ETV Bharat / state

রবীন্দ্রনাথের উত্তরণ ! সরব বিরোধীরা - মমতার সমোলোচনায় বিরোধী শিবির

গতকাল 21 জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "রবীন্দ্রনাথকে নতুন করে উত্তোলন করলাম আমরা ৷ নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরণ হল ৷" তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিরোধীরা ৷

মমতা
মমতা
author img

By

Published : Jul 22, 2020, 10:41 PM IST

Updated : Jul 26, 2020, 3:24 PM IST

কলকাতা, 22 জুলাই : তাঁর সময়কালেই রবীন্দ্রনাথের উত্তরণ হয়েছে ৷ নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে এসেছেন তিনি ও তাঁর সরকার ৷ গতকাল 21 জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক একথাই বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেছিলেন, "রবীন্দ্রনাথকে নতুন করে উত্তোলন করলাম আমরা ৷ নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরণ হল ৷" তাঁর এই মন্তব্যের পর বিতর্ক দানা বাঁধে ৷ তীব্র কটাক্ষ করছেন বিরোধীরা ৷

21 জুলাইয়ের মঞ্চে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

BJP বাংলার সংস্কৃতি নষ্ট করছে ৷ এই অভিযোগ তুলে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই বাংলা সুখের বাংলা ৷ সভ্যতার বাংলা ৷ শান্তির বাংলা ৷ সংস্কৃতির বাংলা ৷ রবীন্দ্রনাথকে নতুন করে উত্তোলন করলাম আমরা ৷ নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরণ হল ৷ বিদ্রোহী কবি নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বিরসা-মুণ্ডা, সিধো-কানহ-ডহর, মতুয়ার বড়মা সবাইকে নিয়ে এলাম আমরা ৷ রবীন্দ্র-নজরুলে একাকার হয়ে গেল বাংলা ৷"

উত্তোলন ও উত্তরণের আভিধানিক অর্থ কী ?

উত্তরণ শব্দের আভিধানিক অর্থ হল- নিচের স্তর থেকে উপরের স্তরে ওঠা ৷ বা সাফল্য ৷ উত্তোলন শব্দের অর্থ হল- তোলা, ঊর্ধ্বে ধারণ, উপরের দিকে তুলে ধরা ৷

কী বলছেন বিরোধীরা

তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের পর বিরোধী রাজনৈতিক শিবিরে সমালোচনার ঝড় উঠেছে ৷ কেউ প্রশ্ন তুলেছেন, তাঁর স্পর্ধা নিয়ে ৷ কেউবা বলছেন, তিনি মানসিক রোগগ্রস্ত ৷ কেউ আবার সমকালীন নানা ঘটনার প্রসঙ্গ তুলে ব্যঙ্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ কী বলছেন বিরোধীরা দেখে নেওয়া যাক একনজরে ৷

এত লম্বা লম্বা কথা বলেন কেন ? - সুজন চক্রবর্তী

তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বামনেতা সুজন চক্রবর্তী বলেন,"মুখ্যমন্ত্রী এমন ভাব করলেন যেন পারলে রবীন্দ্রনাথকেই উনি তৈরি করেছেন ৷ উত্তরণ ঘটিয়ে দিয়েছেন ৷ এত লম্বা লম্বা কথা বলেন কেন ? রবীন্দ্রনাথের পায়ের তলায় বসে থাকার অভ্যেস ওঁর নেই ৷ ওঁর বড় ছবির পায়ের তলায় রবীন্দ্রনাথ, নেতাজি বা বিবেকানন্দকে রাখতে উনি অভ্যস্ত ৷"

কী বলছেন বিরোধীরা

তৃণমূলকে বলব, আপনাদের নেত্রী মানসিক রোগগ্রস্ত - আবদুল মান্নান

কেউ রোগগ্রস্ত হলেই এমন কথা বলতে পারে ৷ বলছেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ৷ তিনি বলেন, "গতকাল নাকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উত্তরণ করেছেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী ও তাঁর তৃণমূল সরকার ৷ তাঁরা দাবি করেছেন ৷ আরও দাবি করেছেন, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর ও নেতাজিকে প্রতিষ্ঠিত করেছেন ৷ এরকী প্রতিক্রিয়া দেব বলুন তো ? আমার তো মাথা খারাপ হয়নি ৷ এর আগে তিনি গান্ধিজির অনশন ভাঙিয়েছেন রবীন্দ্রনাথকে দিয়ে ৷ শেক্সপিয়রকে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করিয়েছেন ৷ দেড় হাজার কেজির বাচ্চার ওজন ৷ এ রকম কত কী বলেছেন ৷ এর কোনও প্রতিক্রিয়া দেওয়ার দরকার আছে ? মানুষ হাসিরখোরাক করেন ৷ তৃণমূলের লোকজনকে বলব, আপনাদের নেত্রী মানসিক রোগগ্রস্ত ৷ কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজিকে নিয়ে রসিকতা তো দূর, এই ধরনের মন্তব্য করতে পারেন না ৷"

রবীন্দ্রনাথ কি ভার, যে উত্তোলন করলেন তিনি - মহম্মদ সেলিম

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে CPI(M) নেতা মহম্মদ সেলিম বলেন, "নিজেকে বড় বলে জাহির করা একটা ব্যামো৷ প্রথম দিন থেকে বলে আসছি এই রোগে আমাদের মুখ্যমন্ত্রী আক্রান্ত ৷ তাঁর কাছেবাংলার সংস্কৃতি, নবজাগরণ, নাটক, ইতিহাস, চলচ্চিত্র কোনও ব্যাপার না ৷ তাঁরা মনে করেন পৃথিবী তাঁদের থেকেশুরু হয়েছে আর তাঁদের কাছেই শেষ ৷ তা নাহলে তিনি বলতে পারেন রবীন্দ্রনাথকে উত্তোলনকরেছেন ? তিনি কি ভারোত্তোলক ? পাওয়ার লিফ্টিং করেন নাকি ওয়েটলিফ্টিং ? রবীন্দ্রনাথকি কোনও ভার ? তাঁর উত্তোলন করেছেন ৷ এ অপমান বাঙালিসহ্য করবে ? মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের কাছে নস্যি ৷ যাঁরাই নিজের ভাষা, সাহিত্য নিয়ে গর্বকরেন, তাঁদের কাছে এটা অপমান ৷"

রবীন্দ্রনাথকে ট্র্যাফিক সিগনালে দাঁড় করিয়ে দিয়েছেন তিনি - শমীকভট্টাচার্য

সরব হয়েছেন BJP নেতা শমীক ভট্টাচার্য ৷ তিনি বলেন, "কবি তুমি শুধু এক পঁচিশে বৈশাখ আরবাইশে শ্রাবণ ৷ কবি গুরু তো এই জায়গাতেই ছিলেন বাংলায় ৷ নিঃসন্দেহে সেখান থেকেউত্তরণ ঘটিয়েছে বর্তমান সরকার ৷ তাঁকে নিয়ে গিয়ে ট্র্যাফিক সিগনালে দাঁড় করিয়েদিয়েছে ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তন্ময়ভট্টাচার্য ৷ তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, "বাঙালির শ্রেষ্ঠতমপ্রতিভাকে নিয়ে এই ধরনের কথা বলতে যে ধরনের স্পর্ধা ও ঔদ্ধত্যের দরকার হয়, তা ভাবলেও শিউরেউঠতে হয় ৷ অবশ্য এটা ঠিক যাঁরা রবীন্দ্রনাথকে নিয়ে যা গবেষণা করে থাকুন না কেন, মৃত্যুর পরে রবীন্দ্রনাথকেদিয়ে গান্ধিজির অনশন ভাঙাতে ফলের রস খাওয়াতে পারেননি ৷ "

কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার ৷ তাঁর কথায়, ওঁর এত স্পর্ধা কীকরে হয় ? রবীন্দ্রনাথ, নেতাজি এঁরা স্বমহিমায় বাংলাকে, ভারতকে তথা বিশ্বকে পথ দেখিয়েছেন ৷আপনার এই কথায় বাংলার মানুষ ব্যথিত ৷ আপনার এই দেউলিয়া রাজনীতি থেকে বাঁচতে তাঁদেরআঁকড়ে ধরে বাঁচতে চাইছেন ৷ আপনাকে তাঁদের উত্তোলন বা উত্তরণের প্রয়োজন নেই ৷

কলকাতা, 22 জুলাই : তাঁর সময়কালেই রবীন্দ্রনাথের উত্তরণ হয়েছে ৷ নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে এসেছেন তিনি ও তাঁর সরকার ৷ গতকাল 21 জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক একথাই বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেছিলেন, "রবীন্দ্রনাথকে নতুন করে উত্তোলন করলাম আমরা ৷ নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরণ হল ৷" তাঁর এই মন্তব্যের পর বিতর্ক দানা বাঁধে ৷ তীব্র কটাক্ষ করছেন বিরোধীরা ৷

21 জুলাইয়ের মঞ্চে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

BJP বাংলার সংস্কৃতি নষ্ট করছে ৷ এই অভিযোগ তুলে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই বাংলা সুখের বাংলা ৷ সভ্যতার বাংলা ৷ শান্তির বাংলা ৷ সংস্কৃতির বাংলা ৷ রবীন্দ্রনাথকে নতুন করে উত্তোলন করলাম আমরা ৷ নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরণ হল ৷ বিদ্রোহী কবি নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বিরসা-মুণ্ডা, সিধো-কানহ-ডহর, মতুয়ার বড়মা সবাইকে নিয়ে এলাম আমরা ৷ রবীন্দ্র-নজরুলে একাকার হয়ে গেল বাংলা ৷"

উত্তোলন ও উত্তরণের আভিধানিক অর্থ কী ?

উত্তরণ শব্দের আভিধানিক অর্থ হল- নিচের স্তর থেকে উপরের স্তরে ওঠা ৷ বা সাফল্য ৷ উত্তোলন শব্দের অর্থ হল- তোলা, ঊর্ধ্বে ধারণ, উপরের দিকে তুলে ধরা ৷

কী বলছেন বিরোধীরা

তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের পর বিরোধী রাজনৈতিক শিবিরে সমালোচনার ঝড় উঠেছে ৷ কেউ প্রশ্ন তুলেছেন, তাঁর স্পর্ধা নিয়ে ৷ কেউবা বলছেন, তিনি মানসিক রোগগ্রস্ত ৷ কেউ আবার সমকালীন নানা ঘটনার প্রসঙ্গ তুলে ব্যঙ্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ কী বলছেন বিরোধীরা দেখে নেওয়া যাক একনজরে ৷

এত লম্বা লম্বা কথা বলেন কেন ? - সুজন চক্রবর্তী

তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বামনেতা সুজন চক্রবর্তী বলেন,"মুখ্যমন্ত্রী এমন ভাব করলেন যেন পারলে রবীন্দ্রনাথকেই উনি তৈরি করেছেন ৷ উত্তরণ ঘটিয়ে দিয়েছেন ৷ এত লম্বা লম্বা কথা বলেন কেন ? রবীন্দ্রনাথের পায়ের তলায় বসে থাকার অভ্যেস ওঁর নেই ৷ ওঁর বড় ছবির পায়ের তলায় রবীন্দ্রনাথ, নেতাজি বা বিবেকানন্দকে রাখতে উনি অভ্যস্ত ৷"

কী বলছেন বিরোধীরা

তৃণমূলকে বলব, আপনাদের নেত্রী মানসিক রোগগ্রস্ত - আবদুল মান্নান

কেউ রোগগ্রস্ত হলেই এমন কথা বলতে পারে ৷ বলছেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ৷ তিনি বলেন, "গতকাল নাকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উত্তরণ করেছেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী ও তাঁর তৃণমূল সরকার ৷ তাঁরা দাবি করেছেন ৷ আরও দাবি করেছেন, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর ও নেতাজিকে প্রতিষ্ঠিত করেছেন ৷ এরকী প্রতিক্রিয়া দেব বলুন তো ? আমার তো মাথা খারাপ হয়নি ৷ এর আগে তিনি গান্ধিজির অনশন ভাঙিয়েছেন রবীন্দ্রনাথকে দিয়ে ৷ শেক্সপিয়রকে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করিয়েছেন ৷ দেড় হাজার কেজির বাচ্চার ওজন ৷ এ রকম কত কী বলেছেন ৷ এর কোনও প্রতিক্রিয়া দেওয়ার দরকার আছে ? মানুষ হাসিরখোরাক করেন ৷ তৃণমূলের লোকজনকে বলব, আপনাদের নেত্রী মানসিক রোগগ্রস্ত ৷ কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজিকে নিয়ে রসিকতা তো দূর, এই ধরনের মন্তব্য করতে পারেন না ৷"

রবীন্দ্রনাথ কি ভার, যে উত্তোলন করলেন তিনি - মহম্মদ সেলিম

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে CPI(M) নেতা মহম্মদ সেলিম বলেন, "নিজেকে বড় বলে জাহির করা একটা ব্যামো৷ প্রথম দিন থেকে বলে আসছি এই রোগে আমাদের মুখ্যমন্ত্রী আক্রান্ত ৷ তাঁর কাছেবাংলার সংস্কৃতি, নবজাগরণ, নাটক, ইতিহাস, চলচ্চিত্র কোনও ব্যাপার না ৷ তাঁরা মনে করেন পৃথিবী তাঁদের থেকেশুরু হয়েছে আর তাঁদের কাছেই শেষ ৷ তা নাহলে তিনি বলতে পারেন রবীন্দ্রনাথকে উত্তোলনকরেছেন ? তিনি কি ভারোত্তোলক ? পাওয়ার লিফ্টিং করেন নাকি ওয়েটলিফ্টিং ? রবীন্দ্রনাথকি কোনও ভার ? তাঁর উত্তোলন করেছেন ৷ এ অপমান বাঙালিসহ্য করবে ? মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের কাছে নস্যি ৷ যাঁরাই নিজের ভাষা, সাহিত্য নিয়ে গর্বকরেন, তাঁদের কাছে এটা অপমান ৷"

রবীন্দ্রনাথকে ট্র্যাফিক সিগনালে দাঁড় করিয়ে দিয়েছেন তিনি - শমীকভট্টাচার্য

সরব হয়েছেন BJP নেতা শমীক ভট্টাচার্য ৷ তিনি বলেন, "কবি তুমি শুধু এক পঁচিশে বৈশাখ আরবাইশে শ্রাবণ ৷ কবি গুরু তো এই জায়গাতেই ছিলেন বাংলায় ৷ নিঃসন্দেহে সেখান থেকেউত্তরণ ঘটিয়েছে বর্তমান সরকার ৷ তাঁকে নিয়ে গিয়ে ট্র্যাফিক সিগনালে দাঁড় করিয়েদিয়েছে ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তন্ময়ভট্টাচার্য ৷ তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, "বাঙালির শ্রেষ্ঠতমপ্রতিভাকে নিয়ে এই ধরনের কথা বলতে যে ধরনের স্পর্ধা ও ঔদ্ধত্যের দরকার হয়, তা ভাবলেও শিউরেউঠতে হয় ৷ অবশ্য এটা ঠিক যাঁরা রবীন্দ্রনাথকে নিয়ে যা গবেষণা করে থাকুন না কেন, মৃত্যুর পরে রবীন্দ্রনাথকেদিয়ে গান্ধিজির অনশন ভাঙাতে ফলের রস খাওয়াতে পারেননি ৷ "

কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার ৷ তাঁর কথায়, ওঁর এত স্পর্ধা কীকরে হয় ? রবীন্দ্রনাথ, নেতাজি এঁরা স্বমহিমায় বাংলাকে, ভারতকে তথা বিশ্বকে পথ দেখিয়েছেন ৷আপনার এই কথায় বাংলার মানুষ ব্যথিত ৷ আপনার এই দেউলিয়া রাজনীতি থেকে বাঁচতে তাঁদেরআঁকড়ে ধরে বাঁচতে চাইছেন ৷ আপনাকে তাঁদের উত্তোলন বা উত্তরণের প্রয়োজন নেই ৷

Last Updated : Jul 26, 2020, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.