ETV Bharat / state

স্কুলের চৌবাচ্চায় পড়ে শিশুর মৃত্যু, অবহেলার অভিযোগ - child

স্কুলের চৌবাচ্চায় পড়ে মৃত্যু হয় সোমবুদ্ধ ঘোষের। সোমবুদ্ধ কলকাতার আশা স্কুলে পড়ত। আলিপুর কমান্ড হাসপাতাল চত্বরে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের এই স্কুলটির পরিচালনার দায়িত্বে ছিল আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ছেলের মৃত্যুর বিচার চেয়েছেন বাবা শুভজিৎ।

মৃত সোমবুদ্ধ ঘোষ
author img

By

Published : Feb 20, 2019, 10:15 PM IST

কলকাতা, ২০ কলকাতা : সকালে মায়ের জন্মদিনের কেক কেটে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় যোগ দিয়েছিল শিশুটি। সেই সময় কেউ জানত না এতবড় দুঃসংবাদ তাদের জন্য অপেক্ষা করছে। বিকেল হতেই বিষাদের সুর। স্কুলের চৌবাচ্চায় পড়ে মৃত্যু হয় সোমবুদ্ধ ঘোষের। সোমবুদ্ধ কলকাতার আশা স্কুলে পড়ত। আলিপুর কমান্ড হাসপাতাল চত্বরে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের এই স্কুলটির পরিচালনার দায়িত্বে ছিল আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পরিবারের অভিযোগ, স্কুলের গাফিলতিতেই মৃত্যু হয়েছে সোমবুদ্ধর।

বেহালার শীলপাড়ার বাসিন্দা শুভজিৎ ঘোষ। পেশায় IT প্রফেশনাল। শুভজিৎ এবং সুচেতনা ঘোষের একমাত্র সন্তান সোমবুদ্ধ। সে ছোটো থেকেই অটিজ়মে আক্রান্ত। আলিপুরের কমান্ড হাসপাতাল চত্বরে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের আশা স্কুলে পড়ত করত সে। আজ মায়ের জন্মদিন উপলক্ষ্যে সকালে কেক কেটে বাবার সাথে স্কুলে যায় সোমবুদ্ধ। পরিবারের তরফ থেকে জানা গেছে, আজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। স্কুলে পৌঁছালে শিক্ষিকারা শুভজিৎকেবাবুকে জানান, ছুটি হওয়ার আগে তাঁকে ফোন করে দেওয়া হবে। এরপর ছেলেকে রেখে স্কুল থেকে চলে যান তিনি। তারপরই ঘটে দুর্ঘটনাটি।

সোমবুদ্ধর মৃত্যুর পরের ভিডিয়ো

শুভজিৎ স্কুল ছাড়ার মিনিট কুড়ি পরই বেজে ওঠে তাঁর ফোন। স্কুল থেকে বলা হয়, সোমবুদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তড়িঘড়ি স্কুলে ফেরেন তিনি। দেখতে পান ডুবুরিরা স্কুলের চৌবাচ্চায় খোঁজ চালাচ্ছে ছেলের। কিছুক্ষণ পর উদ্ধার হয় সোমবুদ্ধর নিথর দেহ। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পরে তার দেহ নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখানে ময়নাতদন্ত করা হবে আজ। অন্যদিকে, ছেলের মৃত্যুর বিচার চেয়েছেন শুভজিৎ।

কলকাতা, ২০ কলকাতা : সকালে মায়ের জন্মদিনের কেক কেটে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় যোগ দিয়েছিল শিশুটি। সেই সময় কেউ জানত না এতবড় দুঃসংবাদ তাদের জন্য অপেক্ষা করছে। বিকেল হতেই বিষাদের সুর। স্কুলের চৌবাচ্চায় পড়ে মৃত্যু হয় সোমবুদ্ধ ঘোষের। সোমবুদ্ধ কলকাতার আশা স্কুলে পড়ত। আলিপুর কমান্ড হাসপাতাল চত্বরে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের এই স্কুলটির পরিচালনার দায়িত্বে ছিল আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পরিবারের অভিযোগ, স্কুলের গাফিলতিতেই মৃত্যু হয়েছে সোমবুদ্ধর।

বেহালার শীলপাড়ার বাসিন্দা শুভজিৎ ঘোষ। পেশায় IT প্রফেশনাল। শুভজিৎ এবং সুচেতনা ঘোষের একমাত্র সন্তান সোমবুদ্ধ। সে ছোটো থেকেই অটিজ়মে আক্রান্ত। আলিপুরের কমান্ড হাসপাতাল চত্বরে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের আশা স্কুলে পড়ত করত সে। আজ মায়ের জন্মদিন উপলক্ষ্যে সকালে কেক কেটে বাবার সাথে স্কুলে যায় সোমবুদ্ধ। পরিবারের তরফ থেকে জানা গেছে, আজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। স্কুলে পৌঁছালে শিক্ষিকারা শুভজিৎকেবাবুকে জানান, ছুটি হওয়ার আগে তাঁকে ফোন করে দেওয়া হবে। এরপর ছেলেকে রেখে স্কুল থেকে চলে যান তিনি। তারপরই ঘটে দুর্ঘটনাটি।

সোমবুদ্ধর মৃত্যুর পরের ভিডিয়ো

শুভজিৎ স্কুল ছাড়ার মিনিট কুড়ি পরই বেজে ওঠে তাঁর ফোন। স্কুল থেকে বলা হয়, সোমবুদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তড়িঘড়ি স্কুলে ফেরেন তিনি। দেখতে পান ডুবুরিরা স্কুলের চৌবাচ্চায় খোঁজ চালাচ্ছে ছেলের। কিছুক্ষণ পর উদ্ধার হয় সোমবুদ্ধর নিথর দেহ। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পরে তার দেহ নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখানে ময়নাতদন্ত করা হবে আজ। অন্যদিকে, ছেলের মৃত্যুর বিচার চেয়েছেন শুভজিৎ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.