ETV Bharat / state

কনকনে ঠান্ডা উপেক্ষা করে অবস্থানে পার্শ্বশিক্ষক ও গ্র্যাজুয়েট শিক্ষকরা

author img

By

Published : Dec 20, 2020, 4:27 PM IST

আজ সল্টলেকে শিক্ষকদের অবস্থান তৃতীয় দিনে পড়ল । পার্শ্বশিক্ষক হোক বা গ্র্যাজুয়েট শিক্ষক, দু'পক্ষেরই স্পষ্ট বক্তব্য-বেতন কাঠামো নিয়ে তাঁদের দাবি না মেটা পর্যন্ত অবস্থান চলবে ।

অবস্থান বিক্ষোভে পার্শ্বশিক্ষক ও গ্রাজুয়েট শিক্ষকরা
অবস্থান বিক্ষোভে পার্শ্বশিক্ষক ও গ্রাজুয়েট শিক্ষকরা

কলকাতা, 20 ডিসেম্বর: কনকনে ঠান্ডা উপেক্ষা করেই সল্টলেকের রাস্তায় অবস্থান-বিক্ষোভ করছেন রাজ্যের পার্শ্বশিক্ষক ও গ্র্যাজুয়েট শিক্ষকরা । হাইকোর্টের অনুমতি নিয়ে 18 ডিসেম্বর থেকে সল্টলেকে অবস্থান-বিক্ষোভ করছেন তাঁরা ৷ আজ এই অবস্থান তৃতীয় দিনে পড়ল । পার্শ্বশিক্ষক হোক বা গ্র্যাজুয়েট শিক্ষক, দু'পক্ষেরই স্পষ্ট বক্তব্য-বেতন কাঠামো নিয়ে তাঁদের দাবি না মেটা পর্যন্ত অবস্থান চলবে ।

গত বছরও একাধিক ইশুতে একের পর এক আন্দোলন করেছিলেন শিক্ষকরা ৷ বর্তমানে সেন্ট্রাল পার্কের 3 থেকে 5 নম্বর গেটের সামনে পাশাপাশি চলা পার্শ্বশিক্ষক ও গ্র্যাজুয়েট শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ গত বছরের সেই স্মৃতিই ফিরিয়ে দিচ্ছে । হাইকোর্টের তরফে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চকে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে । নিজেদের দাবি নিয়ে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "আমাদের একটাই দাবি- ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো প্রদান করা । যতক্ষণ পর্যন্ত এই দাবি না মিটছে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি আমরা তুলব না । আমরা এখনও পর্যন্ত সরকারের তরফে আলোচনায় বসার কোনও আভাস পাইনি । তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুয়ায়ী সবার দুয়ারে দুয়ারে সরকার যাচ্ছে । আমরা সরকারের কষ্ট হবে ভেবে সরকারের দুয়ারে রয়েছি এবং গত শুক্রবার আমরা বিকাশ ভবনে গেছিলাম । কিন্তু, আমরা কারও সঙ্গে দেখা করতে পারিনি । শিক্ষামন্ত্রী ছিলেন না এবং অন্য আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারিনি । আগামীদিনেও আমাদের চেষ্টা থাকবে । আশা করি, সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করবেন ।"

অবস্থান বিক্ষোভে পার্শ্বশিক্ষক ও গ্র্যাজুয়েট শিক্ষকরা

আরও পড়ুন:- শুভেন্দুর গেরুয়া-যাত্রা ঘাসফুল মুড়তে পারবে না, বলছেন সুব্রত

এদিকে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের (বিজিটিএ) তরফেও বেতন কাঠামো সংক্রান্ত দাবি তোলা হয়েছে । বিজিটিএ-র রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন, "আমরা মূলত রাজ্যের সরকার পোষিত বিদ্যালয়গুলিতে কর্মরত গ্র্যাজুয়েট ক্যাটাগরির শিক্ষক শিক্ষিকারা হাইকোর্ট থেকে ধরনা মঞ্চ করার অনুমতি নিয়ে এখানে বসেছি । আমাদের বক্তব্য, পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট শিক্ষকদের যে প্রাপ্য বেতন কাঠামো সেটা দেওয়া হয় না । সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও সুরাহা না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হই । হাইকোর্ট 2019-এর 22 জুলাই আমাদের প্রাপ্য বেতন কাঠামো দেওয়ার রায় দেয় । কিন্তু এই সরকার দিচ্ছি দিচ্ছি করে কখনও পে-কমিশনের নামে বারবার আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে ঘোরাচ্ছে । আমরা আজ তিনদিন হল রাস্তায় বসে রয়েছি । আমরা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালিয়ে যাব । যতদিন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় মেনে অর্থ দপ্তর আমাদের টিজিটি স্কেল প্রদান না করছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়ছি না ।"

কলকাতা, 20 ডিসেম্বর: কনকনে ঠান্ডা উপেক্ষা করেই সল্টলেকের রাস্তায় অবস্থান-বিক্ষোভ করছেন রাজ্যের পার্শ্বশিক্ষক ও গ্র্যাজুয়েট শিক্ষকরা । হাইকোর্টের অনুমতি নিয়ে 18 ডিসেম্বর থেকে সল্টলেকে অবস্থান-বিক্ষোভ করছেন তাঁরা ৷ আজ এই অবস্থান তৃতীয় দিনে পড়ল । পার্শ্বশিক্ষক হোক বা গ্র্যাজুয়েট শিক্ষক, দু'পক্ষেরই স্পষ্ট বক্তব্য-বেতন কাঠামো নিয়ে তাঁদের দাবি না মেটা পর্যন্ত অবস্থান চলবে ।

গত বছরও একাধিক ইশুতে একের পর এক আন্দোলন করেছিলেন শিক্ষকরা ৷ বর্তমানে সেন্ট্রাল পার্কের 3 থেকে 5 নম্বর গেটের সামনে পাশাপাশি চলা পার্শ্বশিক্ষক ও গ্র্যাজুয়েট শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ গত বছরের সেই স্মৃতিই ফিরিয়ে দিচ্ছে । হাইকোর্টের তরফে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চকে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে । নিজেদের দাবি নিয়ে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "আমাদের একটাই দাবি- ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো প্রদান করা । যতক্ষণ পর্যন্ত এই দাবি না মিটছে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি আমরা তুলব না । আমরা এখনও পর্যন্ত সরকারের তরফে আলোচনায় বসার কোনও আভাস পাইনি । তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুয়ায়ী সবার দুয়ারে দুয়ারে সরকার যাচ্ছে । আমরা সরকারের কষ্ট হবে ভেবে সরকারের দুয়ারে রয়েছি এবং গত শুক্রবার আমরা বিকাশ ভবনে গেছিলাম । কিন্তু, আমরা কারও সঙ্গে দেখা করতে পারিনি । শিক্ষামন্ত্রী ছিলেন না এবং অন্য আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারিনি । আগামীদিনেও আমাদের চেষ্টা থাকবে । আশা করি, সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করবেন ।"

অবস্থান বিক্ষোভে পার্শ্বশিক্ষক ও গ্র্যাজুয়েট শিক্ষকরা

আরও পড়ুন:- শুভেন্দুর গেরুয়া-যাত্রা ঘাসফুল মুড়তে পারবে না, বলছেন সুব্রত

এদিকে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের (বিজিটিএ) তরফেও বেতন কাঠামো সংক্রান্ত দাবি তোলা হয়েছে । বিজিটিএ-র রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন, "আমরা মূলত রাজ্যের সরকার পোষিত বিদ্যালয়গুলিতে কর্মরত গ্র্যাজুয়েট ক্যাটাগরির শিক্ষক শিক্ষিকারা হাইকোর্ট থেকে ধরনা মঞ্চ করার অনুমতি নিয়ে এখানে বসেছি । আমাদের বক্তব্য, পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট শিক্ষকদের যে প্রাপ্য বেতন কাঠামো সেটা দেওয়া হয় না । সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও সুরাহা না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হই । হাইকোর্ট 2019-এর 22 জুলাই আমাদের প্রাপ্য বেতন কাঠামো দেওয়ার রায় দেয় । কিন্তু এই সরকার দিচ্ছি দিচ্ছি করে কখনও পে-কমিশনের নামে বারবার আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে ঘোরাচ্ছে । আমরা আজ তিনদিন হল রাস্তায় বসে রয়েছি । আমরা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালিয়ে যাব । যতদিন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় মেনে অর্থ দপ্তর আমাদের টিজিটি স্কেল প্রদান না করছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়ছি না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.