ETV Bharat / state

লকডাউন রাজ্য : কোরোনা যোদ্ধাদের সম্মানে পয়লা জুলাই ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর - লকডাউন রাজ্য

লকডাউন রাজ্য
লকডাউন রাজ্য
author img

By

Published : Jun 30, 2020, 6:36 AM IST

06:08 June 30

কলকাতা, 30 জুন : লকডাউনের আজ 98 তম দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • গত 24 ঘণ্টায় রাজ্যে 624 জনের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ এনিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 17 হাজার 907 ৷
  • 1 জুলাই ডক্টরস' ডে ৷ তাই কোরোনা যোদ্ধাদের সম্মান জানাতে ওইদিন সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
  • কোরোনা সংক্রমণের জেরে শহরের গির্জাগুলিতে ভিড় এড়িয়ে চলছে উপাসনা । অনেক জায়গায় শুরু হয়েছে অনলাইনে প্রার্থনা ।
  • কেন্দ্র অনুমতি দিলেই কলকাতায় চলবে সীমিত সংখ্যক মেট্রো ৷
  • পরিষেবা বন্ধের হুঁশিয়ারি অ্যাপ ক্যাব সংগঠনগুলির ৷
  • পর্যটন শিল্পে ভর্তুকির ব্যবস্থা করা হোক, দাবি পর্যটন ব্যবসায়ীদের ৷
  • তিন মাস বন্ধ থাকার পর খুলল বাঁকুড়ার শুনুকপাহাড়ির গবাদি পশুর হাট ।

06:08 June 30

কলকাতা, 30 জুন : লকডাউনের আজ 98 তম দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • গত 24 ঘণ্টায় রাজ্যে 624 জনের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ এনিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 17 হাজার 907 ৷
  • 1 জুলাই ডক্টরস' ডে ৷ তাই কোরোনা যোদ্ধাদের সম্মান জানাতে ওইদিন সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
  • কোরোনা সংক্রমণের জেরে শহরের গির্জাগুলিতে ভিড় এড়িয়ে চলছে উপাসনা । অনেক জায়গায় শুরু হয়েছে অনলাইনে প্রার্থনা ।
  • কেন্দ্র অনুমতি দিলেই কলকাতায় চলবে সীমিত সংখ্যক মেট্রো ৷
  • পরিষেবা বন্ধের হুঁশিয়ারি অ্যাপ ক্যাব সংগঠনগুলির ৷
  • পর্যটন শিল্পে ভর্তুকির ব্যবস্থা করা হোক, দাবি পর্যটন ব্যবসায়ীদের ৷
  • তিন মাস বন্ধ থাকার পর খুলল বাঁকুড়ার শুনুকপাহাড়ির গবাদি পশুর হাট ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.