কলকাতা , 14 ডিসেম্বর : বৃহস্পতিবার অর্থাৎ 10 ডিসেম্বর ডায়মন্ডহারবারে সভা করতে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা হয় । এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দিল্লিতে তলব করা হয় রাজ্যের মুখ্যসচিব, আলাপন বন্দোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র-কে । এই হামলার ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য ডেকে পাঠানো হয় । কিন্তু, দু'জনের কেউ সেই ডাকে সারা দেননি । উলটে গত শুক্রবার, মুখ্যসচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি পাঠিয়ে দিল্লির বৈঠকে ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি চান ।
এব্যাপারে যথারীতি রাজনৈতিক জলঘোলা হয় বিস্তর । যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মুখ্যসচিব এবং পুলিশের ডিজিকে তলবের মধ্যে অন্যায় বা অসাংবিধানিক কিছু দেখছেন না প্রাক্তন আমলা এবং সংবিধান বিশেষজ্ঞরা ।
প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিব এবং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট সুনীল মিত্র-র মতে, এই তলবের মধ্যে অন্যায় কিছু নেই। একটা ঘটনা ঘটেছে। এটা ঠিক যে আইন-শৃঙ্খলা একান্তই রাজ্যের বিষয় । কিন্তু কোনও ঘটনা ঘটলে কেন্দ্রীয় সরকার রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারকিদের আলোচনার জন্য ডাকতেই পারেন। এর মধ্যে অসাংবিধানিক কিছুই নেই । এটাও ভাবার কিছু নেই যে, দোষারোপ করার জন্যই ডেকে পাঠানো হয়েছে। আলোচনার জন্য তলব আর দোষারোপ এক জিনিস নয় । এর আগেও রাজ্যের আধিকারিকদের ডেকে পাঠানোর নজির আছে । এখন কেন আধিকারিকরা গেলেন না সেটা তাঁরাই বলতে পারবেন।"
আরও পড়ুন , স্বরাষ্ট্রমন্ত্রকের তলব, যাচ্ছেন না মুখ্যসচিব ও ডিজি
একই মত বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এবং প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যক্ষ শ্রী অমলকুমার মুখোপাধ্যায়ের । তাঁর মতে, কেন্দ্রের তলব উপেক্ষা করে দিল্লিতে বৈঠকে মুখ্যসচিবের এবং ডিজির না যাওটাই বরং অন্যায়। তিনি বলেন , "সংবিধানের 355 ধারা অনুযায়ী, কোনও রাজ্যে কোনও ব্যাপক অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার অবনতি হলে, কেন্দ্র রাজ্যের কাছে ব্যাখ্যা চাইতেই পারে । জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যপাল একটা রিপোর্ট দিয়েছেন । তাই কেন্দ্র রাজ্য সরকারের কাছে একটা রিপোর্ট চেয়েছে এবং তাই নিয়ে আলোচনা করার জন্য ডেকে পাঠিয়েছে মুখ্যসচিব এবং পুলিশের ডিজি-কে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তো আর মুখ্যমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট চাইতে পারে না বা আলোচনার জন্য ডাকতে পারে না । তাই তলব করেছে মুখ্যসচিব এবং ডিজিকে । সেই ডাকে সাড়া দিয়ে দু'জনেরই উচিত ছিল দিল্লি যাওয়া । "
আরও পড়ুন , নাড্ডার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ, স্বরাষ্ট্রসচিব ও ডিজি-র কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
তিনি আরও বলেন , মুখ্যসচিব এবং রাজ্যপুলিশের ডিজি যদিও রাজ্য সরকারের হয়ে কার্যনির্বাহ করেন , কিন্তু 310 (1)-র ধারা অনুযায়ী তাঁদের ক্যাডার কন্ট্রোলিং অথরিটি কিন্তু কেন্দ্রীয় সরকার এবং সেই অর্থে দু'জনেই কেন্দ্রীয় সরকারের অধীন ।
মুখ্যসচিব এবং ডিজির দিল্লি না যাওয়া নিয়ে ইতিমধ্যেই তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর মতে, লজ্জায় ওঁদের দু'জনেরই কারও মুখ নেই দিল্লি যাওয়ার । যদিও মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করা সংবিধান বিরুদ্ধ বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।