ETV Bharat / state

কোরোনার মধ্যেই ক্যান্সারের চিকিৎসায় CNCI-এর সেকেন্ড ক্যাম্পাসে চালু হচ্ছে আউটডোর - কলকাতায় ক্যান্সারের চিকিৎসা

আপাতত রাজারহাটের এই ক্যাম্পাসে মেডিকেল এবং সার্জিক্যাল অনকোলজির আউটডোর পরিষেবা চালু হচ্ছে । তবে, এখনই এখানে কেমোথেরাপি এবং রেডিওথেরাপির পরিষেবা চালু হচ্ছে না ।

CNCI
CNCI
author img

By

Published : Aug 19, 2020, 10:55 PM IST

কলকাতা, 19 অগাস্ট : COVID-19-এর প্রকোপের মধ্যেই ক্যান্সারের চিকিৎসায় কলকাতায় চালু হচ্ছে হাসপাতালের নতুন ক্যাম্পাসের পরিষেবা । আজ থেকে এই পরিষেবা চালু হচ্ছে রাজারহাটে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI)-এর নতুন ক্যাম্পাসে । তবে, আপাতত ক্যান্সারের চিকিৎসায় এখানে চালু হচ্ছে আউটডোর পরিষেবা ।

হাজরায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI)-এ রোগীর চাপ বেড়ে যাওয়ায় এবং ক্যান্সারের চিকিৎসায় পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ আর্থিক সহায়তায় রাজারহাটে CNCI-এর সেকেন্ড ক্যাম্পাস গড়ে তোলা হয় । নতুন এই ক্যাম্পাসে যখন পুরোদমে পরিষেবা চালু হয়ে যাবে, তখন এখানে অত্যাধুনিক মানের চিকিৎসার জন্য 460টি বেড থাকবে । এই সেকেন্ড ক্যাম্পাসে বর্তমানে COVID-19 রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । এই ক্যাম্পাসের পৃথক বিল্ডিংয়ে আজ থেকে আউটডোর পরিষেবা চালু করছে CNCI ।

জানা গিয়েছে, আপাতত এই ক্যাম্পাসে মেডিকেল এবং সার্জিক্যাল অনকোলজির আউটডোর পরিষেবা চালু হচ্ছে । আগামীদিনে এই ক্যাম্পাসে ক্যান্সারের অন্য আরও বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য চালু হবে আউটডোর এবং ইনডোর পরিষেবা । তবে, রাজারহাটের এই ক্যাম্পাসে এখনই কেমোথেরাপি এবং রেডিওথেরাপির পরিষেবা চালু হচ্ছে না ।

অন্যদিকে, হাজরার ক্যাম্পাস এবং রাজারহাটের এই সেকেন্ড ক্যাম্পাসের মধ্যে রোগী এবং তাঁদের পরিজনদের যাওয়া-আসার ক্ষেত্রে যাতে সুবিধা হয়, তার জন্য আগামী দিনে বাস পরিষেবা চালু হতে পারে বলেও জানা গিয়েছে ।

কলকাতা, 19 অগাস্ট : COVID-19-এর প্রকোপের মধ্যেই ক্যান্সারের চিকিৎসায় কলকাতায় চালু হচ্ছে হাসপাতালের নতুন ক্যাম্পাসের পরিষেবা । আজ থেকে এই পরিষেবা চালু হচ্ছে রাজারহাটে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI)-এর নতুন ক্যাম্পাসে । তবে, আপাতত ক্যান্সারের চিকিৎসায় এখানে চালু হচ্ছে আউটডোর পরিষেবা ।

হাজরায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI)-এ রোগীর চাপ বেড়ে যাওয়ায় এবং ক্যান্সারের চিকিৎসায় পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ আর্থিক সহায়তায় রাজারহাটে CNCI-এর সেকেন্ড ক্যাম্পাস গড়ে তোলা হয় । নতুন এই ক্যাম্পাসে যখন পুরোদমে পরিষেবা চালু হয়ে যাবে, তখন এখানে অত্যাধুনিক মানের চিকিৎসার জন্য 460টি বেড থাকবে । এই সেকেন্ড ক্যাম্পাসে বর্তমানে COVID-19 রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । এই ক্যাম্পাসের পৃথক বিল্ডিংয়ে আজ থেকে আউটডোর পরিষেবা চালু করছে CNCI ।

জানা গিয়েছে, আপাতত এই ক্যাম্পাসে মেডিকেল এবং সার্জিক্যাল অনকোলজির আউটডোর পরিষেবা চালু হচ্ছে । আগামীদিনে এই ক্যাম্পাসে ক্যান্সারের অন্য আরও বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য চালু হবে আউটডোর এবং ইনডোর পরিষেবা । তবে, রাজারহাটের এই ক্যাম্পাসে এখনই কেমোথেরাপি এবং রেডিওথেরাপির পরিষেবা চালু হচ্ছে না ।

অন্যদিকে, হাজরার ক্যাম্পাস এবং রাজারহাটের এই সেকেন্ড ক্যাম্পাসের মধ্যে রোগী এবং তাঁদের পরিজনদের যাওয়া-আসার ক্ষেত্রে যাতে সুবিধা হয়, তার জন্য আগামী দিনে বাস পরিষেবা চালু হতে পারে বলেও জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.