ETV Bharat / state

লকডাউন আপডেট : একদিনে কলকাতা পুলিশে কোরোনা সংক্রমিত 37 - রাজ্যে কোরোনা পরিস্থিতি

Graphics
গ্রাফিক্স
author img

By

Published : Jun 4, 2020, 7:01 AM IST

06:09 June 04

কলকাতা, 31 মে : লকডাউনের আজ 71 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • ভিড় এড়াতে সকলকে সাইকেল চালানোর পরামর্শ চিকিৎসকের
  • এবার 29 টি রুটে চালু হতে চলেছে লঞ্চ৷ আগামী 6 জুন থেকে এই পরিষেবা মিলবে৷ ফেরি পরিষেবা চালু হলেও যাত্রী মেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়
  • দিনেরবেলা ছাড় থাকলেও রাতের কলকাতায় অপ্রয়োজনে ঘুরলেই কলকাতা পুলিশের কড়া শাস্তির মুখে পড়তে হবে । দিনের বেলাতেও মাস্ক পরা বাধ্যতামূলক
  • একদিনে কলকাতা পুলিশে কোরোনা সংক্রমিত 37 জন । তাঁদের বেশিরভাগই পুলিশ ট্রেনিং স্কুলে কর্মরত
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া হরিশ মুখার্জি স্ট্রিটে সংক্রমিত হয়েছেন 14 জন
  • কোরোনা আতঙ্ক নবান্নে৷ সেখানকার দুই চালক কোরোনায় আক্রান্ত ৷ নবান্ন চত্বরে শুরু হবে স্যানিটাইজ়েশনের কাজ

06:09 June 04

কলকাতা, 31 মে : লকডাউনের আজ 71 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • ভিড় এড়াতে সকলকে সাইকেল চালানোর পরামর্শ চিকিৎসকের
  • এবার 29 টি রুটে চালু হতে চলেছে লঞ্চ৷ আগামী 6 জুন থেকে এই পরিষেবা মিলবে৷ ফেরি পরিষেবা চালু হলেও যাত্রী মেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়
  • দিনেরবেলা ছাড় থাকলেও রাতের কলকাতায় অপ্রয়োজনে ঘুরলেই কলকাতা পুলিশের কড়া শাস্তির মুখে পড়তে হবে । দিনের বেলাতেও মাস্ক পরা বাধ্যতামূলক
  • একদিনে কলকাতা পুলিশে কোরোনা সংক্রমিত 37 জন । তাঁদের বেশিরভাগই পুলিশ ট্রেনিং স্কুলে কর্মরত
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া হরিশ মুখার্জি স্ট্রিটে সংক্রমিত হয়েছেন 14 জন
  • কোরোনা আতঙ্ক নবান্নে৷ সেখানকার দুই চালক কোরোনায় আক্রান্ত ৷ নবান্ন চত্বরে শুরু হবে স্যানিটাইজ়েশনের কাজ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.