ETV Bharat / state

মহিলার কিডনি-লিভারে নতুন জীবন পেলেন 3 রোগী

কলকাতায় অঙ্গ প্রতিস্থাপন নতুন নয় । এর আগেও একাধিক ক্ষেত্রে ব্রেনডেথ রোগীর অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে অন্য রোগীর শরীরে । SSKM হাসপাতালে রবিবারই ব্রেনডেথ হওয়া এক মহিলার কিডনি , লিভার অন্য় তিন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে । তাঁরা ভালো আছেন বলে হাসপাতাল সূত্রে খবর ।

Organ Transplantation
SSKM--এ অঙ্গদান
author img

By

Published : Dec 1, 2020, 8:17 AM IST

Updated : Dec 1, 2020, 8:38 AM IST

কলকাতা, 1 ডিসেম্বর : জমিতে কাজ করতেন । গরিব মানুষ । এহেন খেতমজুর এক মহিলার 27 নভেম্বর ব্রেন ডেথ ঘোষণা করা হয় SSKM হাসপাতালে । তাঁর অঙ্গ অন্য রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য দান করার সম্মতি দেন পরিজনরা । সেইমতো রবিবার রাতে তিনজনের শরীরে তাঁর অঙ্গ প্রতিস্থাপন করা হয় ।

SSKM হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , বছর 40-এর এই মহিলা পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত একটি গ্রামের বাসিন্দা ছিলেন । 24 নভেম্বর জমি থেকে কাজ করে ফেরার পথে একটি লরি তাঁকে ধাক্কা মারে । গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ।

তিনি মাথায় আঘাত পেয়েছিলেন । SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে তাঁকে নিয়ে আসা হলেও, শেষ রক্ষা হয়নি । 26 নভেম্বর SSKM হাসপাতালের চিকিৎসকরা বুঝতে পারেন, এই মহিলাকে আর বাঁচানো সম্ভব নয়। কারণ, তাঁর ব্রেন ডেথ হতে চলেছে । 27 নভেম্বর রাতে তাঁর ব্রেন ডেথ হয় । এদিকে, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর অঙ্গ যাতে অন্য রোগীর শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হয়, তার জন্য এই মহিলার পরিজনদের বোঝানো হতে থাকে । পরে তাঁরা সম্মতিও দেন । এরপরই তাঁর লিভার , দু'টি কিডনি তিন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে ।

অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া রবিবার রাতেই শুরু হয়ে যায় । সোমবার সকালে এই প্রক্রিয়া সম্পন্ন হয় । ব্রেন ডেথ ঘোষিত এই মহিলার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে SSKM হাসপাতালে বছর 40-এর অন্য এক মহিলার শরীরে । অন্য একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের 30 বছরের এক যুবকের শরীরে । এবং লিভার 50 বছরের এক পুরুষ রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে । মুকুন্দপুরের অন্য একটি বেসরকারি হাসপাতালে । শেষ খবর পাওয়া পর্যন্ত অঙ্গ প্রতিস্থাপন সফল হয়েছে । এই তিন অঙ্গ গ্রহীতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

কলকাতা, 1 ডিসেম্বর : জমিতে কাজ করতেন । গরিব মানুষ । এহেন খেতমজুর এক মহিলার 27 নভেম্বর ব্রেন ডেথ ঘোষণা করা হয় SSKM হাসপাতালে । তাঁর অঙ্গ অন্য রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য দান করার সম্মতি দেন পরিজনরা । সেইমতো রবিবার রাতে তিনজনের শরীরে তাঁর অঙ্গ প্রতিস্থাপন করা হয় ।

SSKM হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , বছর 40-এর এই মহিলা পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত একটি গ্রামের বাসিন্দা ছিলেন । 24 নভেম্বর জমি থেকে কাজ করে ফেরার পথে একটি লরি তাঁকে ধাক্কা মারে । গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ।

তিনি মাথায় আঘাত পেয়েছিলেন । SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে তাঁকে নিয়ে আসা হলেও, শেষ রক্ষা হয়নি । 26 নভেম্বর SSKM হাসপাতালের চিকিৎসকরা বুঝতে পারেন, এই মহিলাকে আর বাঁচানো সম্ভব নয়। কারণ, তাঁর ব্রেন ডেথ হতে চলেছে । 27 নভেম্বর রাতে তাঁর ব্রেন ডেথ হয় । এদিকে, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর অঙ্গ যাতে অন্য রোগীর শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হয়, তার জন্য এই মহিলার পরিজনদের বোঝানো হতে থাকে । পরে তাঁরা সম্মতিও দেন । এরপরই তাঁর লিভার , দু'টি কিডনি তিন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে ।

অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া রবিবার রাতেই শুরু হয়ে যায় । সোমবার সকালে এই প্রক্রিয়া সম্পন্ন হয় । ব্রেন ডেথ ঘোষিত এই মহিলার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে SSKM হাসপাতালে বছর 40-এর অন্য এক মহিলার শরীরে । অন্য একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের 30 বছরের এক যুবকের শরীরে । এবং লিভার 50 বছরের এক পুরুষ রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে । মুকুন্দপুরের অন্য একটি বেসরকারি হাসপাতালে । শেষ খবর পাওয়া পর্যন্ত অঙ্গ প্রতিস্থাপন সফল হয়েছে । এই তিন অঙ্গ গ্রহীতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

Last Updated : Dec 1, 2020, 8:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.