ETV Bharat / state

Forward Block: কলকাতা ফরওয়ার্ড ব্লকের হাজার কর্মী যোগ দিলেন কংগ্রেসে - অধীররঞ্জন চৌধুরী

ফরওয়ার্ড ব্লক (Forward Block) ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন এক হাজার কর্মী-সমর্থক ৷ মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবনে এই যোগদান অনুষ্ঠান হয় ৷ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷

CONGRESS
CONGRESS
author img

By

Published : Dec 27, 2022, 7:00 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: ফরওয়ার্ড ব্লকের (Forward Block) প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি এবং তাঁর ভাইপো প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজের হাত ধরে কংগ্রেসে (Congress) যোগ দিলেন প্রায় এক হাজার ফরওয়ার্ড ব্লক কর্মী-সমর্থক । কলকাতা জেলার 11টা বিধানসভার ফওয়ার্ড ব্লকের প্রায় 300 নেতৃত্ব অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) হাত থেকে কংগ্রেসের পতাকা নিয়ে যোগদান করেন ।

পরে প্রদেশ কংগ্রেসের রাজ্য দফতর বিধানভবনে সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন, "ফরওয়ার্ড ব্লক ছেড়ে সব মিলিয়ে প্রায় 1000 কর্মী-সমর্থক আজ কংগ্রেসে যোগ দিয়েছেন । এতে কংগ্রেস আরও বেশি শক্তিশালী হবে বলেই মনে করি । কংগ্রেসের তরফে তাঁদের প্রত্যেককে যথাযোগ্য সম্মান দেওয়া হবে । তাঁরা কংগ্রেসকে উজ্জীবিত করতে নিশ্চয় দায়িত্ববান কর্মী হিসেবে কাজ করবেন । আর হাফিজ আলম সৈরানি ও আলি ইমরানকে ধন্যবাদ জানাই । মূলত, তাঁদের নেতৃত্বেই এতগুলো মানুষ আজ কংগ্রেসে যোগ দিলেন । সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করব ।"

কলকাতা জেলা কংগ্রেস ছাড়াও ফরওয়ার্ড ব্লক প্রভাবিত বড় বাজার প্রোগ্রেসিভ ট্রেড আসোসিয়েশনের 350 দোকানদার কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করে অধীর চৌধুরীকে চিঠি দিয়েছে । ফরওয়ার্ড ব্লক কলকাতা জেলার অন্যতম নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগদানের পর বলেন, "পতাকা পরিবর্তন ও নীতিগত বিবাদের কারণেই ফরওয়ার্ড ব্লক রাজ্য নেতৃত্বের সঙ্গে বিবাদ বাধে । এখন রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা চলছে । বেকারির বিরুদ্ধে, রোজগার, ধর্মীয় হানাহানির বিরুদ্ধে ঐক্যবদ্ধতার দাবি তোলা হয়েছে । আমাদেরও দাবি একই । একারণেই আমরা কংগ্রেসে যোগ দিয়েছি ।"

সিপিএমের (CPIM) কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার বলেন, "যাঁরা ফরওয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন, তাঁদের সঙ্গে ফরওয়ার্ড নেতৃত্বের মত বিরোধ বেঁধে ছিল । তাঁরা এখন নিজেদের ইচ্ছায় কংগ্রেসে যোগ দিয়েছেন । সম্পূর্ণ তাঁদের নিজস্ব ব্যপার । তবে, এতে জেলা বামফ্রন্টে কোনও প্রভাব পড়বে কি না, এই মুহূর্তে বলা সম্ভব নয় । বিষয়টি নিয়ে জেলা বামফ্রন্টের মিটিয়ে কোনও রকম আলোচনা হলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানানো হবে ।"

উল্লেখ্য, ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি ৷ দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে চার পাতার চিঠি দেন হাফিজ আলম ৷ সেখানে নেতৃত্বের বিরুদ্ধে মোট 11টি অভিযোগ করেন তিনি ৷ তখন জানিয়েছিলেন, ফরওয়ার্ড ব্লক ছাড়লেও, বামপন্থা ছাড়ছেন না ৷ সেই হাফিজ আলম সাইরানিকে পরে প্রদেশ কংগ্রেসের রাজ্য অফিস বিধান ভবনে গিয়ে কংগ্রেসে যোগ দেন ।

আরও পড়ুন: খোঁজ নেয়নি বামফ্রন্ট, কংগ্রেসে যোগ ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রামজের

কলকাতা, 27 ডিসেম্বর: ফরওয়ার্ড ব্লকের (Forward Block) প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি এবং তাঁর ভাইপো প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজের হাত ধরে কংগ্রেসে (Congress) যোগ দিলেন প্রায় এক হাজার ফরওয়ার্ড ব্লক কর্মী-সমর্থক । কলকাতা জেলার 11টা বিধানসভার ফওয়ার্ড ব্লকের প্রায় 300 নেতৃত্ব অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) হাত থেকে কংগ্রেসের পতাকা নিয়ে যোগদান করেন ।

পরে প্রদেশ কংগ্রেসের রাজ্য দফতর বিধানভবনে সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন, "ফরওয়ার্ড ব্লক ছেড়ে সব মিলিয়ে প্রায় 1000 কর্মী-সমর্থক আজ কংগ্রেসে যোগ দিয়েছেন । এতে কংগ্রেস আরও বেশি শক্তিশালী হবে বলেই মনে করি । কংগ্রেসের তরফে তাঁদের প্রত্যেককে যথাযোগ্য সম্মান দেওয়া হবে । তাঁরা কংগ্রেসকে উজ্জীবিত করতে নিশ্চয় দায়িত্ববান কর্মী হিসেবে কাজ করবেন । আর হাফিজ আলম সৈরানি ও আলি ইমরানকে ধন্যবাদ জানাই । মূলত, তাঁদের নেতৃত্বেই এতগুলো মানুষ আজ কংগ্রেসে যোগ দিলেন । সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করব ।"

কলকাতা জেলা কংগ্রেস ছাড়াও ফরওয়ার্ড ব্লক প্রভাবিত বড় বাজার প্রোগ্রেসিভ ট্রেড আসোসিয়েশনের 350 দোকানদার কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করে অধীর চৌধুরীকে চিঠি দিয়েছে । ফরওয়ার্ড ব্লক কলকাতা জেলার অন্যতম নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগদানের পর বলেন, "পতাকা পরিবর্তন ও নীতিগত বিবাদের কারণেই ফরওয়ার্ড ব্লক রাজ্য নেতৃত্বের সঙ্গে বিবাদ বাধে । এখন রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা চলছে । বেকারির বিরুদ্ধে, রোজগার, ধর্মীয় হানাহানির বিরুদ্ধে ঐক্যবদ্ধতার দাবি তোলা হয়েছে । আমাদেরও দাবি একই । একারণেই আমরা কংগ্রেসে যোগ দিয়েছি ।"

সিপিএমের (CPIM) কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার বলেন, "যাঁরা ফরওয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন, তাঁদের সঙ্গে ফরওয়ার্ড নেতৃত্বের মত বিরোধ বেঁধে ছিল । তাঁরা এখন নিজেদের ইচ্ছায় কংগ্রেসে যোগ দিয়েছেন । সম্পূর্ণ তাঁদের নিজস্ব ব্যপার । তবে, এতে জেলা বামফ্রন্টে কোনও প্রভাব পড়বে কি না, এই মুহূর্তে বলা সম্ভব নয় । বিষয়টি নিয়ে জেলা বামফ্রন্টের মিটিয়ে কোনও রকম আলোচনা হলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানানো হবে ।"

উল্লেখ্য, ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি ৷ দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে চার পাতার চিঠি দেন হাফিজ আলম ৷ সেখানে নেতৃত্বের বিরুদ্ধে মোট 11টি অভিযোগ করেন তিনি ৷ তখন জানিয়েছিলেন, ফরওয়ার্ড ব্লক ছাড়লেও, বামপন্থা ছাড়ছেন না ৷ সেই হাফিজ আলম সাইরানিকে পরে প্রদেশ কংগ্রেসের রাজ্য অফিস বিধান ভবনে গিয়ে কংগ্রেসে যোগ দেন ।

আরও পড়ুন: খোঁজ নেয়নি বামফ্রন্ট, কংগ্রেসে যোগ ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রামজের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.