ETV Bharat / state

পঞ্চসায়রে গণধর্ষণে ধৃত নাবালককে প্রাপ্তবয়স্ক বিবেচনার আবেদন পুলিশের - পঞ্চসায়র গণধর্ষণ নতুন খবর

পঞ্চসায়রে গণধর্ষণ মামলায় কিছুদিন আগেই এক নাবালককে গ্রেপ্তার করা হয় । এবার তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করার জন্য আবেদন জানাল তদন্তকারীরা ।

ছবি়টি প্রতীকী
author img

By

Published : Nov 21, 2019, 10:35 PM IST

কলকাতা, 21 নভেম্বর : পঞ্চসায়রে গণধর্ষণ মামলার জট কাটেনি এখনও । তারই মধ্যে ওই ঘটনায় ধৃত নাবালককে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করার জন্য জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে আবেদন জানাল তদন্তকারীরা । কলকাতা পুলিশের ইতিহাসে সম্ভবত প্রথম এমন ঘটতে চলেছে । সূত্রের খবর, বোর্ড সেই আবেদন মঞ্জুর করে পুলিশকে একটি রিপোর্ট জমা দিতে বলেছে । সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড ।

পঞ্চসায়র গণধর্ষণ মামলার তদন্তে নেমে রীতিমত বেগ পেতে হয়েছে পুলিশকে । একদিকে তরুণীর অসংলগ্ন কথাবার্তা, অন্যদিকে মূল অভিযুক্ত ট্যাক্সিচালক উত্তম রামের পুলিশকে প্রতিমুহূর্তে বিভ্রান্ত করার চেষ্টা মামলাটিকে আরও জটিল করে তুলেছে । কিছুদিন আগেই এই মামলায় আটক করা হয়েছে এক নাবালককে । জেরায় উত্তম স্বীকার করেছে নাবালকের উপস্থিতির কথা । আর আজ ওই নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয় । অপরাধের গতিপ্রকৃতি দেখে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সিদ্ধান্ত নেয়, অপরাধীকে প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করার যে আইনি সংস্থান রয়েছে তা প্রয়োগ করা হবে । জুভেনাইল জাস্টিস বোর্ড কলকাতা পুলিশের আবেদন গ্রহণ করে নাবালকের "সোসিও ইকনমিক রিপোর্ট" জমা দিতে বলেছে । রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

এ প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক সিনিয়র অফিসার বলেছেন, “ ওই নাবালককে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করার আবেদন যদি জুভেনাইল জাস্টিস বোর্ড গ্রহণ করে, তবে তা দৃষ্টান্ত হয়ে থাকবে ।"

কলকাতা, 21 নভেম্বর : পঞ্চসায়রে গণধর্ষণ মামলার জট কাটেনি এখনও । তারই মধ্যে ওই ঘটনায় ধৃত নাবালককে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করার জন্য জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে আবেদন জানাল তদন্তকারীরা । কলকাতা পুলিশের ইতিহাসে সম্ভবত প্রথম এমন ঘটতে চলেছে । সূত্রের খবর, বোর্ড সেই আবেদন মঞ্জুর করে পুলিশকে একটি রিপোর্ট জমা দিতে বলেছে । সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড ।

পঞ্চসায়র গণধর্ষণ মামলার তদন্তে নেমে রীতিমত বেগ পেতে হয়েছে পুলিশকে । একদিকে তরুণীর অসংলগ্ন কথাবার্তা, অন্যদিকে মূল অভিযুক্ত ট্যাক্সিচালক উত্তম রামের পুলিশকে প্রতিমুহূর্তে বিভ্রান্ত করার চেষ্টা মামলাটিকে আরও জটিল করে তুলেছে । কিছুদিন আগেই এই মামলায় আটক করা হয়েছে এক নাবালককে । জেরায় উত্তম স্বীকার করেছে নাবালকের উপস্থিতির কথা । আর আজ ওই নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয় । অপরাধের গতিপ্রকৃতি দেখে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সিদ্ধান্ত নেয়, অপরাধীকে প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করার যে আইনি সংস্থান রয়েছে তা প্রয়োগ করা হবে । জুভেনাইল জাস্টিস বোর্ড কলকাতা পুলিশের আবেদন গ্রহণ করে নাবালকের "সোসিও ইকনমিক রিপোর্ট" জমা দিতে বলেছে । রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

এ প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক সিনিয়র অফিসার বলেছেন, “ ওই নাবালককে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করার আবেদন যদি জুভেনাইল জাস্টিস বোর্ড গ্রহণ করে, তবে তা দৃষ্টান্ত হয়ে থাকবে ।"

Intro:কলকাতা, 21 নভেম্বর: বেনোজির ঘটনা! কলকাতা পুলিশের ইতিহাসে সম্ভবত প্রথম বার অভিযুক্ত কোনো নাবালককে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করার জন্য আবেদন জানাল তদন্তকারীরা। পঞ্চসায়র গণধর্ষণ মামলায় জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে এমনই আবেদন করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, বোর্ড সেই আবেদন মঞ্জুর করে পুলিশকে একটি রিপোর্ট জমা দিতে বলেছে। সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।
Body:কলকাতা পুলিশের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কিনা সন্দেহ। বিশেষভাবে সক্ষম তরুণীর গণধর্ষণ এবং তার তদন্তে নেমে পুলিশকে রীতিমত বেগ পেতে হয়েছে। একদিকে তরুনীর অসংলগ্ন কথাবার্তা, অন্যদিকে মূল অভিযুক্ত উত্তম রামের প্রতিমুহূর্তে বিভ্রান্ত করার চেষ্টা। সব মিলিয়ে এই গণধর্ষণ মামলার তদন্তে প্রতিদিন পাল্টেছে রং। তদন্তকারীদের একটি সূত্র জানাচ্ছে, এখনো পর্যন্ত উত্তম ধর্ষণে যুক্ত থাকার কথা স্বীকার করেনি। বরং সে পুলিশকে জানিয়েছে, ধর্ষণ করেছে ওই নাবালক। এদিকে পুলিশি জেরায় জানিয়েছে, প্রথমে ধর্ষণ করে সে। তারপর ধর্ষণ করে উত্তম।

কিভাবে খোঁজ পাওয়া গেল ওই নাবালকের?

প্রায় 100 সিসিটিভির ফুটেজ। তার কোথাও দেখা যায়নি দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি। যার ফলে গণতন্ত্র নেই বিষয়টি নিয়ে উঠেছিল প্রশ্ন চিহ্ন। অথচ তদন্তকারীরা জানতে পেরেছেন সন্ধ্যে আটটা থেকেই উত্তমের গাড়িতে ছিল ওই নাবালক। বিকেল চারটের সময় নয়াবাদ এলাকায় এক ব্যক্তির সঙ্গে মদ্যপান করে সে। ওই ব্যক্তি পুলিশকে প্রথম জানায় উত্তমের সঙ্গে মদ্যপান করেছিল এক নাবালক। পরে উত্তমকে বারবার জেরা করায়, সে মুখ ফসকে বলে ফেলে, গাড়ির সামনের সেটা কোনভাবেই শোয়ানো যাচ্ছিল না। তখন ওই “বাচ্চা"টা সেটিকে পেছন থেকে টান মেরে শুইয়ে দেয়। হাতে অস্ত্র পেয়ে যায় কলকাতা পুলিশ। তখনই চেপে ধরা হয় উত্তমকে। আর তাতেই উঠে আসে নাবালকের উপস্থিতির কথা।Conclusion:আজ ওই নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয়। অপরাধের গতিপ্রকৃতি দেখে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সিদ্ধান্ত নেয়, অপরাধীকে প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করার যে আইনি সংস্থান রয়েছে তা প্রয়োগ করা হবে। সবটা দেখেশুনে জুভেনাইল জাস্টিস বোর্ড কলকাতা পুলিশের আবেদন গ্রহণ করে নাবালকের "সোসিও ইকনমিক রিপোর্ট" জমা দিতে বলেছে। সেই রিপোর্ট 5 নভেম্বরের মধ্যে জমা দেবে কলকাতা পুলিশ। তারপর এই সিদ্ধান্ত হবে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে কিনা। এদিকে আগামীকাল নির্যাতিতার আবার গোপন জবানবন্দি নেওয়ার কথা আলিপুর আদালতে। এর আগে আদালতে তাকে বলা হয়েছিল বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে ওই তরুনীর গোপন জবানবন্দি করতে হবে। আগামীকাল বিশেষজ্ঞকে সঙ্গে নিয়েই যাবে কলকাতা পুলিশের তদন্তকারী দল। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক সিনিয়ার অফিসার বলছেন, “ ওই নাবালককে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করার আবেদন যদি জুভেনাইল জাস্টিস বোর্ড গ্রহণ করে, তবে তার দৃষ্টান্ত হয়ে থাকবে।"






ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.