ETV Bharat / state

Saraswati puja at BJP office : সরস্বতী পুজোয় 'বিদ্রোহী নেতা'দের বিশেষ আমন্ত্রণ, তবু এলেন না কেউ - বিজেপির রাজ্য দফতরে সরস্বতী পুজো

আমন্ত্রণ সত্ত্বেও মুরলিধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরের সরস্বতী পুজোয় দেখা গেল না বিজেপির বিক্ষুব্ধ নেতাদের (Saraswati puja at BJP office ) ৷

bjp
bjp
author img

By

Published : Feb 5, 2022, 8:16 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : দলের ঐক্যে চিড় ধরেছে অনেক আগেই ৷ দলের বিরুদ্ধে মুখ খোলায় বরখাস্ত হয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারি ৷ এছাড়া অনেকেই বিজেপির হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ৷ এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সদর দফতরে সরস্বতী পুজোর আয়োজন করা হয় ৷ তাতে আমন্ত্রণ জানানো হয় দলের 'বিদ্রোহী' নেতাদের ৷ বাগদেবীর আরাধনার মাধ্যমে সব বিবাদ মিটিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ কিন্তু সেই উদ্যোগ সফল করতে মোটেও আগ্রহী নন বিক্ষুব্ধরা ৷ আমন্ত্রণ সত্ত্বেও তাঁদের কাউকেই সদর দফতরে দেখা গেল না (Saraswati puja at BJP office )৷ এলেন না সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সমীরণ সাহারা ৷

মুরলিধর সেন লেনে, বিজেপির সদর দফতরে শনিবার সরস্বতীর পুজোর আয়োজন করা হয় ৷ প্রতিমা এনে নিষ্ঠাভরে পুজো হয় ৷ প্রসাদ বিতরণ, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ৷ জানা গিয়েছে, পুজো ছাড়াও দফতরের বাইরে দু'দিন ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ শোনা যাচ্ছিল, উৎসবের দিনে সকলকে একছাদের তলায় এনে দলের অন্দরের ক্ষোভ মেটানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব ৷ পুজো ও অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় সকলকেই ৷ সেইমতো রাজ্য দফতরে আজ বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল ঘোষ, যুব মোর্চার প্রাক্তন সহ-সভাপতি শঙ্কুদেব পন্ডা, যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ দাস সহ অন্যান্য নেতৃত্বকে দেখা গিয়েছে । পৌরভোটের প্রচারে উত্তরবঙ্গে থাকায় আসতে পারেননি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ কিন্তু যে কারণে এই উদ্যোগ সেটাই সফল হল না বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Seuli Saha On Opposition: সরস্বতী পুজো উদ্বোধনে বিরোধীদের একহাত শিউলি সাহার

তবে দলীয় নেতারা এমনটা মানতে রাজি নন ৷ যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, সারাবছর রাজনৈতিক কাজে ব্যস্ত থাকি । কিন্ত আজকের দিনে সরস্বতী পুজোয় সবাই একসঙ্গে মিলিত হই । তবে সবার বাড়িতে পুজো হয় বলে সকালের দিকে অনেকেই আসতে পারেননি । বিকেলে দিকে সবাই আসবে । বিজেপিতে বিক্ষুব্ধ বলে কেউ নেই ৷ আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়ে ছিলাম । অনেকেই এসেছেন । রাতেও অনেকে আসবেন ।"

সূত্রের খবর, দিল্লিতে শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের মধ্যে একটি বৈঠক হয় । সেই বৈঠকে সমাধান সূত্রে বের হয়েছে বলে খবর । শান্তনু ঠাকুরের দাবি, রাজ্য বিজেপি মেনে নিচ্ছে । উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই শান্তনু ঠাকুরকে দিল্লিতে ডেকে তাঁর দাবি মেনে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে ।

কলকাতা, 5 ফেব্রুয়ারি : দলের ঐক্যে চিড় ধরেছে অনেক আগেই ৷ দলের বিরুদ্ধে মুখ খোলায় বরখাস্ত হয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারি ৷ এছাড়া অনেকেই বিজেপির হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ৷ এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সদর দফতরে সরস্বতী পুজোর আয়োজন করা হয় ৷ তাতে আমন্ত্রণ জানানো হয় দলের 'বিদ্রোহী' নেতাদের ৷ বাগদেবীর আরাধনার মাধ্যমে সব বিবাদ মিটিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ কিন্তু সেই উদ্যোগ সফল করতে মোটেও আগ্রহী নন বিক্ষুব্ধরা ৷ আমন্ত্রণ সত্ত্বেও তাঁদের কাউকেই সদর দফতরে দেখা গেল না (Saraswati puja at BJP office )৷ এলেন না সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সমীরণ সাহারা ৷

মুরলিধর সেন লেনে, বিজেপির সদর দফতরে শনিবার সরস্বতীর পুজোর আয়োজন করা হয় ৷ প্রতিমা এনে নিষ্ঠাভরে পুজো হয় ৷ প্রসাদ বিতরণ, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ৷ জানা গিয়েছে, পুজো ছাড়াও দফতরের বাইরে দু'দিন ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ শোনা যাচ্ছিল, উৎসবের দিনে সকলকে একছাদের তলায় এনে দলের অন্দরের ক্ষোভ মেটানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব ৷ পুজো ও অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় সকলকেই ৷ সেইমতো রাজ্য দফতরে আজ বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল ঘোষ, যুব মোর্চার প্রাক্তন সহ-সভাপতি শঙ্কুদেব পন্ডা, যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ দাস সহ অন্যান্য নেতৃত্বকে দেখা গিয়েছে । পৌরভোটের প্রচারে উত্তরবঙ্গে থাকায় আসতে পারেননি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ কিন্তু যে কারণে এই উদ্যোগ সেটাই সফল হল না বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Seuli Saha On Opposition: সরস্বতী পুজো উদ্বোধনে বিরোধীদের একহাত শিউলি সাহার

তবে দলীয় নেতারা এমনটা মানতে রাজি নন ৷ যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, সারাবছর রাজনৈতিক কাজে ব্যস্ত থাকি । কিন্ত আজকের দিনে সরস্বতী পুজোয় সবাই একসঙ্গে মিলিত হই । তবে সবার বাড়িতে পুজো হয় বলে সকালের দিকে অনেকেই আসতে পারেননি । বিকেলে দিকে সবাই আসবে । বিজেপিতে বিক্ষুব্ধ বলে কেউ নেই ৷ আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়ে ছিলাম । অনেকেই এসেছেন । রাতেও অনেকে আসবেন ।"

সূত্রের খবর, দিল্লিতে শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের মধ্যে একটি বৈঠক হয় । সেই বৈঠকে সমাধান সূত্রে বের হয়েছে বলে খবর । শান্তনু ঠাকুরের দাবি, রাজ্য বিজেপি মেনে নিচ্ছে । উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই শান্তনু ঠাকুরকে দিল্লিতে ডেকে তাঁর দাবি মেনে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.