ETV Bharat / state

বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ও মেট্রোর টানেল পরীক্ষা করলেন বিশেষজ্ঞরা

author img

By

Published : Sep 4, 2019, 7:06 PM IST

বিশেষজ্ঞরা প্রথমে বউবাজার এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন ৷ ইস্ট ওয়েস্ট মেট্রোর জেরে ক্ষতি হতে পারে এমন বাড়িগুলিকে চিহ্নিত করার কাজ সারেন ৷ এরপর তাঁরা মেট্রো সুরঙ্গের ভিতরে পরিদর্শনে যান ৷ বউবাজার এবং সংলগ্ন এলাকার বাড়িগুলি যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কী ব্যবস্থা নিতে হবে তা খতিয়ে দেখছেন মাটি বিশেষজ্ঞ ৷ অন্যদিকে টানেলের ভিতরে আর কী ধরনের ব্যবস্থা নিলে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো যাবে সেই বিষয়গুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন সুরঙ্গ বিশেষজ্ঞ ৷

বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ও মেট্রোর টানেল পরীক্ষা করলেন বিশেষজ্ঞরা

কলকাতা, 4 সেপ্টেম্বর : ইস্ট ওয়েস্ট মেট্রো টানেল ও বউবাজার এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি দেখতে শহরে এলেন তিন বিশেষজ্ঞের একটি দল ৷ আজ সকালে তাঁরা শহরে আসেন ৷ বিশেষজ্ঞদের মধ্যে পিচ্ছুমণি এবং এন ডি কট হলেন মাটি বিশেষজ্ঞ ৷ জন ব্রিজ ক্রিস্টোফার হলেন টানেল বিশেষজ্ঞ ৷

বিশেষজ্ঞরা প্রথমে বউবাজার এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন ৷ ইস্ট ওয়েস্ট মেট্রোর জেরে ক্ষতি হতে পারে এমন বাড়িগুলিকে চিহ্নিত করার কাজ সারেন ৷ এরপর তাঁরা মেট্রো টানেল পরিদর্শনে যান ৷ বউবাজার এবং সংলগ্ন এলাকার বাড়িগুলি যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কী ব্যবস্থা নিতে হবে তা খতিয়ে দেখছেন মাটি বিশেষজ্ঞরা ৷ অন্যদিকে টানেলের ভিতরে আর কী ধরনের ব্যবস্থা নিলে দুর্ঘটনা এড়ানো যাবে সেই বিষয়গুলি দেখবেন বিশেষজ্ঞরা ৷

টানেলে পাঁচিল তৈরির কাজ অনেকটাই এগিয়েছে । দুটি পাঁচিল তোলা হয়েছে । একটি বউবাজারের কাছাকাছি, অপরটি এসপ্ল্যানেডের দিকে । দুটি পাঁচিলের সাহায্যে টানেলে অ্যাকোয়ারিয়ামের মত পরিকাঠামো তৈরি করা হয়েছে । টানেলে কাদাজল জমে রয়েছে ৷ এই কাদাজল বের করার জন্য উলটো দিক থেকে জল ঢোকানে হচ্ছে ৷ সেই জলের চাপে কাদাজল বের করা হচ্ছে । জলের চাপে যাতে টানেলের পাঁচিল না ভাঙে তার জন্য পাঁচিলের ধারে বালির বস্তা রাখা হয়েছে ।

ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির জন্য ইতিমধ্যেই বউবাজারে একাধিক বাড়ি ভেঙে পড়েছে ৷ অনেক বাড়িতে ফাটল ধরেছে ৷ এখনও পর্যন্ত এলাকার 52 টি পরিবারকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে ৷ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোরেলের কাছে প্রস্তাব দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার পিছু 5 লাখ টাকা যেন দেওয়া হয় ৷ এছাড়া যাঁদের বাড়ি ও দোকান ভেঙে পড়েছে, তাঁদের বাড়ির বদলে বাড়ি ও দোকানের বদলে দোকান করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে ৷ আপাতত মেট্রোরেল টানেলের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ হাইকোর্টকে না জানিয়ে পুনরায় তারা কাজ শুরু করবে না ৷ বিশেষজ্ঞদের বক্তব্য নিয়ে আগামী 16 সেপ্টেম্বরের মধ্যে এনিয়ে হাইকোর্টকে রিপোর্ট দেবে মেট্রোরেল ৷ কোর্টের নির্দেশ মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

কলকাতা, 4 সেপ্টেম্বর : ইস্ট ওয়েস্ট মেট্রো টানেল ও বউবাজার এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি দেখতে শহরে এলেন তিন বিশেষজ্ঞের একটি দল ৷ আজ সকালে তাঁরা শহরে আসেন ৷ বিশেষজ্ঞদের মধ্যে পিচ্ছুমণি এবং এন ডি কট হলেন মাটি বিশেষজ্ঞ ৷ জন ব্রিজ ক্রিস্টোফার হলেন টানেল বিশেষজ্ঞ ৷

বিশেষজ্ঞরা প্রথমে বউবাজার এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন ৷ ইস্ট ওয়েস্ট মেট্রোর জেরে ক্ষতি হতে পারে এমন বাড়িগুলিকে চিহ্নিত করার কাজ সারেন ৷ এরপর তাঁরা মেট্রো টানেল পরিদর্শনে যান ৷ বউবাজার এবং সংলগ্ন এলাকার বাড়িগুলি যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কী ব্যবস্থা নিতে হবে তা খতিয়ে দেখছেন মাটি বিশেষজ্ঞরা ৷ অন্যদিকে টানেলের ভিতরে আর কী ধরনের ব্যবস্থা নিলে দুর্ঘটনা এড়ানো যাবে সেই বিষয়গুলি দেখবেন বিশেষজ্ঞরা ৷

টানেলে পাঁচিল তৈরির কাজ অনেকটাই এগিয়েছে । দুটি পাঁচিল তোলা হয়েছে । একটি বউবাজারের কাছাকাছি, অপরটি এসপ্ল্যানেডের দিকে । দুটি পাঁচিলের সাহায্যে টানেলে অ্যাকোয়ারিয়ামের মত পরিকাঠামো তৈরি করা হয়েছে । টানেলে কাদাজল জমে রয়েছে ৷ এই কাদাজল বের করার জন্য উলটো দিক থেকে জল ঢোকানে হচ্ছে ৷ সেই জলের চাপে কাদাজল বের করা হচ্ছে । জলের চাপে যাতে টানেলের পাঁচিল না ভাঙে তার জন্য পাঁচিলের ধারে বালির বস্তা রাখা হয়েছে ।

ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির জন্য ইতিমধ্যেই বউবাজারে একাধিক বাড়ি ভেঙে পড়েছে ৷ অনেক বাড়িতে ফাটল ধরেছে ৷ এখনও পর্যন্ত এলাকার 52 টি পরিবারকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে ৷ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোরেলের কাছে প্রস্তাব দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার পিছু 5 লাখ টাকা যেন দেওয়া হয় ৷ এছাড়া যাঁদের বাড়ি ও দোকান ভেঙে পড়েছে, তাঁদের বাড়ির বদলে বাড়ি ও দোকানের বদলে দোকান করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে ৷ আপাতত মেট্রোরেল টানেলের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ হাইকোর্টকে না জানিয়ে পুনরায় তারা কাজ শুরু করবে না ৷ বিশেষজ্ঞদের বক্তব্য নিয়ে আগামী 16 সেপ্টেম্বরের মধ্যে এনিয়ে হাইকোর্টকে রিপোর্ট দেবে মেট্রোরেল ৷ কোর্টের নির্দেশ মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

Intro:ইস্ট ওয়েস্ট মেট্রো টানেল ও বউবাজার এলাকার সম্ভব ক্ষতিগ্রস্থ বাড়িগুলি দেখতে বুধবার সকালে শহরে আসেন তিনজন বিশেষজ্ঞ। Body:এঁদের মধ্যে ড. পিছুমনি ও এন ডি কট হলেন মাটি বিশেষজ্ঞ এবং জে ব্রিজ ক্রিস্টোফার হলেন সুড়ঙ্গ বিশেষজ্ঞ।

প্রথমে তাঁরা বউবাজার এলাকায় যে বাড়িগুলি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে সেগুলির মার্কিংয়ের কাজ করেন। এরপর তাঁরা মেট্রো সুড়ঙ্গে গিয়ে তাঁরা সেখানে পরিদর্শন করেন।

ইস ওয়েস্ট সুরঙ্গর কাজের জন্য যাতে বউবাজার বা বউবাজার সংলগ্ন এলাকার মাটির উপরে যে বাড়ি গুলি রয়েছে সেগুলির আর কোনও ক্ষতি না হয় সেই বিষয়গুলি খতিয়ে দেখবেন মাটি বিশেষজ্ঞরা। অন্যদিকে টানেল ভেতরে আর কী ধরনের ব্যবস্থা নিলে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়ানো যেতে পারে সেই বিষয়েগুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন সুরঙ্গ বিশেষজ্ঞ।

অন্যদিকে সুড়ঙ্গে পাঁচিল তৈরির কাজ এগিয়েছে অনেকটাই হয়েছে। দুটি পাঁচিল তোলা হয়েছে। একটু বৌবাজারের কাছাকাছি ও অপরটি এসপ্লেনেডের দিকে। দুটি পাঁচিলের সাহায্যে মাছ রাখার একুরিয়ামের মত করা হয়েছে। পাশাপাশি সুড়ঙ্গের মধ্যে ইতিমধ্যে যে কাঁদা জল জমা হয়ে রয়েছে তা সুড়ঙ্গ থেকে বের করে ফেলার জন্য ব্যবহার করা হচ্ছে জলকেই। অর্থাৎ চাপের সাহায্যে সুড়ঙ্গের ভেতরে আরও জল প্রবেশ করিয়ে সেই জলের চাপে কাঁদা জল বের করার কাজ করা হচ্ছে। অন্যদিকে যাতে এই জলের চাপে পাঁচিল ভেঙে না যায় তার জন্য পাঁচিলের ধার দিয়ে বালির বস্তা ফেলা হয়েছে। প্রায় এক মিটার লম্বা এই বালির বস্তা। Conclusion:একদিক দিয়ে যেমন জল ঢোকানো হবে অন্যদিকে দিয়ে কাঁদা জলকে শুষে বের করে আনার প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.