ETV Bharat / state

স্বাস্থ্য ভবনের আশ্বাসে প্রত্যাহার নার্সদের অবস্থান-বিক্ষোভ

জানিয়েছিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত জারি থাকবে অবস্থান-বিক্ষোভ । বুধবার সকাল থেকে SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে এই অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন সরকারি নার্সরা । অবশেষে, স্বাস্থ্য ভবনের আশ্বাসে বৃহস্পতিবার রাত 10 টা নাগাদ অবস্থান-বিক্ষোভের কর্মসূচি প্রত্যাহার করে নিলেন তাঁরা ।

author img

By

Published : Sep 13, 2019, 4:38 AM IST

নার্স

কলকাতা, 13 সেপ্টেম্বর: জানিয়েছিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত জারি থাকবে অবস্থান-বিক্ষোভ । বুধবার সকাল থেকে SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে এই অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন সরকারি নার্সরা । অবশেষে, স্বাস্থ্য ভবনের আশ্বাসে বৃহস্পতিবার রাত 10 টা নাগাদ অবস্থান-বিক্ষোভের কর্মসূচি প্রত্যাহার করে নিলেন তাঁরা ।

বেতন বৈষম্য দূর এবং চাকরি সংক্রান্ত কিছু সমস্যার সমাধানের দাবিতে এই অবস্থান বিক্ষোভ শুরু করেছিল নার্সদের সংগঠন 'নার্সেস ইউনিটি' । এ সব সমস্যা সমাধানের জন্য প্রশাসনের তরফে তাদের সঙ্গে কথা বলতে হবে, এমন দাবিও ছিল নার্সদের এই সংগঠনের । স্বাস্থ্য ভবনের তরফে বৃহস্পতিবার এই সংগঠনের কাছে খবর আসে, দাবির বিষয়ে কথা বলবেন স্বাস্থ্য ভবনের সংশ্লিষ্ট আধিকারিকরা । যার জেরে 'নার্সেস ইউনিটি'র প্রতিনিধিরা বৃহস্পতিবার রাত আটটা নাগাদ যান স্বাস্থ্য ভবনে । সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে তাঁদের কথা হয় । এর পরে রাত 10 টা নাগাদ প্রত্যাহার করে নেওয়া হয় SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে লাগাতার অবস্থান-বিক্ষোভের কর্মসূচি ।

নার্সেস ইউনিটের সহ সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবনের কর্তারা কথা বলবেন বলে খবর আসে । স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে । আমাদের দাবিগুলি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে । এই জন্য আমরা লাগাতার অবস্থান-বিক্ষোভের এই কর্মসূচি প্রত্যাহার করলাম ।" একই সঙ্গে তিনি বলেন, "আমাদের আন্দোলন চলছে । দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ।"

বহু বছর ধরে বেতন বৈষম্য-এর শিকার হয়ে চলেছেন এ রাজ্যের সরকারি নার্সরা । বেতন বৈষম্য-এর বিষয়টি দূর করার দাবিতে গত মাসে একটি মিছিলেরও আয়োজন করেছিল নার্সদের এই সংগঠন । NRS, মেডিকেল কলেজ থেকে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল । মিছিল শেষে এই সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে স্মারকলিপি পেশ করার কথা ছিল । অভিযোগ ওঠে, এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ । যে কারণে মিছিল হয়নি ।

এই অভিযোগকে কেন্দ্র করে সে দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত NRS-এর জরুরি বিভাগের কাছে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছিলেন এই সংগঠনের সদস্যরা । অবশেষে, মুখ্যমন্ত্রী দপ্তরে স্মারকলিপি পেশ করার জন্য 'নার্সেস ইউনিটি'র কয়েকজন প্রতিনিধিকে ওই দিন নবান্নে নিয়ে গিয়েছিল পুলিশ । তখনই 'নার্সেস ইউনিটি'র তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, সাত দিনের মধ্যে তাদের দাবি নিয়ে প্রশাসন কথা না বললে কর্মবিরতির পথে যাওয়া হবে । প্রথমে দুই ঘণ্টার কর্মবিরতি । তার পরেও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন ৷ কিন্তু, সাত দিনের মধ্যে তেমন কোনও আশ্বাস না পেয়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন নার্সরা ৷

কলকাতা, 13 সেপ্টেম্বর: জানিয়েছিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত জারি থাকবে অবস্থান-বিক্ষোভ । বুধবার সকাল থেকে SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে এই অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন সরকারি নার্সরা । অবশেষে, স্বাস্থ্য ভবনের আশ্বাসে বৃহস্পতিবার রাত 10 টা নাগাদ অবস্থান-বিক্ষোভের কর্মসূচি প্রত্যাহার করে নিলেন তাঁরা ।

বেতন বৈষম্য দূর এবং চাকরি সংক্রান্ত কিছু সমস্যার সমাধানের দাবিতে এই অবস্থান বিক্ষোভ শুরু করেছিল নার্সদের সংগঠন 'নার্সেস ইউনিটি' । এ সব সমস্যা সমাধানের জন্য প্রশাসনের তরফে তাদের সঙ্গে কথা বলতে হবে, এমন দাবিও ছিল নার্সদের এই সংগঠনের । স্বাস্থ্য ভবনের তরফে বৃহস্পতিবার এই সংগঠনের কাছে খবর আসে, দাবির বিষয়ে কথা বলবেন স্বাস্থ্য ভবনের সংশ্লিষ্ট আধিকারিকরা । যার জেরে 'নার্সেস ইউনিটি'র প্রতিনিধিরা বৃহস্পতিবার রাত আটটা নাগাদ যান স্বাস্থ্য ভবনে । সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে তাঁদের কথা হয় । এর পরে রাত 10 টা নাগাদ প্রত্যাহার করে নেওয়া হয় SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে লাগাতার অবস্থান-বিক্ষোভের কর্মসূচি ।

নার্সেস ইউনিটের সহ সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবনের কর্তারা কথা বলবেন বলে খবর আসে । স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে । আমাদের দাবিগুলি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে । এই জন্য আমরা লাগাতার অবস্থান-বিক্ষোভের এই কর্মসূচি প্রত্যাহার করলাম ।" একই সঙ্গে তিনি বলেন, "আমাদের আন্দোলন চলছে । দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ।"

বহু বছর ধরে বেতন বৈষম্য-এর শিকার হয়ে চলেছেন এ রাজ্যের সরকারি নার্সরা । বেতন বৈষম্য-এর বিষয়টি দূর করার দাবিতে গত মাসে একটি মিছিলেরও আয়োজন করেছিল নার্সদের এই সংগঠন । NRS, মেডিকেল কলেজ থেকে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল । মিছিল শেষে এই সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে স্মারকলিপি পেশ করার কথা ছিল । অভিযোগ ওঠে, এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ । যে কারণে মিছিল হয়নি ।

এই অভিযোগকে কেন্দ্র করে সে দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত NRS-এর জরুরি বিভাগের কাছে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছিলেন এই সংগঠনের সদস্যরা । অবশেষে, মুখ্যমন্ত্রী দপ্তরে স্মারকলিপি পেশ করার জন্য 'নার্সেস ইউনিটি'র কয়েকজন প্রতিনিধিকে ওই দিন নবান্নে নিয়ে গিয়েছিল পুলিশ । তখনই 'নার্সেস ইউনিটি'র তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, সাত দিনের মধ্যে তাদের দাবি নিয়ে প্রশাসন কথা না বললে কর্মবিরতির পথে যাওয়া হবে । প্রথমে দুই ঘণ্টার কর্মবিরতি । তার পরেও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন ৷ কিন্তু, সাত দিনের মধ্যে তেমন কোনও আশ্বাস না পেয়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন নার্সরা ৷

Intro:কলকাতা, ১২ সেপ্টেম্বর: দাবি পূরণ না হওয়া পর্যন্ত জারি থাকবে অবস্থান-বিক্ষোভ। বুধবার সকাল থেকে SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে এই অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন সরকারি নার্সরা। অবশেষে, স্বাস্থ্যভবনের আশ্বাসের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ অবস্থান-বিক্ষোভের কর্মসূচি প্রত্যাহার করে নিলেন তাঁরা।Body:বেতন বৈষম্য দূর এবং চাকরি সংক্রান্ত কিছু সমস্যার সমাধানের দাবিতে এই অবস্থান বিক্ষোভ শুরু করেছিল নার্সদের সংগঠন 'নার্সেস ইউনিটি'। এ সব সমস্যা সমাধানের জন্য প্রশাসনের তরফে তাদের সঙ্গে কথা বলতে হবে, এই দাবিও ছিল নার্সদের এই সংগঠনের। স্বাস্থ্যভবনের তরফে বৃহস্পতিবার এই সংগঠনের কাছে খবর আসে, তাদের দাবির বিষয়ে কথা বলবেন স্বাস্থ্যভবনের সংশ্লিষ্ট আধিকারিকরা। যার জেরে 'নার্সেস ইউনিটি'র প্রতিনিধিরা বৃহস্পতিবার রাত আটটা নাগাদ পৌঁছন স্বাস্থ্যভবনে। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে তাঁদের কথা হয়। এর পরে রাত ১০টা নাগাদ প্রত্যাহার করে নেওয়া হয় SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে লাগাতার অবস্থান-বিক্ষোভের কর্মসূচি।

'নার্সেস ইউনিটি'র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "আমাদের সঙ্গে স্বাস্থ্যভবন কথা বলবে বলে খবর আসে। স্বাস্থ্যভবনের আধিকারিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের দাবিগুলি কনসিডার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই জন্য আমরা লাগাতার অবস্থান-বিক্ষোভের এই কর্মসূচি প্রত্যাহার করলাম।" একই সঙ্গে তিনি বলেন, "তবে আমাদের আন্দোলন চলছে। আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।" বহু বছর ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে চলেছেন এ রাজ্যের সরকারি নার্সরা। বৈষম্যের এই বঞ্চনা দূর করার দাবিতে গত ২৮ অগাস্ট একটি মিছিলের আয়োজন করেছিল নার্সদের এই সংগঠন। NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল। মিছিল শেষে এই সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে স্মারকলিপি পেশ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। অভিযোগ ওঠে, এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। যে কারণে মিছিল হয়নি।Conclusion:এই অভিযোগকে কেন্দ্র করে ওই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত NRS-এর ইমারজেন্সির কাছে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছিলেন এই সংগঠনের সদস্যরা। অবশেষে, মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পেশ করার জন্য 'নার্সেস ইউনিটি'র কয়েকজন প্রতিনিধিকে ওই দিন নবান্নে নিয়ে গিয়েছিল পুলিশ। ওই দিন 'নার্সেস ইউনিটি'র তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, পরবর্তী ৭ দিনের মধ্যে তাদের দাবির বিষয়টি নিয়ে প্রশাসন কথা না বললে কর্মবিরতির পথে যাওয়া হবে। প্রথমে দুই ঘণ্টার কর্মবিরতি পথে যাওয়া হবে। তার পরেও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। এর পরে গত ৩ সেপ্টেম্বর নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে আবার চিঠি দেয় 'নার্সেস ইউনিটি'। ওই দিন স্বাস্থ্য ভবনেও চিঠি দেয় এই সংগঠন।

নার্সদের এই সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানিয়েছেন, বেতন বৈষম্যের বিষয়টি সমাধানের জন্য প্রশাসন যদি ৭ দিনের মধ্যে তাঁদের সঙ্গে কথা না বলে, তা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথা ওই চিঠিতে জানানো হয়েছিল। গত সোমবার ৭ দিনের সময় শেষ হয়েছে। অথচ, তাঁরা কোনও উত্তর পাননি। তাই, বুধবার সকাল থেকে রোগী পরিষেবা অব্যাহত রেখে তাঁরা এই অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন। তিনি বলেন, "বহু বছর ধরে আমরা বেতন বঞ্চনার শিকার। আগের সরকারের আমল থেকে এই বঞ্চনা চলছে। ডিপ্লোমা এবং ডিগ্রি, যাকে যে পদে নেওয়া হচ্ছে, সেই পদের জন্য উপযুক্ত বেতন স্কেল চালু করতে হবে। আমাদের এই আন্দোলন বেতন বৃদ্ধির জন্য নয়। এটা বেতন বঞ্চনার আন্দোলন। এই বঞ্চনা থেকে আমরা মুক্তি পেতে চাইছি।" চাকরি সংক্রান্ত সমস্যাগুলির মধ্যে নার্সদের নাইট ডিউটির বিষয়টিও রয়েছে।

______

ছবি:
wb_kol_03a_nurses_agitation_withdraw_pic_7203421

ভিস্যুয়াল:
wb_kol_03b_nurses_agitation_withdraw_vis_7203421



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.