কলকাতা, 30 মে: মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনের জয়ী বাম সমর্থিত কংগ্রেস পার্টি বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সোমবার । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে শাসকশিবিরে যোগদান করেছেন তিনি । অথচ বিষয়টা নাকি তিনি জানতেনই না বলে মঙ্গলবার জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টা জানতেন না বলে স্পষ্ট উল্লেখ করেছেন মঙ্গলবার ।
মমতার কথায়, "আমি অফিসে খবরের কাগজ পড়ে জানলাম । ব্লক লেবেলের নেতারা এ বিষয়ে বলতে পারবেন ।" মমতার এই বক্তব্য নিয়ে বিরোধীরা কড়া সমালোচনা করেছেন । মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলতে ভীষণভাবে পারদর্শী বলেও বিরোধী রাজনৈতিক দলের নেতারা তাদের বক্তব্যে বলেছেন। একইভাবে মমতার পরামর্শ এবং নির্দেশে বাইরনকে দলে টানা হয়েছে বলে সিপিএমের রাজ্যসভার সংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন।
বাইরন বিশ্বাসের তৃণমূলের যোগদানের বিষয়ে মমতার বক্তব্যকে হাতিয়ার করে সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "বাইরন বিশ্বাসের তৃণমূলের যোগদানের বিষয়টাও জানেন না । যেটা নিয়ে রাজ্য থেকে জাতীয়স্তরে সমালোচনা ও আলোচনা চলছে সেই বিষয়টা উনি জানেন না । এর থেকে প্রমাণিত হয় উনি অসত্য ভাষণে কতটা পারদর্শী । কখনও সত্য কথা বলার মতো সাহস নেই । তাই এত বড় নিন্দনীয় ঘটনার ঘটার পরও বলছেন জানেন না । নিন্দাও করতে পারলেন না । পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এটা অত্যন্ত কলঙ্কজনক অধ্যায় । তিনি বারে বারে তার বক্তব্যে স্পষ্ট করছেন সমস্ত দুর্নীতির তিনিই মূল চালিকাশক্তি ।"
রাজ্যের বিরোধী তিন রাজনৈতিক দল বাম-বিজেপি এবং কংগ্রেসকে কড়া ভাষায় সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । 'রাম বাম শ্যাম' বলে কটাক্ষ করেন। এই প্রসঙ্গে পালটা বিকাশবাবু বলেন, "তৃণমূল হচ্ছে ছদ্মবেশী বিজেপি । যখনই বিজেপি বিপদে পড়ে তখনই উদ্ধারে নেমে পড়ে তৃণমূল । গোটা দেশজুড়ে যখন একটা বিরোধী ঐক্য তৈরি হচ্ছে তাতে ফাটল ধরাতে চাইছে । বিজেপির মস্তিষ্কপ্রসূত যে সমস্ত প্রকল্প পরিকল্পনা রয়েছে সেগুলোকেই বাস্তবায়নের নানানভাবে চেষ্টা করছে মমতা ।"
কংগ্রেস রাজ্যসভার সংসদ প্রদীপ ভট্টাচার্য বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগদান নিয়ে মমতার বক্তব্যকে তীব্র শ্লেষ জানান । তিনি বলেন,"ওহ....। এই নিয়ে কী প্রতিক্রিয়া দেওয়া যাবে । রাম বাম শ্যাম নিয়ে উনি তো বরাবরাই একথা বলে আসছেন ৷ এ আর নতুন কী ৷"
আরও পড়ুন : দিদি দল ভাঙানোর খেলায় সিদ্ধহস্ত, বাইরন 'হাত' ছাড়ায় আক্রমণ অধীরের