কলকাতা, 28 সেপ্টেম্বর: আজ তৃতীয়া ৷ মহালয়া থেকেই রাজ্য তথা কলকাতায় দুর্গাপুজোর শুভারম্ভ হয়ে গিয়েছে ৷ দলে দলে মানুষ বেরিয়ে পড়ছে ঠাকুর দেখতে ৷ কেউ বন্ধু, কেউ পরিবার আবার কেউ সহকর্মীদের সঙ্গে ৷ তাই মণ্ডপে মণ্ডপে চোখে পড়ছে ভিড় ৷ হাতে সময় কম ৷ পুজো শুরু হলেই তো শেষ ৷ ফলে এই ক'দিনেই উত্তর থেকে দক্ষিণ দেখে ফেলতে হবে সব ঠাকুর (Pandal Hopping) ৷
আর উত্তরের (North Kolkata) খ্যাতনামা পুজোগুলির মধ্যে একটি হল টালা প্রত্যয় (Tala Pratyay Puja) ৷ এবার তাদের পুজো 97 বছরে । পুজোর থিম 'ঋতি: দ্য মোশন' । শিল্পী সুশান্ত পাল ।
প্রাকৃতিক বা মহাজাগতিক প্রক্রিয়ায় যে গতির সৃষ্টি, তার বাইরে আছে মানুষের সৃজন ও শক্তি দ্বারা সঞ্চারিত গতি । মানবিক স্পর্শ বা মানুষ অংশগ্রহণই সব রকম ঋতির উৎস । যা এবার টালা প্রত্যয় ফুটিয়ে তুলেছে তাদের মণ্ডপে (Durga Puja theme 2022) ।
পুজো উদ্যোক্তা মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, "বিশ্বে সবসময় চলছে জাগতিক মহাজাগতিক গতি । একইভাবে মানুষের দ্বারা সৃষ্টি একটি গতি আছে । মানবিকতা, ভাবাবেগ, স্পর্শ, সৃষ্টিশীলতা, সৃজনশীলতা ও অংশগ্রহণ গতির সৃষ্টি করে । সেটাই এবার আমরা তুলে ধরেছি । মণ্ডপটি লোহার পাত, লোহার কাঠামো দিয়ে তৈরি । উপরে নকশায় আছে রঙিন ফাইভার সিট ।"
আরও পড়ুন: মেহনতী মানুষের স্বার্থে, শ্রমজীবী মানুষের মূল্যবোধে বার্তা দিচ্ছে উলটোডাঙা সংগ্রামী
প্রসঙ্গত, মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন শুরু করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । 22 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার টালা প্রত্যয়ের পুজো উদ্বোধন করে আসেন মুখ্যমন্ত্রী ৷ পিতৃপক্ষ চলায় তিনি দূর থেকেই ফুল ছুড়ে মণ্ডপ উদ্বোধন করে দেন । মমতা টালা প্রত্যয়ের পুজো উদোক্তাদের জানান, দেবীদুর্গার চোখ খুব সুন্দর হয়েছে ৷