কলকাতা, 15 জুন: বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের শেষদিন ৷ শেষের দিনও রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে ৷ মঙ্গল ও বুধবারের পর এ দিনও অশান্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ রণক্ষেত্র ভাঙড়ে মনোনয়নের শেষদিনে হিংসার বলি 3 ৷ অন্যদিকে উত্তর দিনাজপুরে গুলি চলার অভিযোগ উঠেছে ৷ ওই জেলার চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷
পঞ্চায়েত নিয়ে হাইকোর্টের নির্দেশ: পঞ্চায়েত নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয় ৷ আদালত জানিয়েছে, 48 ঘণ্টার মধ্যেই এই নির্দেশ কার্যকর করতে হবে ৷ এদিন শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় হাইকোর্টকে ৷
চোপড়ায় গুলিতে খুন সিপিএম ও কংগ্রেসের কর্মী: মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে এক সিপিএম কর্মী ও এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে ৷ মৃত ব্যক্তির নাম মনসুর আলি ৷ জখম হয়ে হাসপাতালে আরও বেশ কয়েকজন ৷ বৃহস্পতিবার মিছিল করে চোপড়া বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বাম ও কংগ্রেসের প্রার্থীরা । সেই মিছিলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ৷ এ দিন বিডিও অফিস থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে গুলি চলে ।
চোপড়ার ঘটনা নিয়ে মমতার প্রতিক্রিয়া: মনোনয়ন ঘিরে অশান্তি নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘ইসলামপুর ও চোপড়ায় যে সমস্যা হয়েছে, তার সঙ্গে দল (তৃণমূল কংগ্রেস) কোনোভাবে যুক্ত নয়৷ যারা করেছে তাদের আমরা টিকিট দিইনি ৷ মনে রাখবেন তারা গতকাল পর্যন্ত আমাদের কাছে টিকিট চেয়েছে ৷ কিন্তু তাদের কার্যকলাপে, তাদের বিরুদ্ধে রিপোর্ট আছে বলে, আমরা সন্তুষ্ট নয় বলে, পার্টি যাকে তাকে টিকিট দেবে, তা নয়, এবার কিন্তু তা হয়নি ৷ যারা মানুষের কাজ ভালো করেনি ৷ একটা দুটো হতে পারে ৷ সেটা নয় ৷ 99 শতাংশ ক্ষেত্রে আমরা ক্রেডিবিলিটি দেখে নমিনেশন দিয়েছি ৷ ইসলামপুর-চোপড়ার ঘটনাটা নিজেদের মধ্যে...এর মধ্যে দল কোনওভাবে যুক্ত নয় ৷ আমি পুলিশকে বলে দিয়েছি কড়া ব্য়বস্থা নেওয়ার জন্য ৷’’
আরও পড়ুন: মনোনয়নের শেষ দিনেও ঝরল রক্ত, চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত বাম ও কংগ্রেস কর্মী
ভাঙড়ে গুলিতে নিহত আইএসএফ কর্মী: মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড়-2 বিডিও অফিস চত্বর । মুড়ি মুরকির মতো বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ । কার্যত বারুদের গন্ধে ভরে যায় গোটা এলাকা । অশান্তির জেরে গুলিবিদ্ধ হয়ে নিহত আইএসএফ কর্মী মইনুদ্দিন মোল্লা । অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ও বোমা ছোড়া হয়েছে ৷ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন ।
যদিও বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় । সকাল থেকেই পরপর বোমাবাজির অভিযোগ উঠেছে । লাঠি-পতাকা নিয়ে বিডিও অফিসের বাইরে জমায়েতের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । পুলিশ মোতায়েন রয়েছে ৷ তার পরও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে অভিযোগ ৷ উত্তপ্ত ভাঙড়ে সিপিএম প্রার্থীর মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে । বিজয়গঞ্জ বাজারের কাছে বাম প্রার্থীদের আটকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । পরে পুলিশি মধ্যস্থতায় বিডিও অফিসে মনোনয়ন জমা দেন বাম প্রার্থী । মামনি মণ্ডল নামে ওই বাম প্রার্থী বলেন, "তৃণমূলের লোকজন আটকাচ্ছিল । পুলিশ না থাকলে মনোনয়ন জমা দিতে পারতাম না । তবে এখানে আসার পথে হুমকি দিচ্ছে ।"
ভাঙড়ের ঘটনা নিয়ে মমতার প্রতিক্রিয়া: ভাঙড়ের মনোনয়ন নিয়ে হিংসার দায় ঝেড়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ তিনি এই ঘটনায় আইএসএফকে কাঠগড়ায় তুলেছেন ৷ নাম না করে নওশাদ সিদ্দিকীর দিকেই ইঙ্গিত করেছেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভাঙড়ের ঘটনায় যারা বিরোধীতে আছে এ বার জিতেছে, তারাই প্রথম যা করার করেছে । সেই প্রথম গাড়ি ভাঙচুর করেছে । "ও (নওশাদ) প্ররোচিত করে, মানুষকে বিপথে পরিচালিত করে ভাঙচুর করেছে । ফলে গতকাল একটা রিটালিয়েট হয়েছে । ফলে কাল আমাদের পক্ষ থেকে একটা প্রতিবাদ হয়েছে ।" আজ ভাঙড়ের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আজকের ঘটনা সম্পর্কে আমি জানি না । আমি রাস্তায় রয়েছি । তবে প্রশাসনকে বলেছি কঠোর ব্যবস্থা নিতে ।"
মনোনয়ন নিয়ে লকেটের অভিযোগ: বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘মনোনয়নপত্র কেড়ে নেওয়া হচ্ছে । আমি 20-25 জনকে দাঁড়িয়ে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি । আসল নথি নিয়ে নেওয়া হচ্ছে ।’’
আরও পড়ুন: চোপড়ায় বোমা-গুলির তাণ্ডবে ধুন্ধুমার, কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনে যাচ্ছে বিরোধীরা
বোলপুরে বোমাবাজি: তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ ও বোমাবাজিতে উত্তপ্ত হল বীরভূমের শান্তিনিকেতন থানার লোহাগড় গ্রাম ৷ বোমার আঘাতে গুরুত্ব জখম দুই তৃণমূল কর্মী ৷ তাদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গ্রাম ৷ অভিযোগ, স্থানীয় কংগ্রেস নেতা কাজি নূরুল হুদার লোকজন তৃণমূলের দুজন কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ পায়ে ও পেটে বোমার স্প্রিন্টার গেলে গুরুত্ব জখম হন জুলফিকার শেখ ও শেখ আনসার । এরা দুই ভাই দলের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত ৷
হাড়োয়ায় মনোনয়নে বাধা: হাইকোর্টের নির্দেশের পরও মিনাখাঁ বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে পারলেন না বিজেপির 12 জন প্রার্থী । পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও বিডিও অফিস চত্বরেই চলল তৃণমূল দুষ্কৃতীদের তাণ্ডব । আক্রান্ত হলেন বিজেপির কয়েকজন প্রার্থীও । শেষে প্রাণে বাঁচতে হাড়োয়া থানায় গিয়ে আশ্রয় নিতে হয় বিজেপি নেতা-কর্মীদের । গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছেন তাঁরা ।