ETV Bharat / state

আনলক লাইভ : আজ সম্পূর্ণ লকডাউন রাজ্যে - Unlock 3

Lockdown
আনলক
author img

By

Published : Aug 5, 2020, 6:40 AM IST

06:06 August 05

সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনার সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাত দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ আজ তার প্রথম দিন । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • আজ রাজ্যে অগাস্ট মাসের লকডাউনের প্রথম দিন ।
  • কোরোনায় আক্রান্ত এক তরুণ চিকিৎসকের মৃত্যু হল কলকাতায় ।
  • রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ ও মৃত্যু । গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত 2 হাজার 752 জন ৷ মৃত্যু হয়েছে 54 জনের ৷
  • কোরোনায় আক্রান্ত শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি ।

06:06 August 05

সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনার সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাত দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ আজ তার প্রথম দিন । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • আজ রাজ্যে অগাস্ট মাসের লকডাউনের প্রথম দিন ।
  • কোরোনায় আক্রান্ত এক তরুণ চিকিৎসকের মৃত্যু হল কলকাতায় ।
  • রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ ও মৃত্যু । গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত 2 হাজার 752 জন ৷ মৃত্যু হয়েছে 54 জনের ৷
  • কোরোনায় আক্রান্ত শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.