ETV Bharat / state

দ্বিতীয় হুগলি সেতুতে চারচাকা গাড়িতে ধাক্কা ট্রেলারের, মৃত 1

author img

By

Published : Mar 13, 2021, 11:25 AM IST

আজ সকাল ছ'টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজ়ায় টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছিল তাজপুরগামী একটি গাড়ি ৷ সেটিতে ধাক্কা মারে একটি ট্রেলার। দুর্ঘটনায় মৃত এক।

one old man died due to road accident at second hooghly bridge
দ্বিতীয় হুগলি সেতুতে ট্রেলার ও গাড়ির সংঘর্ষে মৃত 1

কলকাতা, 13 মার্চ : দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজ়ার কাছে চারচাকা গাড়িতে ধাক্কা ট্রেলারের। দুর্ঘটনায় মৃত এক(64), আহত কমপক্ষে পাঁচজন । মৃতের পরিচয় জানা যায়নি । আজ সকাল ছ'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে । আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ সকালে কলকাতা থেকে তাজপুরের উদ্দেশে রওনা দিয়েছিল চারচাকা গাড়িটি। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজ়ায় টোল দেওয়ার জন্য গাড়িটি দাঁড়িয়েছিল ৷ সামনে দাঁড়িয়ে ছিল আরও দুটি গাড়ি ৷ পুলিশ সূত্রে খবর, সেই সময় পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলার ধাক্কা মারে ওই গাড়িটিকে । এরপর পরপর গাড়িগুলি একে অন্যকে ধাক্কা মারে । দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ৷ গাড়িতে মোট ছয়জন ছিলেন । একজনের মৃত্যু হয়, বাকিরা গুরুতর আহত হন ।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা ট্রাকের, বর্ধমানে মৃত 4

খবর পেয়ে তড়িঘড়ি হেস্টিংস থানার পুলিশ ও বিদ্যাসাগর ট্র্য়াফিক গার্ডের পুলিশকর্মীরা ঘটনাস্থানে এসে গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যান এবং আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় । চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন ।

কলকাতা, 13 মার্চ : দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজ়ার কাছে চারচাকা গাড়িতে ধাক্কা ট্রেলারের। দুর্ঘটনায় মৃত এক(64), আহত কমপক্ষে পাঁচজন । মৃতের পরিচয় জানা যায়নি । আজ সকাল ছ'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে । আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ সকালে কলকাতা থেকে তাজপুরের উদ্দেশে রওনা দিয়েছিল চারচাকা গাড়িটি। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজ়ায় টোল দেওয়ার জন্য গাড়িটি দাঁড়িয়েছিল ৷ সামনে দাঁড়িয়ে ছিল আরও দুটি গাড়ি ৷ পুলিশ সূত্রে খবর, সেই সময় পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলার ধাক্কা মারে ওই গাড়িটিকে । এরপর পরপর গাড়িগুলি একে অন্যকে ধাক্কা মারে । দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ৷ গাড়িতে মোট ছয়জন ছিলেন । একজনের মৃত্যু হয়, বাকিরা গুরুতর আহত হন ।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা ট্রাকের, বর্ধমানে মৃত 4

খবর পেয়ে তড়িঘড়ি হেস্টিংস থানার পুলিশ ও বিদ্যাসাগর ট্র্য়াফিক গার্ডের পুলিশকর্মীরা ঘটনাস্থানে এসে গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যান এবং আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় । চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.