ETV Bharat / state

ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার তিন - bank fraud case in kolkata

লোনের কিস্তি শোধ হচ্ছে না দেখে নিউটাউন থানার ব্যাঙ্কের পক্ষ থেকে 2018 সালের ডিসেম্বরের 12 তারিখে একটি অভিযোগ দায়ের করা হয়। তারপর নিউটাউন থানার থেকে কেসটি বিধাননগর গোয়েন্দা পুলিশ হাতে তুলে দেওয়া হয় । অবশেষে গতকাল ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা ৷

kolkata
kolkata
author img

By

Published : Aug 6, 2020, 6:03 PM IST

কলকাতা, 6 অগাস্ট : ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল বিধাননগর পুলিশ। ধৃতরা হল সন্দীপ মজুমদার, প্রিয়াঙ্কা সাহা ও রাতুল পাত্র। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে বিধাননগর গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 820,120বি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীদের ফোন করে বলা হত হোম লোন নেওয়ার জন্য। তারপরই তাদের কাছ থেকে প্যান কার্ড, আঁধার কার্ড সহ বিভিন্ন নথি নিয়ে বিভিন্ন ব্যাঙ্কে ফেক একাউন্ট খুলত অভিযুক্তরা। তারপরই লোনের আবেদন করত অভিযুক্তরা ৷ লোনের টাকা ওই অ্যাকাউন্টে আসলেই সেই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়া হত ৷ অভিযোগ ইতিমধ্যেই 26টি লোন করে কোটি কোটি টাকার প্রতারণা করেছে তারা । লোনের কিস্তি শোধ হচ্ছে না দেখে নিউটাউন থানার ব্যাঙ্কের পক্ষ থেকে 2018 সালের ডিসেম্বরের 12 তারিখে একটি অভিযোগ দায়ের করা হয়। তারপর নিউটাউন থানার থেকে কেসটি বিধাননগর গোয়েন্দা পুলিশ হাতে তুলে দেওয়া হয় । অবশেষে গতকাল ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা ৷

এই ঘটনায় গতকাল প্রিয়াঙ্কা সাহা ও রাতুল পাত্রকে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দা। অপর এক অভিযুক্ত সন্দীপ মজুমদারকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তদের মধ্যে প্রধান মাথা হচ্ছে প্রিয়াঙ্কা সাহা। ধৃতদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ রয়েছে । অন্যান্য় থানার আরও অভিযোগ থাকতে পারে বলে মনে তদন্তকারীদের একাংশের । এই ঘটনার সঙ্গে আর কেউ জরিত রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

কলকাতা, 6 অগাস্ট : ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল বিধাননগর পুলিশ। ধৃতরা হল সন্দীপ মজুমদার, প্রিয়াঙ্কা সাহা ও রাতুল পাত্র। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে বিধাননগর গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 820,120বি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীদের ফোন করে বলা হত হোম লোন নেওয়ার জন্য। তারপরই তাদের কাছ থেকে প্যান কার্ড, আঁধার কার্ড সহ বিভিন্ন নথি নিয়ে বিভিন্ন ব্যাঙ্কে ফেক একাউন্ট খুলত অভিযুক্তরা। তারপরই লোনের আবেদন করত অভিযুক্তরা ৷ লোনের টাকা ওই অ্যাকাউন্টে আসলেই সেই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়া হত ৷ অভিযোগ ইতিমধ্যেই 26টি লোন করে কোটি কোটি টাকার প্রতারণা করেছে তারা । লোনের কিস্তি শোধ হচ্ছে না দেখে নিউটাউন থানার ব্যাঙ্কের পক্ষ থেকে 2018 সালের ডিসেম্বরের 12 তারিখে একটি অভিযোগ দায়ের করা হয়। তারপর নিউটাউন থানার থেকে কেসটি বিধাননগর গোয়েন্দা পুলিশ হাতে তুলে দেওয়া হয় । অবশেষে গতকাল ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা ৷

এই ঘটনায় গতকাল প্রিয়াঙ্কা সাহা ও রাতুল পাত্রকে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দা। অপর এক অভিযুক্ত সন্দীপ মজুমদারকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তদের মধ্যে প্রধান মাথা হচ্ছে প্রিয়াঙ্কা সাহা। ধৃতদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ রয়েছে । অন্যান্য় থানার আরও অভিযোগ থাকতে পারে বলে মনে তদন্তকারীদের একাংশের । এই ঘটনার সঙ্গে আর কেউ জরিত রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.