ETV Bharat / state

Protest at KMC: ডেঙ্গি নিয়ে কংগ্রেসের মুলতুবি প্রস্তাবে সায় বাম-বিজেপির, ধুন্ধুমার পৌরনিগমে - কলকাতা পৌরনিগম

শহরের ডেঙ্গি (Dengue), ম্য়ালেরিয়া (Malaria) পরিস্থিতি নিয়ে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনল কংগ্রেস ৷ সমর্থন করল বাম, বিজেপি ৷ মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ঘরের সামনে বিক্ষোভে (Protest at KMC) বসলেন বিরোধী বিভিন্ন দলের পৌর প্রতিনিধিরা ৷ ঘটনা ঘিরে ধুন্ধুমার পৌরনিগম ভবনে ৷

Opposition Councillors Protest at KMC over Dengue and Malaria situation in Kolkata
Protest at KMC: ডেঙ্গি নিয়ে কংগ্রেসের মুলতুবি প্রস্তাবে সায় বাম-বিজেপির, ধুন্ধুমার পৌরনিগমে
author img

By

Published : Nov 16, 2022, 5:13 PM IST

Updated : Nov 16, 2022, 8:26 PM IST

কলকাতা, 16 নভেম্বর: শহরে ক্রমশ বেড়ে চলা ডেঙ্গি (Dengue) ও ম্য়ালেরিয়ার (Malaria) প্রকোপ নিয়ে কংগ্রেসের আনা মুলতুবি প্রস্তাবে এককাট্টা বিরোধীরা ৷ এই প্রস্তাবে সায় দিলেন বাম এবং বিজেপি কাউন্সিলররা ৷ প্রতিবাদে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট (Walk Out) করলেন বিরোধী তিন দলেরই পৌর প্রতিনিধিরা ৷ পাশাপাশি, অবিলম্বে শহরের ডেঙ্গি ও ম্য়ালেরিয়া পরিস্থিতি সামলানোর দাবিতে মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ঘরের সামনে বসে বিক্ষোভে (Protest at KMC) সামিল হলেন তাঁরা ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতা পৌরনিগমে ৷ অন্যদিকে, এদিনের এই ঘটনা ঘিরে আবারও রাম-বাম জোট নিয়ে সরব হলেন মেয়র ফিরহাদ হাকিম ৷

আবারও রাম-বাম জোটের অভিযোগ ৷

বুধবার কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনের দ্বিতীয়ার্ধে কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠককে মুলতুবি প্রস্তাব উত্থাপন করার নির্দেশ দেন চেয়ারম্যান মাল রায় ৷ সন্তোষ পাঠক বলেন, "সারা পশ্চিমবঙ্গে 52 হাজারেরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত ৷ কলকাতার বিভিন্ন ওয়ার্ডে কয়েক হাজার মানুষ আক্রান্ত ৷ এমনকী, মৃত্যুর ঘটনাও ঘটেছে ৷" এই প্রসঙ্গে নিজের ওয়ার্ড-সহ সারা কলকাতার চিত্র তুলে ধরেন সন্তোষ ৷

আরও পড়ুন: আমার পদের মেয়াদ শেষ হওয়ার আগেই ঠনঠনিয়ায় জল জমা বন্ধ হবে ! 'প্রমিস' ফিরহাদের

এদিকে, এর মধ্যেই শাসকদলের দু-একজন কাউন্সিলর তাঁকে কটাক্ষ করতে শুরু করেন ৷ এর পর আরও একাধিক কাউন্সিলর এই ইস্যুতে তাঁদের বক্তব্য রাখেন ৷ বক্তব্য পেশ করেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা মেয়র পারিষদ অতীন ঘোষও ৷ তিনি গোটা বিষয়টি পর্যালোচনা করেন ৷ তারপর বলতে ওঠেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ৷ আর তখনই ছন্দপতন ঘটে ৷ বক্তব্যে পরোক্ষে মেয়র থেকে শুরু করে শাসকদলকে খোঁচা দিতে শুরু করেন তিনি ৷ পালটা তৃণমূল কাউন্সিলররাও কটাক্ষ করেন ৷ দুই পক্ষের বাগযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ ৷ সজল ঘোষের পক্ষে দাঁড়িয়ে শাসকদলের কাউন্সিলরদের বিরুদ্ধে সুর চড়ান বাম কাউন্সিলর নন্দিতা রায় ও মধুছন্দা দেব এবং কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক।

এরপরই পকেট থেকে ফ্লেক্স বের করে হাতে তুলে প্রতিবাদে সোচ্চার হন বিরোধী কাউন্সিলররা ৷ সেই ফ্লেক্সে লেখা ছিল, 'কলকাতা ম্যালেরিয়া কর্পোরেশন' ৷ সেই ফ্লেক্স টেনে ফেলে দেওয়ার চেষ্টা করেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু ও সাধনা বসু ৷ এই ঘটনার পর বিরোধীরা একসঙ্গে সভাকক্ষ ত্যাগ করে মেয়রের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ৷ স্লোগান দিতে থাকেন ৷ তাঁরা একযোগে বলেন, ম্যালেরিয়া, ডেঙ্গি ইস্যুতে কোনও রাজনীতি নেই ৷ নাগরিকদের স্বার্থ রক্ষা করতেই তাঁরা একজোট হয়েছেন বলে দাবি করেন ৷ যদিও শাসকদল এই যুক্তি মানতে নারাজ ৷

কলকাতা, 16 নভেম্বর: শহরে ক্রমশ বেড়ে চলা ডেঙ্গি (Dengue) ও ম্য়ালেরিয়ার (Malaria) প্রকোপ নিয়ে কংগ্রেসের আনা মুলতুবি প্রস্তাবে এককাট্টা বিরোধীরা ৷ এই প্রস্তাবে সায় দিলেন বাম এবং বিজেপি কাউন্সিলররা ৷ প্রতিবাদে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট (Walk Out) করলেন বিরোধী তিন দলেরই পৌর প্রতিনিধিরা ৷ পাশাপাশি, অবিলম্বে শহরের ডেঙ্গি ও ম্য়ালেরিয়া পরিস্থিতি সামলানোর দাবিতে মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ঘরের সামনে বসে বিক্ষোভে (Protest at KMC) সামিল হলেন তাঁরা ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতা পৌরনিগমে ৷ অন্যদিকে, এদিনের এই ঘটনা ঘিরে আবারও রাম-বাম জোট নিয়ে সরব হলেন মেয়র ফিরহাদ হাকিম ৷

আবারও রাম-বাম জোটের অভিযোগ ৷

বুধবার কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনের দ্বিতীয়ার্ধে কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠককে মুলতুবি প্রস্তাব উত্থাপন করার নির্দেশ দেন চেয়ারম্যান মাল রায় ৷ সন্তোষ পাঠক বলেন, "সারা পশ্চিমবঙ্গে 52 হাজারেরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত ৷ কলকাতার বিভিন্ন ওয়ার্ডে কয়েক হাজার মানুষ আক্রান্ত ৷ এমনকী, মৃত্যুর ঘটনাও ঘটেছে ৷" এই প্রসঙ্গে নিজের ওয়ার্ড-সহ সারা কলকাতার চিত্র তুলে ধরেন সন্তোষ ৷

আরও পড়ুন: আমার পদের মেয়াদ শেষ হওয়ার আগেই ঠনঠনিয়ায় জল জমা বন্ধ হবে ! 'প্রমিস' ফিরহাদের

এদিকে, এর মধ্যেই শাসকদলের দু-একজন কাউন্সিলর তাঁকে কটাক্ষ করতে শুরু করেন ৷ এর পর আরও একাধিক কাউন্সিলর এই ইস্যুতে তাঁদের বক্তব্য রাখেন ৷ বক্তব্য পেশ করেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা মেয়র পারিষদ অতীন ঘোষও ৷ তিনি গোটা বিষয়টি পর্যালোচনা করেন ৷ তারপর বলতে ওঠেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ৷ আর তখনই ছন্দপতন ঘটে ৷ বক্তব্যে পরোক্ষে মেয়র থেকে শুরু করে শাসকদলকে খোঁচা দিতে শুরু করেন তিনি ৷ পালটা তৃণমূল কাউন্সিলররাও কটাক্ষ করেন ৷ দুই পক্ষের বাগযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ ৷ সজল ঘোষের পক্ষে দাঁড়িয়ে শাসকদলের কাউন্সিলরদের বিরুদ্ধে সুর চড়ান বাম কাউন্সিলর নন্দিতা রায় ও মধুছন্দা দেব এবং কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক।

এরপরই পকেট থেকে ফ্লেক্স বের করে হাতে তুলে প্রতিবাদে সোচ্চার হন বিরোধী কাউন্সিলররা ৷ সেই ফ্লেক্সে লেখা ছিল, 'কলকাতা ম্যালেরিয়া কর্পোরেশন' ৷ সেই ফ্লেক্স টেনে ফেলে দেওয়ার চেষ্টা করেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু ও সাধনা বসু ৷ এই ঘটনার পর বিরোধীরা একসঙ্গে সভাকক্ষ ত্যাগ করে মেয়রের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ৷ স্লোগান দিতে থাকেন ৷ তাঁরা একযোগে বলেন, ম্যালেরিয়া, ডেঙ্গি ইস্যুতে কোনও রাজনীতি নেই ৷ নাগরিকদের স্বার্থ রক্ষা করতেই তাঁরা একজোট হয়েছেন বলে দাবি করেন ৷ যদিও শাসকদল এই যুক্তি মানতে নারাজ ৷

Last Updated : Nov 16, 2022, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.