ETV Bharat / state

NRS Hospital: একরত্তির গলায় বিঁধে দুল, মাইক্রো সার্জারি করে প্রাণ বাঁচাল এনআরএস - NRS Hospital

খেলতে খেলতে একরত্তি মেয়ে গিলে ফেলেছিল মায়ের কানের দুল ৷ বন্ধ হয়ে আসছিল নিঃশ্বাস ৷ মাইক্রো সার্জারি করে প্রাণ বাঁচালেন এনআরএসের চিকিৎসকরা(NRS Hospital)৷

kolkata
মায়ের কোলে একরত্তি
author img

By

Published : Jul 18, 2022, 10:58 PM IST

কলকাতা, 18 জুলাই: গলায় আটকে যাওয়া কানের দুল বের করে একরত্তিকে বাঁচাল নীলরতন সরকার হাসপাতালের ইএনটি বিভাগ(One Year Old Gets New Life Through Rare Surgery at NRS Hospital)। বয়স 1 বছর 11 মাস । খেলাচ্ছলে একরত্তি মেয়ের গলায় আটকে যায় কানের দুল । মাইক্রো সার্জারির মাধ্যমে শিশুটিকে বাঁচাল এনআরএস হাসপাতাল ৷

নদিয়া জেলার মদনপুরের বাসিন্দা সকেন্দ্র মণ্ডল ও স্ত্রী আফিসা মণ্ডলের একমাত্র মেয়ে আনিশা । রাত্রিবেলায় খেলতে খেলতে মায়ের কানের দুল খেয়ে ফেলে ওই একরত্তি ৷ আনিশার বাবা বলেন, "16 তারিখ রাত দু'টোর সময় ঘুম থেকে উঠে পড়েছিল ও । তারপর নিজের মতো খেলছিল । পাশে থাকা একটা কানের দুল মুখে পুরে নেয় । লজেন্স খাওয়ার মতো সেটাকে ও খেতে শুরু করে । আমরা তখন ঘুমাচ্ছিলাম ৷ এরপর আচমকা ওর কান্নার আওয়াজে ঘুম ভেঙে দেখি নিঃশ্বাস নিতে পারছে না । তখন আমি দেখি ও ওই দুলটা খেয়ে নিয়েছে । যেটা আটকে আছে গলার ভিতরে ৷ আমি যতই চেষ্টা করি দুলটা বের করার ততই দুলটা ভিতরে ঢুকে যায় । এরপর সেই রাতেই কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে সেখানে উপযুক্ত পরিকাঠামো না-থাকায় কলকাতায় রেফার করা হয় ৷ সেই মতো এনআরএস হাসপাতালে আসি ৷ এরপর চিকিৎসকরা মাইক্রো সার্জারি করে আমার মেয়েকে সুস্থ করে তোলেন ৷"

শিশুর গলায় আটকে যাওয়া কানের দুল বের করল নীলরতন সরকার হাসপাতাল
বর্তমানে সুস্থ রয়েছে আনিশা । সোমবার ফের করা হয়েছে এক্স-রে । হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছুদিন দেখে তারপর ছুটি দেওয়া হবে এই খুদেকে ।

আরও পড়ুন : শ্বাসনালীতে আটকে দুল, জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ

কলকাতা, 18 জুলাই: গলায় আটকে যাওয়া কানের দুল বের করে একরত্তিকে বাঁচাল নীলরতন সরকার হাসপাতালের ইএনটি বিভাগ(One Year Old Gets New Life Through Rare Surgery at NRS Hospital)। বয়স 1 বছর 11 মাস । খেলাচ্ছলে একরত্তি মেয়ের গলায় আটকে যায় কানের দুল । মাইক্রো সার্জারির মাধ্যমে শিশুটিকে বাঁচাল এনআরএস হাসপাতাল ৷

নদিয়া জেলার মদনপুরের বাসিন্দা সকেন্দ্র মণ্ডল ও স্ত্রী আফিসা মণ্ডলের একমাত্র মেয়ে আনিশা । রাত্রিবেলায় খেলতে খেলতে মায়ের কানের দুল খেয়ে ফেলে ওই একরত্তি ৷ আনিশার বাবা বলেন, "16 তারিখ রাত দু'টোর সময় ঘুম থেকে উঠে পড়েছিল ও । তারপর নিজের মতো খেলছিল । পাশে থাকা একটা কানের দুল মুখে পুরে নেয় । লজেন্স খাওয়ার মতো সেটাকে ও খেতে শুরু করে । আমরা তখন ঘুমাচ্ছিলাম ৷ এরপর আচমকা ওর কান্নার আওয়াজে ঘুম ভেঙে দেখি নিঃশ্বাস নিতে পারছে না । তখন আমি দেখি ও ওই দুলটা খেয়ে নিয়েছে । যেটা আটকে আছে গলার ভিতরে ৷ আমি যতই চেষ্টা করি দুলটা বের করার ততই দুলটা ভিতরে ঢুকে যায় । এরপর সেই রাতেই কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে সেখানে উপযুক্ত পরিকাঠামো না-থাকায় কলকাতায় রেফার করা হয় ৷ সেই মতো এনআরএস হাসপাতালে আসি ৷ এরপর চিকিৎসকরা মাইক্রো সার্জারি করে আমার মেয়েকে সুস্থ করে তোলেন ৷"

শিশুর গলায় আটকে যাওয়া কানের দুল বের করল নীলরতন সরকার হাসপাতাল
বর্তমানে সুস্থ রয়েছে আনিশা । সোমবার ফের করা হয়েছে এক্স-রে । হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছুদিন দেখে তারপর ছুটি দেওয়া হবে এই খুদেকে ।

আরও পড়ুন : শ্বাসনালীতে আটকে দুল, জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ

For All Latest Updates

TAGGED:

NRS Hospital
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.