ETV Bharat / state

Mental Health Training: নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও দেওয়া হবে মানসিক স্বাস্থ্যের প্রশিক্ষণ - Mental Health Training

অতিমারির সময় থেকে মানসিক রোগ অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে (Mental Health Training)। মানুষের স্বাস্থ্য ভালো রাখতে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ কাজ করে চলেছে ৷

Mental Health Training news
নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও দেওয়া হবে মানসিক স্বাস্থ্যের প্রশিক্ষণ
author img

By

Published : Jul 27, 2022, 10:36 PM IST

কলকাতা, 27 জুলাই: করোনাপর্বের সময় থেকেই মানসিক রোগ অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । সারা বিশ্বে দ্বিতীয় স্থানে মানসিক রোগ আক্রান্তের সংখ্যা । সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যর হাল ভালো রাখতে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ যৌথভাবে কাজ করে চলেছে (Mental Health Training)। ইতিমধ্যে চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে ।

এক আলোচনা সভা শেষে মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, "চিকিৎসকদের পরে আবার নার্স ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে মানসিক স্বাস্থ্য নিয়ে সম্পর্কিত প্রশিক্ষণ ।"

'মনের আলো' নামাঙ্কিত একটি প্রশিক্ষণ ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের চিকিৎসকরা পেয়েছেন । তাতে তাঁরা আরও দক্ষ হয়ে উঠেছেন মানসিক রোগীদের চিকিৎসার ক্ষেত্রে । তবে এই প্রশিক্ষণের পর বিভিন্ন সময় লক্ষ্য করা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট রোগী জানেন না বা বুঝতে পারেন না যে তিনি মানসিক রোগে আক্রান্ত । তাই এবার পৌরনিগম নাগরিকদের বাড়ি বাড়ি পাঠাবেন এএনএম, জিএনএম নার্সদের ।

আরও পড়ুন: মানসিক রোগ থেকে মুক্তি পেতেই কি আত্মহত্যা ? তদন্তে উঠে এল একাধিক প্রশ্ন

তাঁরা কথা বলবেন, তথ্য সংগ্রহ করবেন বুঝবেন ওই নাগরিকের মানসিক স্বাস্থ্যের প্রাথমিক অবস্থা । আর সেই অবস্থা বোঝার জন্য এদের এবার কলকাতা পৌরনিগমের ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা প্রশিক্ষণ দেবেন । নাম দেওয়া হচ্ছে 'মন ভালো' তাতে তাঁরা নাগরিকদের চিহ্নিত করে চিকিৎসকদের কাছে ইউপিএইচসিতে পাঠাতে পারবেন । এরফলে মানসিক রোগ বৃদ্ধি পাওয়ার প্রবণতা অনেকটাই কমবে । সব মিলিয়ে প্রায় 400-র বেশি নার্স ও স্বাস্থ্য কর্মীদের এই প্রশিক্ষণ হবে ।

কলকাতা, 27 জুলাই: করোনাপর্বের সময় থেকেই মানসিক রোগ অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । সারা বিশ্বে দ্বিতীয় স্থানে মানসিক রোগ আক্রান্তের সংখ্যা । সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যর হাল ভালো রাখতে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ যৌথভাবে কাজ করে চলেছে (Mental Health Training)। ইতিমধ্যে চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে ।

এক আলোচনা সভা শেষে মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, "চিকিৎসকদের পরে আবার নার্স ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে মানসিক স্বাস্থ্য নিয়ে সম্পর্কিত প্রশিক্ষণ ।"

'মনের আলো' নামাঙ্কিত একটি প্রশিক্ষণ ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের চিকিৎসকরা পেয়েছেন । তাতে তাঁরা আরও দক্ষ হয়ে উঠেছেন মানসিক রোগীদের চিকিৎসার ক্ষেত্রে । তবে এই প্রশিক্ষণের পর বিভিন্ন সময় লক্ষ্য করা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট রোগী জানেন না বা বুঝতে পারেন না যে তিনি মানসিক রোগে আক্রান্ত । তাই এবার পৌরনিগম নাগরিকদের বাড়ি বাড়ি পাঠাবেন এএনএম, জিএনএম নার্সদের ।

আরও পড়ুন: মানসিক রোগ থেকে মুক্তি পেতেই কি আত্মহত্যা ? তদন্তে উঠে এল একাধিক প্রশ্ন

তাঁরা কথা বলবেন, তথ্য সংগ্রহ করবেন বুঝবেন ওই নাগরিকের মানসিক স্বাস্থ্যের প্রাথমিক অবস্থা । আর সেই অবস্থা বোঝার জন্য এদের এবার কলকাতা পৌরনিগমের ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা প্রশিক্ষণ দেবেন । নাম দেওয়া হচ্ছে 'মন ভালো' তাতে তাঁরা নাগরিকদের চিহ্নিত করে চিকিৎসকদের কাছে ইউপিএইচসিতে পাঠাতে পারবেন । এরফলে মানসিক রোগ বৃদ্ধি পাওয়ার প্রবণতা অনেকটাই কমবে । সব মিলিয়ে প্রায় 400-র বেশি নার্স ও স্বাস্থ্য কর্মীদের এই প্রশিক্ষণ হবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.