ETV Bharat / state

লকডাউন আপডেট : হাওড়ায় একদিনে কোরোনা আক্রান্ত 11 পুলিশকর্মী - unlock one

গ্রাফিক্স
গ্রাফিক্স
author img

By

Published : Jun 18, 2020, 6:53 AM IST

06:14 June 18

কলকাতা, 18 জুন : লকডাউনের আজ 86 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • লকডাউনের নিয়ম শিথিল হওয়ার পর পুরুলিয়ায় পরিবহন বিভাগের দপ্তর খুলতেই ভিড় ৷ কেউই মানল না সামাজিক দূরত্ব
  • হাওড়ায় একদিনে কোরোনা আক্রান্ত হলেন 11 জন পুলিশকর্মী ৷ তাঁদের ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালে ভরতি করা হয়েছে
  • রাজ্যে মোট কোরোনা আক্রান্ত 12 হাজার 300 জন ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 11 জনের
  • নতুন করে আলিপুরদুয়ারে কোরোনা সংক্রমিত 28 জন । এনিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 106
  • তারকেশ্বর,হরিপাল,কামারকুন্ডু থেকে ধর্মতলা পর্যন্ত চালু হল ছয় জোড়া সরকারি বাস
  • কোরোনায় আক্রান্ত নবান্নের এক হাউজ়কিপিং কর্মী

06:14 June 18

কলকাতা, 18 জুন : লকডাউনের আজ 86 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • লকডাউনের নিয়ম শিথিল হওয়ার পর পুরুলিয়ায় পরিবহন বিভাগের দপ্তর খুলতেই ভিড় ৷ কেউই মানল না সামাজিক দূরত্ব
  • হাওড়ায় একদিনে কোরোনা আক্রান্ত হলেন 11 জন পুলিশকর্মী ৷ তাঁদের ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালে ভরতি করা হয়েছে
  • রাজ্যে মোট কোরোনা আক্রান্ত 12 হাজার 300 জন ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 11 জনের
  • নতুন করে আলিপুরদুয়ারে কোরোনা সংক্রমিত 28 জন । এনিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 106
  • তারকেশ্বর,হরিপাল,কামারকুন্ডু থেকে ধর্মতলা পর্যন্ত চালু হল ছয় জোড়া সরকারি বাস
  • কোরোনায় আক্রান্ত নবান্নের এক হাউজ়কিপিং কর্মী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.