ETV Bharat / state

Fort William: জাল পরিচয়পত্র দেখিয়ে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা, ধৃত 1

ভুয়ো পরিচয়পত্র নিয়ে ইস্টার্ন কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টায় গ্রেফতার করা হল এক ব্যক্তিকে ৷ ধৃতের নাম পলাশ বাগ (One Man Arrested for Entering Fort William) ৷

Fort William
জাল পরিচয়পত্র দিয়ে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা, ধৃত 1
author img

By

Published : Sep 5, 2022, 7:11 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: ভারতীয় সেনাবাহিনীর ভুয়ো পরিচয়পত্রের কার্ড বানিয়ে ইস্টার্ন কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টার অভিযোগ ৷ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (One Man Arrested for Entering Fort William) । পলাশ বাগ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ । তিনি ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেট দিয়ে জাল পরিচয়পত্র দেখিয়ে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ । তবে ওই ব্যক্তি ঠিক কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়ামের মতো একটি জায়গায় নিজেকে সেনা আধিকারিক পরিচয় দিয়ে নকল নথি দেখিয়ে ঢোকার চেষ্টা করলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ।

ফোর্ট উইলিয়াম সূত্রের খবর, রবিবার বিকেলে যখন ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটে কর্তব্যরত ছিলেন ভারতীয় সেনার দু'জন সেন্ট্রি ৷ ঠিক সে সময় পলাশ বাগ নামে ওই ব্যক্তি গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন । তবে তাকে গেটের বাইরেই আটকান দায়িত্ব থাকা ভারতীয় সেনার দুই সেন্ট্রি। তিনি কেন ভিতরে ঢুকতে চাইছেন জানতে চাওয়া হলে জবাবে তিনি জানান, তিনি ভারতীয় সেনার একজন আধিকারিক এবং তার কিছু সরকারি কাজ আছে ।

আরও পড়ুন: মন্ত্রীর নামে ভুয়ো মেল আইডি খুলে গ্রেফতার বাবা ও ছেলে

অভিযোগ, এরপরেই ভারতীয় সেনার একটি পরিচয়পত্র জমা দেন তিনি । তৎক্ষণাৎ সেই পরিচয়পত্র পরীক্ষা করে জানা যায় সেটি নকল ৷ এরপরেই ফোর্ট উইলিয়ামের তরফে যোগাযোগ করা হয় ময়দান থানায় । ময়দান থানার পুলিশ কর্মীরা এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ।

কী কারণে কী উদ্দেশ্যে ওই ব্যক্তি ফোর্ট উইলিয়ামের মত একটি গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকতে চাইছিলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে । ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার কথা জানানো হয়েছে বলে লালবাজার সূত্রের খবর । প্রয়োজন পড়লে সেনা আধিকারিকরাও ওই ধৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে ।

কলকাতা, 5 সেপ্টেম্বর: ভারতীয় সেনাবাহিনীর ভুয়ো পরিচয়পত্রের কার্ড বানিয়ে ইস্টার্ন কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টার অভিযোগ ৷ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (One Man Arrested for Entering Fort William) । পলাশ বাগ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ । তিনি ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেট দিয়ে জাল পরিচয়পত্র দেখিয়ে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ । তবে ওই ব্যক্তি ঠিক কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়ামের মতো একটি জায়গায় নিজেকে সেনা আধিকারিক পরিচয় দিয়ে নকল নথি দেখিয়ে ঢোকার চেষ্টা করলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ।

ফোর্ট উইলিয়াম সূত্রের খবর, রবিবার বিকেলে যখন ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটে কর্তব্যরত ছিলেন ভারতীয় সেনার দু'জন সেন্ট্রি ৷ ঠিক সে সময় পলাশ বাগ নামে ওই ব্যক্তি গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন । তবে তাকে গেটের বাইরেই আটকান দায়িত্ব থাকা ভারতীয় সেনার দুই সেন্ট্রি। তিনি কেন ভিতরে ঢুকতে চাইছেন জানতে চাওয়া হলে জবাবে তিনি জানান, তিনি ভারতীয় সেনার একজন আধিকারিক এবং তার কিছু সরকারি কাজ আছে ।

আরও পড়ুন: মন্ত্রীর নামে ভুয়ো মেল আইডি খুলে গ্রেফতার বাবা ও ছেলে

অভিযোগ, এরপরেই ভারতীয় সেনার একটি পরিচয়পত্র জমা দেন তিনি । তৎক্ষণাৎ সেই পরিচয়পত্র পরীক্ষা করে জানা যায় সেটি নকল ৷ এরপরেই ফোর্ট উইলিয়ামের তরফে যোগাযোগ করা হয় ময়দান থানায় । ময়দান থানার পুলিশ কর্মীরা এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ।

কী কারণে কী উদ্দেশ্যে ওই ব্যক্তি ফোর্ট উইলিয়ামের মত একটি গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকতে চাইছিলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে । ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার কথা জানানো হয়েছে বলে লালবাজার সূত্রের খবর । প্রয়োজন পড়লে সেনা আধিকারিকরাও ওই ধৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.