কলকাতা, 22 জুন : লকডাউনের আজ 90 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?
- কলকাতা মেডিকেলে এবার কোরোনায় আক্রান্ত দুই আধিকারিক । দু'জনই এই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট
- রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা 14 হাজারের দোরগোড়ায় । এখনও পর্যন্ত রাজ্যে কোরোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে 555 জনের
- পূর্ব মেদিনীপুরে কোরোনা আক্রান্ত আরও ন'জন । এই নিয়ে এই জেলায় এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছে মোট 253 জন
- শিলিগুড়িতে পৌর প্রশাসক বোর্ডের সদস্যসহ কোরোনায় আক্রান্ত 32
- পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে ছাড়া পেল 21 জন
- নদিয়ায় কোরোনায় আক্রান্ত আরও 4