ETV Bharat / state

কলকাতার হরিদেবপুরে রহস্যমৃত্যু ব্যক্তির - kolkata suicide today

বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃতের নাম প্রমোদ জালান(৫৪) ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 2, 2019, 11:20 AM IST

Updated : Aug 2, 2019, 2:10 PM IST

কলকাতা, 2 অগাস্ট : বহুতলের ন'তলা থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃতের নাম প্রমোদ জালান(৫৪) ৷ হরিদেবপুরের সাউথ ডায়মন্ড সিটির ঘটনা ৷ দুর্ঘটনা, আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ ।

পেশায় ব্যবসায়ী ছিলেন প্রমোদবাবু ৷ সাউথ ডায়মন্ড সিটির একটি আবাসনের চার নম্বর টাওয়ারের আটতলায় স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকতেন তিনি ৷ বিল্ডিংটি 20 তলার ছিল । রোজ সকালে আবাসনের মধ্যে হাঁটাহাঁটি করতেন তিনি । আজও হাঁটার জন্য রুম থেকে বেরিয়েছিলেন । সকাল সাড়ে 7টা নাগাদ বিল্ডিংয়ের নিচে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ঘটনাস্থানে যান বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীরা ৷ তাঁরা সেখানে গিয়ে প্রমোদবাবুর দেহ দেখতে পান । প্রমোদবাবুকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

কী ভাবে ঘটল এই ঘটনা ?

ভাবাচ্ছে হরিদেবপুর থানা ও লালবাজার গোয়েন্দা বিভাগকে ৷ সকালে হাঁটতে হাঁটতে কীভাবে পড়লেন তিনি ? নাকি কেউ তাঁকে ধাক্কা মেরে ফেলেছে? বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁর বাড়ির সদস্যরা ৷ সেই অর্থে এই ঘটনার কোনও প্রত্যক্ষদর্শীও নেই । এই ঘটনার প্রথম প্রত্যক্ষদর্শী বিষয়টি সম্পর্কে অবগত হন ঘটনার 15 থেকে 20 মিনিট পর । এক্ষেত্রে তদন্তে যা সবথেকে বেশি কাজে লাগতে পারত, সেটি হল 4 নম্বর টাওয়ারের CCTV ৷ কিন্তু, সেটি দেড় বছর ধরে অকেজো । তাই পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এবং পরিবারের সদস্যদের বয়ানের ওপর নির্ভর করেই এই মৃত্যু রহস্যের জট খোলার চেষ্টায় পুলিশ ।

কলকাতা, 2 অগাস্ট : বহুতলের ন'তলা থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃতের নাম প্রমোদ জালান(৫৪) ৷ হরিদেবপুরের সাউথ ডায়মন্ড সিটির ঘটনা ৷ দুর্ঘটনা, আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ ।

পেশায় ব্যবসায়ী ছিলেন প্রমোদবাবু ৷ সাউথ ডায়মন্ড সিটির একটি আবাসনের চার নম্বর টাওয়ারের আটতলায় স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকতেন তিনি ৷ বিল্ডিংটি 20 তলার ছিল । রোজ সকালে আবাসনের মধ্যে হাঁটাহাঁটি করতেন তিনি । আজও হাঁটার জন্য রুম থেকে বেরিয়েছিলেন । সকাল সাড়ে 7টা নাগাদ বিল্ডিংয়ের নিচে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ঘটনাস্থানে যান বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীরা ৷ তাঁরা সেখানে গিয়ে প্রমোদবাবুর দেহ দেখতে পান । প্রমোদবাবুকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

কী ভাবে ঘটল এই ঘটনা ?

ভাবাচ্ছে হরিদেবপুর থানা ও লালবাজার গোয়েন্দা বিভাগকে ৷ সকালে হাঁটতে হাঁটতে কীভাবে পড়লেন তিনি ? নাকি কেউ তাঁকে ধাক্কা মেরে ফেলেছে? বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁর বাড়ির সদস্যরা ৷ সেই অর্থে এই ঘটনার কোনও প্রত্যক্ষদর্শীও নেই । এই ঘটনার প্রথম প্রত্যক্ষদর্শী বিষয়টি সম্পর্কে অবগত হন ঘটনার 15 থেকে 20 মিনিট পর । এক্ষেত্রে তদন্তে যা সবথেকে বেশি কাজে লাগতে পারত, সেটি হল 4 নম্বর টাওয়ারের CCTV ৷ কিন্তু, সেটি দেড় বছর ধরে অকেজো । তাই পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এবং পরিবারের সদস্যদের বয়ানের ওপর নির্ভর করেই এই মৃত্যু রহস্যের জট খোলার চেষ্টায় পুলিশ ।

Intro:শহরে পৌঢের রহস্য মৃত্যু। বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল প্রমোদ জালান(৫৪) নামে এক ব্যাক্তির। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৭. ৪০ মিনিট নাগাদ হরিদেবপুর থানা এলাকার অভিজাত সাউথ ডায়মন্ড সিটিতে।

এই আবাসনের চার নম্বর টাওয়ারের আট নম্বর ফ্লোরে থাকতেন তিনি। ২০ তলা বিল্ডিং ছিল। আটতলা থেকে রহস্যজনক ভাবে পড়ে মৃত্যু বলে। রোজ সকালে আবাসনের মধ্যে হাঁটাহাঁটি করতে যেতেন তিনি। এদিনও হাঁটার জন্য ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর নীচে ভারি কিছু পড়ার শব্দ পাওয়া যায়।

এই শব্দ পেয়ে দৌড়ে আসে নিরাপত্তারক্ষীরা। দেখেন নীচে পড়ে আছেন তিনি। সাথে সাথেই তাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Body:শহরে পৌঢের রহস্য মৃত্যু। বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল প্রমোদ জালান(৫৪) নামে এক ব্যাক্তির। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৭. ৪০ মিনিট নাগাদ হরিদেবপুর থানা এলাকার অভিজাত সাউথ ডায়মন্ড সিটিতে।

এই আবাসনের চার নম্বর টাওয়ারের আট নম্বর ফ্লোরে থাকতেন তিনি। ২০ তলা বিল্ডিং ছিল। আটতলা থেকে রহস্যজনক ভাবে পড়ে মৃত্যু বলে। রোজ সকালে আবাসনের মধ্যে হাঁটাহাঁটি করতে যেতেন তিনি। এদিনও হাঁটার জন্য ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর নীচে ভারি কিছু পড়ার শব্দ পাওয়া যায়।

এই শব্দ পেয়ে দৌড়ে আসে নিরাপত্তারক্ষীরা। দেখেন নীচে পড়ে আছেন তিনি। সাথে সাথেই তাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Conclusion:শহরে পৌঢের রহস্য মৃত্যু। বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল প্রমোদ জালান(৫৪) নামে এক ব্যাক্তির। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৭. ৪০ মিনিট নাগাদ হরিদেবপুর থানা এলাকার অভিজাত সাউথ ডায়মন্ড সিটিতে।

এই আবাসনের চার নম্বর টাওয়ারের আট নম্বর ফ্লোরে থাকতেন তিনি। ২০ তলা বিল্ডিং ছিল। আটতলা থেকে রহস্যজনক ভাবে পড়ে মৃত্যু বলে। রোজ সকালে আবাসনের মধ্যে হাঁটাহাঁটি করতে যেতেন তিনি। এদিনও হাঁটার জন্য ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর নীচে ভারি কিছু পড়ার শব্দ পাওয়া যায়।

এই শব্দ পেয়ে দৌড়ে আসে নিরাপত্তারক্ষীরা। দেখেন নীচে পড়ে আছেন তিনি। সাথে সাথেই তাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Last Updated : Aug 2, 2019, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.