৷
  • ইন্টার্নশিপের ভাতা বাড়িয়ে অন্তত 10 হাজার টাকা করতে হবে ৷
  • প্যারামেডিক্যালের জন্য পৃথক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ তৈরি করতে হবে।
  • পিপিপি মডেল (PPP Model) বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ এবং প্রতিটি স্ট্রিমে প্রত্যেক বছর নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে হবে ।
  • 2019 সালের থমকে যাওয়ার নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে প্রার্থীদের চাকরি দিতে হবে ।
  • মেডিকেল টেকনোলজিস্টদের বেতন কাঠামো সংস্কার ও উচ্চতর পোস্ট তৈরি করতে হবে ।
  • প্যারামেডিক্যাল কাউন্সিলের মাথায় প্যারামেডিক্যালের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বসাতে হবে ৷
  • প্যারামেডিক্যাল টেকনোলজিস্টদের প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা দিতে হবে ।

কলকাতা, 8 সেপ্টেম্বর : বিক্ষোভ সমাবেশ চলছে এসএসকেএম (SSKM) হাসপাতালে ৷ দীর্ঘদিনের একাধিক দাবি-দাওয়া নিয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট (Medical Technologist) ও প্যারামেডিক্যাল (Paramedical students) ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে বসেছেন । আজ সেই সমাবেশের 12তম দিন । অল বেঙ্গল প্যারামেডিক্যাল ছাত্র যুব সংগঠন এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল টেকনোলজিস্ট ফোরাম (West Bengal Medical Technologist Forum) যৌথভাবে এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে ।

বিক্ষোভকারীদের দাবি মেডিক্যাল টেকনোলজিস্ট ও প্যারামেডিক্যাল হওয়া সত্ত্বেও করোনাকালে তাঁরা নিরলসভাবে রোগীদের সেবা করে চলেছেন, কিন্তু তার যথাযোগ্য স্বীকৃতি পাচ্ছেন না তাঁরা । যথাযথ পারিশ্রমিক ছাড়া প্রয়োজনের বেশি কাজ করানো হয় তাঁদের দিয়ে ৷ প্রাপ্য সম্মান, সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তাঁদের ।

দীর্ঘদিন বন্ধ থাকার পর 2018-য় নিয়োগ প্রক্রিয়া চালু হয় ৷ এরপর 2019-এ আরেকটি নিয়োগ প্রক্রিয়া চালু হলেও মাঝপথে তা থেমে যায় । সেই নিয়োগ প্রক্রিয়া আবার চালু করে তা সম্পূর্ণ করার দাবি তুলেছেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা ।

2020 সালে নিয়োগের বিজ্ঞপ্তি
2020 সালে নিয়োগের বিজ্ঞপ্তি

আরও পড়ুন : School Service Commission: স্কুল সার্ভিস কমিশনের উপর কোনও ভরসা নেই, ক্ষোভে মামলা থেকে সরলেন বিচারপতি

এইরকম একাধিক দাবি-দাওয়া নিয়ে তাঁরা ইতিমধ্যে স্বাস্থ্য দফতর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন । তবে এখনও পর্যন্ত কোনও দিক থেকে সাড়া মেলেনি । তাই অগত্যা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ছাত্রছাত্রীরা ।

নিয়োগ স্থগিত রাখার বিজ্ঞপ্তি
নিয়োগ স্থগিত রাখার বিজ্ঞপ্তি

মেডিক্যাল টেকনোলজিস্ট ও প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীদের দাবি

  • প্যারামেডিক্যালের জন্য অবিলম্বে পৃথক কলেজ হস্টেলের ব্যবস্থা চালু করতে হবে ।
  • পরিকাঠামোহীন এবং ভবিষ্যতে কোনও সম্ভাবনা নেই, এমন সব কোর্সগুলি বন্ধ করতে হবে ।
  • সমস্ত কোর্সের উচ্চশিক্ষার বন্দোবস্ত ও হেলথ ইউনিভার্সিটির (Health University) মাধ্যমে ডিপ্লোমাধারীদের জন্য ল্যাটারাল এন্ট্রির (Lateral Entry) ব্যবস্থা চালু করতে হবে ৷
  • ইন্টার্নশিপের ভাতা বাড়িয়ে অন্তত 10 হাজার টাকা করতে হবে ৷
  • প্যারামেডিক্যালের জন্য পৃথক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ তৈরি করতে হবে।
  • পিপিপি মডেল (PPP Model) বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ এবং প্রতিটি স্ট্রিমে প্রত্যেক বছর নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে হবে ।
  • 2019 সালের থমকে যাওয়ার নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে প্রার্থীদের চাকরি দিতে হবে ।
  • মেডিকেল টেকনোলজিস্টদের বেতন কাঠামো সংস্কার ও উচ্চতর পোস্ট তৈরি করতে হবে ।
  • প্যারামেডিক্যাল কাউন্সিলের মাথায় প্যারামেডিক্যালের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বসাতে হবে ৷
  • প্যারামেডিক্যাল টেকনোলজিস্টদের প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা দিতে হবে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.