কলকাতা, 21 নভেম্বর : পঞ্চসায়রে গণধর্ষণ মামলার জট কাটেনি এখনও । তারই মধ্যে ওই ঘটনায় ধৃত নাবালককে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করার জন্য জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে আবেদন জানাল তদন্তকারীরা । কলকাতা পুলিশের ইতিহাসে সম্ভবত প্রথম এমন ঘটতে চলেছে । সূত্রের খবর, বোর্ড সেই আবেদন মঞ্জুর করে পুলিশকে একটি রিপোর্ট জমা দিতে বলেছে । সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড ।
পঞ্চসায়র গণধর্ষণ মামলার তদন্তে নেমে রীতিমত বেগ পেতে হয়েছে পুলিশকে । একদিকে তরুণীর অসংলগ্ন কথাবার্তা, অন্যদিকে মূল অভিযুক্ত ট্যাক্সিচালক উত্তম রামের পুলিশকে প্রতিমুহূর্তে বিভ্রান্ত করার চেষ্টা মামলাটিকে আরও জটিল করে তুলেছে । কিছুদিন আগেই এই মামলায় আটক করা হয়েছে এক নাবালককে । জেরায় উত্তম স্বীকার করেছে নাবালকের উপস্থিতির কথা । আর আজ ওই নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয় । অপরাধের গতিপ্রকৃতি দেখে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সিদ্ধান্ত নেয়, অপরাধীকে প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করার যে আইনি সংস্থান রয়েছে তা প্রয়োগ করা হবে । জুভেনাইল জাস্টিস বোর্ড কলকাতা পুলিশের আবেদন গ্রহণ করে নাবালকের "সোসিও ইকনমিক রিপোর্ট" জমা দিতে বলেছে । রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।
এ প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক সিনিয়র অফিসার বলেছেন, “ ওই নাবালককে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করার আবেদন যদি জুভেনাইল জাস্টিস বোর্ড গ্রহণ করে, তবে তা দৃষ্টান্ত হয়ে থাকবে ।"