ETV Bharat / state

Saraswati puja at BJP office : সরস্বতী পুজোয় 'বিদ্রোহী নেতা'দের বিশেষ আমন্ত্রণ, তবু এলেন না কেউ

আমন্ত্রণ সত্ত্বেও মুরলিধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরের সরস্বতী পুজোয় দেখা গেল না বিজেপির বিক্ষুব্ধ নেতাদের (Saraswati puja at BJP office ) ৷

author img

By

Published : Feb 5, 2022, 8:16 PM IST

bjp
bjp

কলকাতা, 5 ফেব্রুয়ারি : দলের ঐক্যে চিড় ধরেছে অনেক আগেই ৷ দলের বিরুদ্ধে মুখ খোলায় বরখাস্ত হয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারি ৷ এছাড়া অনেকেই বিজেপির হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ৷ এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সদর দফতরে সরস্বতী পুজোর আয়োজন করা হয় ৷ তাতে আমন্ত্রণ জানানো হয় দলের 'বিদ্রোহী' নেতাদের ৷ বাগদেবীর আরাধনার মাধ্যমে সব বিবাদ মিটিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ কিন্তু সেই উদ্যোগ সফল করতে মোটেও আগ্রহী নন বিক্ষুব্ধরা ৷ আমন্ত্রণ সত্ত্বেও তাঁদের কাউকেই সদর দফতরে দেখা গেল না (Saraswati puja at BJP office )৷ এলেন না সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সমীরণ সাহারা ৷

মুরলিধর সেন লেনে, বিজেপির সদর দফতরে শনিবার সরস্বতীর পুজোর আয়োজন করা হয় ৷ প্রতিমা এনে নিষ্ঠাভরে পুজো হয় ৷ প্রসাদ বিতরণ, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ৷ জানা গিয়েছে, পুজো ছাড়াও দফতরের বাইরে দু'দিন ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ শোনা যাচ্ছিল, উৎসবের দিনে সকলকে একছাদের তলায় এনে দলের অন্দরের ক্ষোভ মেটানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব ৷ পুজো ও অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় সকলকেই ৷ সেইমতো রাজ্য দফতরে আজ বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল ঘোষ, যুব মোর্চার প্রাক্তন সহ-সভাপতি শঙ্কুদেব পন্ডা, যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ দাস সহ অন্যান্য নেতৃত্বকে দেখা গিয়েছে । পৌরভোটের প্রচারে উত্তরবঙ্গে থাকায় আসতে পারেননি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ কিন্তু যে কারণে এই উদ্যোগ সেটাই সফল হল না বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Seuli Saha On Opposition: সরস্বতী পুজো উদ্বোধনে বিরোধীদের একহাত শিউলি সাহার

তবে দলীয় নেতারা এমনটা মানতে রাজি নন ৷ যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, সারাবছর রাজনৈতিক কাজে ব্যস্ত থাকি । কিন্ত আজকের দিনে সরস্বতী পুজোয় সবাই একসঙ্গে মিলিত হই । তবে সবার বাড়িতে পুজো হয় বলে সকালের দিকে অনেকেই আসতে পারেননি । বিকেলে দিকে সবাই আসবে । বিজেপিতে বিক্ষুব্ধ বলে কেউ নেই ৷ আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়ে ছিলাম । অনেকেই এসেছেন । রাতেও অনেকে আসবেন ।"

সূত্রের খবর, দিল্লিতে শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের মধ্যে একটি বৈঠক হয় । সেই বৈঠকে সমাধান সূত্রে বের হয়েছে বলে খবর । শান্তনু ঠাকুরের দাবি, রাজ্য বিজেপি মেনে নিচ্ছে । উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই শান্তনু ঠাকুরকে দিল্লিতে ডেকে তাঁর দাবি মেনে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে ।

কলকাতা, 5 ফেব্রুয়ারি : দলের ঐক্যে চিড় ধরেছে অনেক আগেই ৷ দলের বিরুদ্ধে মুখ খোলায় বরখাস্ত হয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারি ৷ এছাড়া অনেকেই বিজেপির হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ৷ এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সদর দফতরে সরস্বতী পুজোর আয়োজন করা হয় ৷ তাতে আমন্ত্রণ জানানো হয় দলের 'বিদ্রোহী' নেতাদের ৷ বাগদেবীর আরাধনার মাধ্যমে সব বিবাদ মিটিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ কিন্তু সেই উদ্যোগ সফল করতে মোটেও আগ্রহী নন বিক্ষুব্ধরা ৷ আমন্ত্রণ সত্ত্বেও তাঁদের কাউকেই সদর দফতরে দেখা গেল না (Saraswati puja at BJP office )৷ এলেন না সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সমীরণ সাহারা ৷

মুরলিধর সেন লেনে, বিজেপির সদর দফতরে শনিবার সরস্বতীর পুজোর আয়োজন করা হয় ৷ প্রতিমা এনে নিষ্ঠাভরে পুজো হয় ৷ প্রসাদ বিতরণ, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ৷ জানা গিয়েছে, পুজো ছাড়াও দফতরের বাইরে দু'দিন ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ শোনা যাচ্ছিল, উৎসবের দিনে সকলকে একছাদের তলায় এনে দলের অন্দরের ক্ষোভ মেটানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব ৷ পুজো ও অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় সকলকেই ৷ সেইমতো রাজ্য দফতরে আজ বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল ঘোষ, যুব মোর্চার প্রাক্তন সহ-সভাপতি শঙ্কুদেব পন্ডা, যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ দাস সহ অন্যান্য নেতৃত্বকে দেখা গিয়েছে । পৌরভোটের প্রচারে উত্তরবঙ্গে থাকায় আসতে পারেননি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ কিন্তু যে কারণে এই উদ্যোগ সেটাই সফল হল না বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Seuli Saha On Opposition: সরস্বতী পুজো উদ্বোধনে বিরোধীদের একহাত শিউলি সাহার

তবে দলীয় নেতারা এমনটা মানতে রাজি নন ৷ যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, সারাবছর রাজনৈতিক কাজে ব্যস্ত থাকি । কিন্ত আজকের দিনে সরস্বতী পুজোয় সবাই একসঙ্গে মিলিত হই । তবে সবার বাড়িতে পুজো হয় বলে সকালের দিকে অনেকেই আসতে পারেননি । বিকেলে দিকে সবাই আসবে । বিজেপিতে বিক্ষুব্ধ বলে কেউ নেই ৷ আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়ে ছিলাম । অনেকেই এসেছেন । রাতেও অনেকে আসবেন ।"

সূত্রের খবর, দিল্লিতে শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের মধ্যে একটি বৈঠক হয় । সেই বৈঠকে সমাধান সূত্রে বের হয়েছে বলে খবর । শান্তনু ঠাকুরের দাবি, রাজ্য বিজেপি মেনে নিচ্ছে । উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই শান্তনু ঠাকুরকে দিল্লিতে ডেকে তাঁর দাবি মেনে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.