কলকাতা, 2 ডিসেম্বর : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেলেন চিকিৎসাধীন এক কোরোনা রোগী । গত রবিবার থেকে 73 বছর বয়সি উত্তর কলকাতার বাসিন্দা এই রোগীর চিকিৎসা চলছিল । রোগীর পরিজনরা মঙ্গলবার হাসপাতালে এসে বিষয়টি জানতে পারেন । গোটা ঘটনায় হাসপাতালে অভিযোগ জানিয়েছেন তাঁরা । পুরো বিষয়টি খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ দেখা হতে পারে CCTV ফুটেজও ৷
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় গত শুক্রবার উত্তর কলকাতার পাইকপাড়া অঞ্চলের বাসিন্দা এই রোগীকে RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছিল । সেখানে তাঁর কোরোনা পরীক্ষা হয় । রিপোর্ট পজ়িটিভ আসে । রবিবার তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তবে তিনি হাসপাতালে থাকতে চাইছিলেন না ৷ বিষয়টি তাঁর পরিজনদের ফোনে জানানো হয় ।
মঙ্গলবার ওই বৃদ্ধের পরিজনরা হাসপাতালে আসেন । অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করার পর পরিজনরা জানতে পারেন যে হাসপাতালে নেই বৃদ্ধ । এর পরে তাঁরা হাসপাতালের পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেন । কীভাবে একজন রোগী হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল ? হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তা জানতে চান তাঁরা । তবে এখনও পর্যন্ত বৃদ্ধের খোঁজ পাওয়া যায়নি । বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষও কিছু বলতে চায়নি ৷